EURO 2020: ইন্সটাতে ছবি পোস্ট করে এরিকসেন, ‘ভালো আছি’

sushovan mukherjee |

Jun 15, 2021 | 3:46 PM

হাসপাতালের বেডে শুয়ে ছবি তুলে ইন্সটাতে দিয়ে লিখেছেন, 'আমি এখন ভালো আছি। যা পরিস্থিতি, তাতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে আমাকে। সেই কারণে আরও কিছু দিন হাসপাতালেই থাকবে হবে।'

EURO 2020: ইন্সটাতে ছবি পোস্ট করে এরিকসেন, ভালো আছি
হাসপাতাল থেকে বার্তা এরিকসেনের। ছবি: ইনস্টাগ্রাম

Follow Us

কোপেনহেগেন: এখনও হাসপাতালই থাকতে হবে কিছু দিন। তবে সুস্থ আছেন তিনি। নিজেই ইন্সটাগ্রামে (Instagram) জানালেন ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen)।
ফিনল্যান্ডের (Finland) বিরুদ্ধে ইউরো কাপের (EURO CUP) প্রথম ম্যাচে হঠাত্‍ অসুস্থ হয়ে পড়েন। মাঠে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল এরিকসেনের হৃদযন্ত্র। মাঠেই প্রাথমিক চিকিত্‍সার পর সাড়া দিয়েছিলেন তিনি। মাঠ থেকেই সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ওই ঘটনার পর এরিকসেন (Christian Eriksen) এই প্রথম কোনও ছবি পোস্ট করলেন।

আরও পড়ুন: COPA AMERICA 2021: ফ্রিকিক থেকে গোলে মারাদোনাকে শ্রদ্ধার্ঘ্য মেসির, তবু এল না জয়

হাসপাতালের বেডে শুয়ে ছবি তুলে ইন্সটাতে দিয়ে লিখেছেন, ‘আমি এখন ভালো আছি। যা পরিস্থিতি, তাতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে আমাকে। সেই কারণে আরও কিছু দিন হাসপাতালেই থাকবে হবে।’

 

এরিকসেনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিল সারা বিশ্ব। দুই টিমের ফুটবলারদের মতো সবাই দ্রুত আরোগ্য কামনা করেছিলেন তাঁর জন্য়। এরিকসেনের (Christian Eriksen) ঘটনার পর আবার দেখা দিয়েছে নতুন বিতর্ক। পিটার স্কেমিচেল দাবি তুলেছেন, ডেনমার্ককে জোর করে খেলানো হয়েছে ম্যাচে।
এরিকসেন অবশ্য বলেছেন, ‘সারা বিশ্ব থেকে অনেক শুভেচ্ছা বার্তা পেয়েছি। আমি অভিভূত। এইসব বার্তাগুলো আমাকে তো বটেই, আমার পরিবারকেও অনেক সাহস জুগিয়েছে। এ বার আমি পরের ম্যাচের জন্য ডেনমার্ক টিমকে তাতাব। গলা ফাটাব।’

Next Article