Euro 2024: ইউরোর শেষ ১৬ নিশ্চিত, নক আউটে জমজমাট লড়াইয়ের অপেক্ষা; রইল পুরো সূচি

Jun 27, 2024 | 10:46 AM

Euro 2024 Round of 16 fixtures: ১০, ২০ বছর নয়, মোট ২৪ বছর পর ইউরো কাপের শেষ-১৬-তে উঠল রোমানিয়া। এর আগে ২০০০ সালে শেষ বার ইউরো কাপের নক আউটে খেলেছিল রোমানিয়া। শেষ-১৬-তে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল রোমানিয়া? কোন কোন টিমই বা উঠল নক আউটে। দেখে নিন এক ঝলকে।

Euro 2024: ইউরোর শেষ ১৬ নিশ্চিত, নক আউটে জমজমাট লড়াইয়ের অপেক্ষা; রইল পুরো সূচি
ইউরোর শেষ ১৬ নিশ্চিত, নক আউটে জমজমাট লড়াইয়ের অপেক্ষা; রইল পুরো সূচি

Follow Us

কলকাতা: জমে উঠেছে এ বারের ইউরো কাপ (Euro Cup 2024)। গ্রুপ পর্ব শেষ। এ বার টুর্নামেন্টের রাউন্ড অব সিক্সটিন শুরু হওয়ার পালা। ২৪টি দল টুর্নামেন্ট শুরু করেছিল। ৬টি গ্রুপে বিভক্ত ছিল সেই দলগুলি। ২৯ জুন থেকে শুরু হবে ইউরো কাপের শেষ-১৬-র ম্যাচগুলি। কোন কোন টিম টুর্নামেন্টের নক আউটে উঠল, কে কেমন প্রতিপক্ষ পেল? সূচিই বা কী? এক ঝলকে জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

কোন গ্রুপ থেকে কোন কোন দল ইউরো কাপের শেষ-১৬-তে উঠল?

  1. গ্রুপ-এ থেকে শেষ-১৬য় উঠেছে জার্মানি ও সুইৎজারল্যান্ড।
  2. গ্রুপ-বি থেকে শেষ-১৬য় উঠেছে স্পেন ও ইতালি।
  3. গ্রুপ-সি থেকে শেষ-১৬য় উঠেছে ইংল্যান্ড ও ডেনমার্ক।
  4. গ্রুপ-ডি থেকে শেষ-১৬য় উঠেছে অস্ট্রিয়া ও ফ্রান্স।
  5. গ্রুপ-ই থেকে শেষ-১৬য় উঠেছে রোমানিয়া ও বেলজিয়াম।
  6. গ্রুপ-এফ থেকে শেষ-১৬য় উঠেছে পর্তুগাল ও তুরস্ক।

এ বারের ইউরো কাপে চমক দেখিয়েছে রোমানিয়া। গ্রুপ-ই-র শীর্ষে থেকে তারা ২৪ বছর পর ইউরো কাপের শেষ-১৬তে উঠেছে। এ বার নক আউটে ডাচদের বিরুদ্ধে খেলবে রোমানিয়া। রাউন্ড অব সিক্সটিনে বাকি ম্যাচে মুখোমুখি হবে কারা?

এক ঝলকে দেখে নিন এ বারের ইউরো কাপের শেষ-১৬-র পুরো সূচি— (ভারতীয় সময় অনুসারে)

  • ইটালি বনাম সুইজারল্যান্ড – ২৯ জুন, রাত ৯.৩০
  • জার্মানি বনাম ডেনমার্ক – ২৯ জুন, রাত ১২.৩০
  • ইংল্যান্ড বনাম স্লোভাকিয়া – ৩০ জুন, রাত ৯.৩০
  • স্পেন বনাম জর্জিয়া – ৩০ জুন, রাত ১২.৩০
  • ফ্রান্স বনাম বেলজিয়াম – ১ জুলাই, রাত ৯.৩০
  • পর্তুগাল বনাম স্লোভেনিয়া – ১ জুলাই, রাত ১২.৩০
  • রোমানিয়া বনাম নেদারল্যান্ডস – ২ জুলাই, রাত ৯.৩০
  • অস্ট্রিয়া বনাম তুরস্ক – ২ জুলাই, রাত ১২.৩০
Next Article