Fact Check: সানিয়ার সঙ্গে পথচলা শুরু করছেন সামি! কতটা সত্যি এই তথ্য?

Sania Mirza: গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে সানিয়া মির্জা। কারণ, তাঁর প্রাক্তন স্বামী, পাক তারকা ক্রিকেটার শোয়েব মালিক তৃতীয় বার বিয়ে করেছেন। পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন শোয়েব। জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ভারতের টেনিস কুইন সানিয়া মির্জা।

Fact Check: সানিয়ার সঙ্গে পথচলা শুরু করছেন সামি! কতটা সত্যি এই তথ্য?
Fact Check: সানিয়ার সঙ্গে পথচলা শুরু করছেন সামি! কতটা সত্যি এই তথ্য?
Follow Us:
| Updated on: Feb 05, 2024 | 5:20 PM

কলকাতা: তাঁদের দু’জনেরই সংসার ভেঙেছে। তাই বলে এ ভাবে তাঁদের নাম জুড়ে দেওয়াটা কি ঠিক? গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে সানিয়া মির্জা। কারণ, তাঁর প্রাক্তন স্বামী, পাক তারকা ক্রিকেটার শোয়েব মালিক তৃতীয় বার বিয়ে করেছেন। পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন শোয়েব। জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ভারতের টেনিস কুইন সানিয়া মির্জা (Sania Mirza)। এই সময় তিনি পরিবার, বন্ধুবান্ধব, অনুরাগীদের পাশে পেয়েছেন। ঠিক একটা সময় ভারতের তারকা ক্রিকেটার মহম্মদ সামিও (Mohammed Shami) তাঁর স্ত্রী হাসিন জাহানের জন্য ছিলেন খবরের শিরোনামে। আসলে সামির বিরুদ্ধে ২০১৮ সালে বধূ নির্যাতন থেকে শুরু করে আরও একাধিক অভিযোগে মামলা করেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। প্রতি মাসে এখন খোরপোশ বাবদ সামির থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা পান হাসিন জাহান। হাসিন জাহানের একাধিক অভিযোগে মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সামি। সেই সময় তিনি পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের পাশে পেয়েছিলেন। এ বার সামির সঙ্গে জুড়ল সানিয়ার নাম।

মহম্মদ সামি ও সানিয়া মির্জার নাকি এনগেজমেন্ট হয়ে গিয়েছে। এমন গুঞ্জন শোনা গিয়েছে। এই তথ্য আদৌ সত্যি নয়। আসলে শোয়েব মালিক যে দিন সানা জাভেদের সঙ্গে তাঁর বিয়ের খবর শেয়ার করেন, সেই দিন থেকে সানিয়া ও সামির নাম একসঙ্গে জুড়ে দিয়েছেন একাধিক নেটিজ়েনরা। অনেকেই তাঁদের বিয়ে হতে দেখতে চান বলে মন্তব্যও করেছেন সোশ্যাল মিডিয়া সাইট X এ। অবশ্য এই বিষয়ে নেটিজ়েনরা দুই দলে বিভক্ত হয়ে গিয়েছেন। যেখানে একদল চাইছে, সামিকে বিয়ে করে শোয়েবের সঙ্গে বদলা নিন সানিয়া। আর একদলের দাবি, এই ভাবে দেশের দুই ক্রীড়াবিদকে নোংরামিতে জড়ানোর কোনও মানে হয় না।

উল্লেখ্য, সানিয়া ও শোয়েবের ছেলে ইজহান ভারতীয় টেনিস তারকার সঙ্গেই থাকে। অন্যদিকে সামি ও হাসিনের একমাত্র মেয়ে থাকে হাসিনের সঙ্গে।