Emiliano Martinez : মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার শুভেচ্ছা মেসির প্রিয় ডিবুর
কলকাতায় পা রাখবেন মাস দেড়েকের মধ্যে। তার আগে কলকাতায় বিশেষ বার্তা পাঠালেন গোল্ডেন গ্লাভসজয়ী আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক।
কলকাতা: তিলোত্তমায় পা পড়ছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের। লিওনেল মেসির সতীর্থকে স্বাগত জানাতে তৈরি এ রাজ্যের ফুটবলপ্রেমীরা। তার আগে কাতারে বিশ্বকাপজয়ী ফুটবলারের মুখে মোহনবাগানের নাম। সোশ্যাল মিডিয়ায় ২২ সেকেন্ডের একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে কলকাতার অনুরাগীদের কাছে বার্তা পাঠিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। ভারতে আসার আগে মোহনবাগান (Mohun Bagan) ক্লাব সম্পর্কে শুনেছেন তিনি। তাই তিলোত্তমায় আসার আগেই আগেভাগে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার শুভেচ্ছা জানিয়ে রাখলেন লিওনেল মেসির প্রিয় ডিবু। কলকাতায় এসে মোহনবাগান ক্লাবে পা পড়বে এমির। শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্লাবের জন্য সই করা ফুটবল পাঠিয়েছেন তিনি। বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
তিলোত্তমায় পা রেখেছিলেন পেলে, মারাদোনা, লিওনেল মেসির মতো তারকারা। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসির প্রতি বাড়তি আবেগ রয়েছে। এ বার কলকাতায় আসছেন কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শতদ্রু দত্তর উদ্যোগে এমিলিয়ানো মার্টিনেজের কলকাতা সফরে নানা চমক থাকছে। আগামী ৪ জুলাই মোহনবাগান ক্লাবে যাবেন তিনি। এছাড়া কলকাতায় চ্যারিটি ফান্ড করা, সমর্থকদের সঙ্গে মেশা, বাচ্চাদের নিয়ে ফুটবল ক্লিনিক এমন অনেক ভাবনা রয়েছে। একটি চ্যারিটি ম্যাচও খেলবেন এমিলিয়ানো। মোহনবাগান মাঠে ম্যাচ করানোরই পরিকল্পনা রয়েছে এখনও পর্যন্ত।
Thank you, @emimartinezz1 for your lovely words. We are eager to welcome you to Our ?????? ???? on 4th July 2023 & Thank you Satadru Dutta for your initiative.#MohunBagan #Mariners #JoyMohunBagan #MB #MBAC #NationalClubofIndia #EmilianoMartinez pic.twitter.com/njrmejbPyP
— Mohun Bagan (@Mohun_Bagan) May 20, 2023
এমি কলকাতায় আসছেন সকলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য নিজের সই করা বিশেষ জার্সি উপহার নিয়ে। সুযোগ পেলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান আর্জেন্টিনার এই গোলরক্ষক।
The signed football of @emimartinezz1 is treasured at our Club. Thanks to Mr. Satadru Dutta.#MohunBagan #MohunBaganAthleticClub #Mariners #JoyMohunBagan #MB #MBAC #NationalClubofIndia #EmilianoMartinez #Argentina #GoalKeeper #WorldCup2022 #GoldenGloves2022 #FIFA2022 pic.twitter.com/JJ0SdMw0gg
— Mohun Bagan (@Mohun_Bagan) May 20, 2023