Lakshya Sen: বয়স ভাঁড়িয়েছেন, পরিবার, কোচের সঙ্গে অভিযোগ তারকার ব্যাডমিন্টন প্লেয়ারের বিরুদ্ধে!

Badminton: বিমল কুমার কিন্তু যাবতীয় অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। তাঁর মন্তব্য, 'বয়স দেখাটার কাজ কিন্তু জাতীয় ব্যাডমিন্টন সংস্থার। কোন প্লেয়ার কোথায় খেলে, তাতে কিছু যায় আসে না। এ সব দেখবে জাতীয় সংস্থাই। আমি প্লেয়ার তুলে আনার কাজটা গত ৩০ বছর ধরে করে আসছি। সেটাই মন দিয়ে করি। যে সব অভিযোগ করা হয়েছে, তার কোনও ভিত্তি নেই।'

Lakshya Sen: বয়স ভাঁড়িয়েছেন, পরিবার, কোচের সঙ্গে অভিযোগ তারকার ব্যাডমিন্টন প্লেয়ারের বিরুদ্ধে!
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 03, 2022 | 4:23 PM

নয়াদিল্লি : বয়স ভাঁড়ানোর মারাত্মক অভিযোগ উঠল তারকা শাটলারের বিরুদ্ধে। দেশের হয়ে সাফল্য পেতে শুরু করেছেন সদ্য। বিশ্ব মিট থেকে শুরু করে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে পারফর্মও করছেন। তারই মধ্যে অভিযোগ উঠে গেল। এতটাই গুরুতর সেই অভিযোগ যে, এফআরআই-ও করা হয়েছে। যিনি হঠাৎ এই বিতর্কে, তিনি লক্ষ্য সেন (Lakshya Sen)। তাঁর বিরুদ্ধে তো বটেই, লক্ষ্যর পরিবার, কোচ বিমল কুমারের বিরুদ্ধেও করা হয়েছে এফআরআই। বিমল কুমার এক দিকে যেমন প্রাক্তন ব্যাডমিন্টন (Badminton) প্লেয়ার, অন্য দিকে তেমনই আবার নামী কোচও। তাঁর অ্যাকাডেমি থেকেই উঠে আসা লক্ষ্যর। ২১ বছরের তরুণের পাশাপাশি তাঁর ভাই চিরাগ সেনের বিরুদ্ধেও উঠে বয়স ভাঁড়ানোর অভিযোগ। কী ঘটেছে আসলে, তুলে ধরল TV9 Bangla

বৃহস্পতিবার এম গোভিয়াপ্পা নামে একজন একটি এফআরআই করেছেন। তাতে বলা হয়েছে, কমনওয়েলথস গেমসে চ্যাম্পিয়ন লক্ষ্য ও তাঁর ভাই চিরাগ বয়স ভাঁড়িয়েছেন। ২০১০ সাল থেকে বয়স ভাঁড়িয়েই তাঁরা বয়সভিত্তিক নানা টুর্নামেন্টে খেলেছেন। এই এফআরআই কপিতে উল্লেখ রয়েছে লক্ষ্য বাবা ধীরেন্দ্র ও মা নির্মলার নামও। ধীরেন্দ্র আবার সাইয়ের কোচও। সেই সঙ্গে অভিযোগ দায়ের করা হয়েছে বিমল কুমারের বিরুদ্ধে। যাঁর কোচিংয়ে গত ১০ ধরে খেলছেন লক্ষ্য ও চিরাগ। ৪২০ ও ৪৬৮ ধারায় জালিয়াতি ও প্রতরণার অভিযোগ উঠেছে। যা খানিকটা হলেও সম্মানহানী করেছে লক্ষ্য ও তাঁর পরিবারের।

উত্তরাখণ্ড থেকে উঠে আসা লক্ষ্য ও তাঁর ভাইয়ের। বেঙ্গালুরুতে প্রকাশ পাড়ুকোণ অ্যাকাডেমিতে বিমল কুমারের কোচিংয়ে ক্রমশ উন্নতি করেছেন দু’জন। অভিযোগাকীর দাবি, বিমলই নাকি লক্ষ্যর বাবা ও মাকে বয়স ভাঁড়ানোতে মদত দিয়েছিলেন। যদি এই অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়, তা হলে জুনিয়র পর্যায়ে যা যা রেকর্ড করেছেন লক্ষ্য, সবই খোয়া যাবে।

এই মুহূর্তে বিশ্বের ৬ নম্বর প্লেয়ার লক্ষ্য। গত দু’বছরে অনেক উন্নতি করেছেন তিনি। আন্তর্জাতিক ব্যাডমিন্টন মহলেও তাঁকে নিয়ে মুগ্ধ অনেকেই। এমনও বলা হচ্ছে, পরের একটা দশক লক্ষ্য শাসন করবেন। সদ্য অর্জুন পুরস্কারও পেয়েছেন। বিশ্বমিটে ব্রোঞ্জ, অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েছেন। থমাস কাপে ভারতকে চ্যাম্পিয়ন করার পিছনেও ছিল তাঁর অবদান।

বিমল কুমার কিন্তু যাবতীয় অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। তাঁর মন্তব্য, ‘বয়স দেখাটার কাজ কিন্তু জাতীয় ব্যাডমিন্টন সংস্থার। কোন প্লেয়ার কোথায় খেলে, তাতে কিছু যায় আসে না। এ সব দেখবে জাতীয় সংস্থাই। আমি প্লেয়ার তুলে আনার কাজটা গত ৩০ বছর ধরে করে আসছি। সেটাই মন দিয়ে করি। যে সব অভিযোগ করা হয়েছে, তার কোনও ভিত্তি নেই।’

দিল্লি-লাহোরের দূষণের দায় কার? ক্রিকেট মাঠের বাইরে লড়াইয়ে ভারত-পাক
দিল্লি-লাহোরের দূষণের দায় কার? ক্রিকেট মাঠের বাইরে লড়াইয়ে ভারত-পাক
ইচ্ছেমতো বাসের ভাড়াবৃদ্ধি! কী বলছেন পরিবহন মন্ত্রী?
ইচ্ছেমতো বাসের ভাড়াবৃদ্ধি! কী বলছেন পরিবহন মন্ত্রী?
Arijit Singh: "আমি খারাপ...", কেন এমন হাহাকার অরিজিতের কণ্ঠে?
Arijit Singh:
দেদার বালি পাচার দক্ষিণ দিনাজপুরে, তৎপর প্রশাসন
দেদার বালি পাচার দক্ষিণ দিনাজপুরে, তৎপর প্রশাসন
'কাছেই বাড়ি', এই অজুহাতে হেলমেট পরেন না অনেকেই...বিপদ ঘটলে সেই দায় কা
'কাছেই বাড়ি', এই অজুহাতে হেলমেট পরেন না অনেকেই...বিপদ ঘটলে সেই দায় কা
'তৃণমূলের প্রচারক, ভোটার সবই তো বাংলাদেশ থেকে আসে', বিস্ফোরক দিলীপ ঘোষ
'তৃণমূলের প্রচারক, ভোটার সবই তো বাংলাদেশ থেকে আসে', বিস্ফোরক দিলীপ ঘোষ
'রাশিয়ান বিষ' দিয়ে প্রাণহানির আশঙ্কা, সরকারের দিকে একের পর এক নিশানা অ
'রাশিয়ান বিষ' দিয়ে প্রাণহানির আশঙ্কা, সরকারের দিকে একের পর এক নিশানা অ
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,"আমার ছেলে-মেয়েকে..."
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,
ড্রাইভারের ভাগ ১২ শতাংশ, কনডাক্টরের ৬! সেই প্রথাই ডেকে আনছে সর্বনাশ
ড্রাইভারের ভাগ ১২ শতাংশ, কনডাক্টরের ৬! সেই প্রথাই ডেকে আনছে সর্বনাশ
গুলি-বোমা-খুনোখুনি, ৫ বছরেও বদলাল না ভাটপাড়ার ছবি
গুলি-বোমা-খুনোখুনি, ৫ বছরেও বদলাল না ভাটপাড়ার ছবি