Mohamed Salah: ওহ সালাহ…চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম হ্যাটট্রিক
Champions League: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম হ্যাটট্রিকের নজির ছিল লিয়ঁ স্ট্রাইকারের। ডায়নামো জাগ্রেভের বিরুদ্ধে ৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন লিয়ঁ স্ট্রাইকার বাফেতিম্বি গোমিস।

গ্লাসগো : এ সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে নামবে লিভারপুল। তার আগে পেপ গুয়ার্দিওলার টিমকে যেন বার্তা দিয়ে রাখল লিভারপুল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৭-১ গোলে তারা হারাল স্কটল্যান্ড রেঞ্জার্সকে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের নজির গড়লেন ইজিপ্সিয়ান জাদুকর মহম্মদ সালাহ। মাত্র ৬ মিনিটে হ্যাটট্রিক করেন মো সালাহ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম হ্যাটট্রিকের নজির ছিল লিয়ঁ স্ট্রাইকারের। ডায়নামো জাগ্রেভের বিরুদ্ধে ৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন লিয়ঁ স্ট্রাইকার বাফেতিম্বি গোমিস।
রেঞ্জার্সের বিরুদ্ধে ম্যাচে লিভারপুলের প্রথম একাদশে ছিলেন না সালাহ। নির্ধারিত সময়ের ২২ মিনিট আগে তাঁকে মাঠে নামানো হয়। এরপরই ৬ মিনিটের ঝড়। ম্যাচ শুরুর প্রথম ১৫ মিনিট লিভারপুল রক্ষণ কিছুটা এলোমেলো ছিল। রেঞ্জার্স গোলের সুযোগ তৈরি করেছে। প্রথম সাফল্য পেয়েছে রেঞ্জার্সই। ১৭ মিনিটে স্কট আরফিল্ড ডি বক্সের বাইরে থেকে জমি ঘেসা শট নেন প্রথম পোস্টে। অ্যালিসন বেকার দর্শকের ভূমিকায়। তাঁর কিছুই করার ছিল না। ম্যাচে ফিরতে সময় নেয়নি লিভারপুল। মাত্র ৭ মিনিটেই সমতা ফেরায় লিভারপুল। কর্নার থেকে হেডে গোল রবার্তো ফির্মিনোর। ১-১ স্কোরলাইনে বিরতিতে যাওয়া রেঞ্জার্সের কাছে নৈতিক জয়।
ম্যাচের দ্বিতীয়ার্ধ এক পেশে। ৫৫ মিনিটে জোড়া গোলে দলকে এগিয়ে ফির্মিনো। জো গোমেজের পাস, বক্সের সামনে থেকে শট ফির্মিনোর। এরপর রেঞ্জার্সকে নিয়ে কার্যত ছিনিমিনি খেলে লিভারপুল। ৬৬ মিনিটে লিভারপুলের পক্ষে স্কোরলাইন ৩-১ করে ডারউইন নুনেজ। মো সালাহকে নামাতে আক্রমণের আরও ধার বাড়ে লিভারপুলের। নামাম সঙ্গেই গোলের দারুণ সুযোগ পেলেও সে যাত্রায় কাজে লাগাতে পারেননি। ৭৫ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্সের ভুলে বক্সের ডান দিকে বল পান সালাহ। সেখান থেকে কোনাকুনি শটে তাঁর প্রথম গোল। ৮০ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্সকে দাঁড় করিয়ে তাঁদের সামনে থেকে যেন গোলের অনুশীলন করেন সালাহ। ১ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন সালাহ। ৬ মিনিটের ঝড় তুলে রেঞ্জার্সের আত্মবিশ্বাস গুড়িয়ে দেন সালাহ। ৮৭ মিনিটে লিভারপুলের স্কোর লাইন ৭-১ করেন হার্ভে ইলিয়ট।





