ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বাধিক গোলদাতা এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সুপারকোপা ফাইনালে নাপোলিকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্তাস। সুপারকোপা ফাইনালে নাপোলির বিরুদ্ধে গোল করে, এখন ৭৬০ গোলের (760th goal ) মালিক সিআর সেভেন। ফুটবল ইতিহাসে এতদিন সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছিল বাইকানের। ৭৫৯ গোলের রেকর্ড ছিল তাঁর। এ বার রোনাল্ডো সেই রেকর্ড ভেঙে দিলেন।