
সুপারকোপা ফাইনালে নাপোলির বিরুদ্ধে গোল করে, কেরিয়ারের ৭৬০ গোল করার মাইলস্টোন ছুঁয়ে ফেললেন জুভে তারকা। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

জুভেন্তাসের হয়ে রোনাল্ডোর গোলসংখ্যা ৮৫। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করে রিয়ালের সর্বকালের সেরা গোলদাতা সিআর সেভেন। (সৌজন্যে- রিয়াল মাদ্রিদ টুইটার)

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে রোনাল্ডোর গোল সংখ্যা ১১৮। (সৌজন্যে- ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

পর্তুগালের জার্সিতে ১০২ গোল করেন সিআর সেভেন। (সৌজন্যে- পর্তুগাল টুইটার)