AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL: এ লিগের ডিফেন্ডার এটিকে মোহনবাগানে, কী বলছেন তিনি?

ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ কিছু ক্লাবের প্রস্তাব ছিল তাঁর কাছে।

ISL: এ লিগের ডিফেন্ডার এটিকে মোহনবাগানে, কী বলছেন তিনি?
এটিকে মোহনবাগানের নতুন ডিফেন্ডার। Image Credit: TWITTER
| Edited By: | Updated on: Jun 23, 2022 | 3:07 PM
Share

কলকাতা: এটিকে মোহনবাগানে সই করলেন অস্ট্রেলিয়ান লিগে (এ লিগ) খেলা ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল (Brendan Hamill)। গত মরসুমে এ লিগে (A League) রানার্স হয়েছে তাঁর দল মেলবোর্ন ভিকট্রি। সেই দলের সেন্টার ব্যাক হ্যামিলকে দু বছরেরে জন্য চুক্তিবদ্ধ করল এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। সামনেই এএফসি কাপের সেমিফাইনাল পর্বের ম্যাচ রয়েছে। এশিয় কোটায় চতুর্থ বিদেশি হিসেবে হ্যামিলকে সই করালো এটিকে মোহনবাগান। এ লিগ ছাড়াও কোরিয়ান লিগে খেলেছেন ২৯ বছরের এই সেন্টারব্যাক। মেলবোর্ন ভিকট্রির হয়ে গত মরসুমে ১৯ ম্যাচে তিনটি গোলও করেছেন হ্যামিল। ২০১০ এ ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ কিছু ক্লাবের প্রস্তাব ছিল তাঁর কাছে। যদিও নিজের দেশের ক্লাবে খেলার সিদ্ধান্ত নেন হ্যামিল। সে সময় মেলবোর্ন হার্টে সই করেন তিনি। অভিষেক মরসুমে ৩৫ ম্যাচ খেলেন। এরপর বিদেশে সেওনগাম, গাংওনে খেলে দেশে ফেরেন। ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স, ওয়েস্টার্ন ইউনাইটেড, মেলবোর্ন ভিকট্রির পর এবার আইএসএলের ক্লাব এটিকে মোহনবাগানে সই করলেন হ্যামিল।

কলকাতার ক্লাবে সই করে হ্যামিল বলছেন, ‘ভারতীয় ফুটবলের যে টুকু তথ্য পেয়েছি, তা থেকে স্পষ্ট উপলব্ধি করতে পারছি, একটা বিশাল ইতিহাস রয়েছে। ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করেছে সবুজ মেরুন জার্সি। অন্য ক্লাবের প্রস্তাব থাকলেও এই ঐতিহ্যের জন্যই এটিকে মোহনবাগানে সই করেছি। ভারতে এসে ঐতিহ্যবাহী এই ক্লাবকে সাফল্য এনে দেওয়া এবং ট্রফি জেতাই লক্ষ্য। শুনেছি, ফুটবলের শহর কলকাতা। কোটি কোটি সমর্থক রয়েছে ক্লাবের। তাদের আনন্দ উপহার দেওয়াই আমার লক্ষ্য।‘

দলের নতুন ফুটবলার প্রসঙ্গে এটিকে মোহনবাগানের কোচ হুয়ান ফেরান্দো বলছেন, ‘হ্যামিলকে দলে নেওয়ার কারণ, ও যেমন রক্ষণে নির্ভরতা দেয়, তেমনই পিছন থেকে খেলাটাও তৈরি করে। কঠিন সময়ে আমাদের রক্ষণ ওর থেকে সাহায্য পাবে। এ লিগে ওর খেলা আমি দেখেছি। হ্যামিলের অভিজ্ঞতা দলের কাজে লাগবে।‘