Achraf Hakimi: পিএসজি তারকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, চলছে তদন্ত

Morocco & PSG Defender: সদ্য প্য়ারিসে ফিফার বর্ষসেরার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাব সতীর্থ লিওনেল মেসি, কিলিয়ান এমবাপেদের সঙ্গে এক মঞ্চে ছিলেন আশরফ। ফিফার ফিপ্রো গত বছরের বিশ্ব সেরা দলেও জায়গা করে নিয়েছেন মেসিদের সঙ্গে।

Achraf Hakimi: পিএসজি তারকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, চলছে তদন্ত
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2023 | 4:34 PM

প্য়ারিস: কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছে মরক্কো। তাদের নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে ফুটবল বিশ্বের তথাকথিত ছোট দেশগুলি। অনবদ্য় পারফরম্য়ান্সে ফুটবল সমর্থকদের মন জয় করেছেন মরোক্কান ফুটবলাররা। এর নেপথ্য়ে বিরাট অবদান রয়েছে আশরফ হাকিমির। দীর্ঘ সময় ইউরোপিয়ান ফুটবলে খেলার সুবাদে তাঁর অভিজ্ঞতাও প্রচুর। জাতীয় দলেও যা কাজে লাগিয়েছেন। কাতার বিশ্বকাপের পারফরম্য়ান্সের জেরে সদ্য় ফিফার বর্ষসেরা দলেও সুযোগ মিলেছে। পিএসজি-র এই তারকা ডিফেন্ডার ফের খবরের শিরোনামে। তবে এ বার অন্য় কারণে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এর তদন্তও চলছে। বিস্তারিত TV9Bangla-য়।

ফরাসি সংস্থার তরফে জানানো হয়েছে, আশরফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। তদন্তও চলছে। ২৪ বছরের এক মহিলার অভিযোগ, ক’দিন আগেই অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি হাকিমির বাড়িতেই তাঁকে ধর্ষণ করেন পিএসজির এই তারকা ডিফেন্ডার। সূত্রের খবর, রবিবারই থানায় বিষয়টি জানান সেই মহিলা। সরকারি আইনজীবি এই বিষয়টি নিয়ে এগোয়। সেই মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলেও সূত্রের খবর। আশরফ হাকিমির জন্ম স্পেনে। মাদ্রিদে তাঁর বেড়ে ওঠা। পরবর্তীতে তাঁর ঠিকানা হয় মরক্কো। কাতার বিশ্বকাপে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে যাওয়ার নজির গড়ে আশরফ হাকিমির দেশ।

ক্লাব ফুটবলেও সফল আশরফ হাকিমি। পিএসজির প্রচুর জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মরোক্কান এই ডিফেন্ডার। সদ্য প্য়ারিসে ফিফার বর্ষসেরার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাব সতীর্থ লিওনেল মেসি, কিলিয়ান এমবাপেদের সঙ্গে এক মঞ্চে ছিলেন আশরফ। ফিফার ফিপ্রো গত বছরের বিশ্ব সেরা দলেও জায়গা করে নিয়েছেন মেসিদের সঙ্গে। হাকিমির বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে অবশ্য় ক্লাবের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হাকিমি নিজেও কোনও মন্তব্য় করেননি।