AFC Cup, ATK Mohun Bagan vs Bengaluru FC Highlights: ২-০ গোলে জয় মোহনবাগানের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 18, 2021 | 7:06 PM

AFC Cup, ATK Mohun Bagan vs Bengaluru FC Live Today: মলদ্বীপে মুখোমুখি রয় কৃষ্ণার এটিকে মোহনবাগান ও সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি।

AFC Cup, ATK Mohun Bagan vs Bengaluru FC Highlights: ২-০ গোলে জয় মোহনবাগানের
বাগানের বিগ ডে

Follow Us

ঝলক দেখানোর অপেক্ষায় রয় কৃষ্ণা। গোলের আলো জ্বালাতে চান ডেভিড উইলিয়ামস। হুগো বোমাস, কার্ল ম্যাকহিউ ফের মেলে ধরতে চান নিজেদের। এএফসি কাপে সবুজ-মেরুন ইতিহাস পুরনো হলেও খুব একটা ঝলমলে নয়। শেষ ষোলোর বাধা টপকাতে পারেনি বাগান। কোচ আন্তনিও হাবাস সেই অতীত যেন পাল্টানোর স্বপ্ন দেখতে শুরু করেছেন। তার আগে বেঙ্গালুরু এফসিকে সামলাতে হবে এটিকে-মোহনবাগানকে।

মাঠে নামার আগে হাবাস কিন্তু বলছেন, ‘কে, কবে, কোথায় এর আগে জিতেছে, সে সব রেকর্ড বুকে লেখা থাকে। সে দিক থেকে দেখতে গেলে প্রতিটা ম্যাচই নতুন। একই রকম চ্যালেঞ্জ সামলাতে হবে। আমার তো মনে হয়, নতুন পরিবেশে যে দ্রুত মানিয়ে নেবে, তার হাতেই থাকবে ম্যাচের ভাগ্য।’

গ্রুপ লিগে বুধবার সুনীল ছেত্রীর টিমের বিরুদ্ধে প্রথম ম্যাচ কৃষ্ণাদের। আগের মরসুমের বেঙ্গালুরুর সঙ্গে এ বারের টিমের অনেক ফারাক। কোচ পাল্টে গিয়েছে। এসেছেন জার্মান কোচ মার্কো পেজাইওলি। ব্রাজিলিয়ান অ্যালান কোস্টা, কঙ্গোর প্রিন্স ইবারা, গ্যাবনের মুসাভু কিং এসেছেন। বাকি টিম আগের মতোই। প্লে-অফ ম্যাচে জিতে গ্রুপ লিগে পা দেওয়া বিএফসি বেশ ছন্দেই রয়েছে। হাবাসের টিমের বিরুদ্ধে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন সুনীলরা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 18 Aug 2021 06:26 PM (IST)

    রেফারির শেষ বাঁশি

    এএফসি কাপের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসিকে ২-০ হারাল এটিকে-মোহনবাগান। ৩৯ মিনিটে প্রথম গোল করেন রয় কৃষ্ণা। ৪৬ মিনিটে দ্বিতীয় শুভাশিস বসুর।

  • 18 Aug 2021 06:18 PM (IST)

    এটিকে মোহনবাগানের পরিবর্তন

    ৮৯ মিনিট (পরিবর্তন)- রয় কৃষ্ণার বদলে মাঠে নামলেন শেখ সাহিল। মোহনবাগান ২-০ এগিয়ে বেঙ্গালুরর বিরুদ্ধে।


  • 18 Aug 2021 06:11 PM (IST)

    ৮২ মিনিট

    ৮২ মিনিট- নিজের জন্মদিন যেন মলদ্বীপের মাঠেই সেলিব্রেট করলেন শুভাশিস বসু। লেফটব্যাক একটা গোল করেছেন। করিয়েছেন আর একটা। হ্যাপি বার্থডে শুভাশিস!

  • 18 Aug 2021 06:07 PM (IST)

    এটিকে মোহনবাগানের পরিবর্তন

    ৭৯ মিনিটে (পরিবর্তন) – ডেভিড উইলিয়ামসের বদলে মাঠে নামলেন লিস্টন কোলাসো। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ২-০ এগিয়ে এটিকে-মোহনবাগান।

  • 18 Aug 2021 06:01 PM (IST)

    এটিকে মোহনবাগানের পরিবর্তন

    ৭১ মিনিট (পরিবর্তন)– হুগো বোমাসের বদলে মাঠে নামলেন বিদ্যানন্দ সিং। এটিকে মোহনবাগান ২-০ এগিয়ে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে

  • 18 Aug 2021 05:41 PM (IST)

    ৫৩ মিনিট

    ৫৩ মিনিট- সুরেশের মাইনাস থেকে ক্লেটনের জোরালো শট। সেভ করে দেন বাগান কিপার অমরিন্দর সিং

  • 18 Aug 2021 05:35 PM (IST)

    ৪৬ মিনিট

    ৪৬ মিনিট- গোওওওওওওওলললল!!!! বাঁ দিক থেকে বাড়ানো ডেভিড উইলিয়ামসের বল ধরে চকিত্‍ টার্ন নিয়েই গোল শুভাশিস বসুর। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ২-০ এগিয়ে এটিকে-মোহনবাগান।

  • 18 Aug 2021 05:32 PM (IST)

    দ্বিতীয়ার্ধ শুরু

    শুরু দ্বিতীয়ার্ধের ম্যাচ। এটিকে-মোহনবাগান এগিয়ে ১-০, রয় কৃষ্ণার গোলে।

  • 18 Aug 2021 05:23 PM (IST)

    প্রথমার্ধের ঝলক

    মোহনবাগান-১ : বেঙ্গালুরু এফসি-০
    (রয় কৃষ্ণা ৩৯)

    এএফসি কাপের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১-০ এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। শুরুটা একটু ধীরেই করেছিল হাবাসের টিম। প্রতিপক্ষকে দেখে নিচ্ছিলেন বাগান কোচ। প্রথম তিরিশ মিনিট বেঙ্গালুরু এফসিই খেলায় ছিল। কাউন্টার অ্যাটাকে বেশ কয়েকবার মোহনবাগানের বক্সে ঢুকেও পড়ে। আতঙ্ক বাড়ালেও গোল তুলতে পারেনি। কিন্তু হুগো বোমাস ছন্দ পেয়ে যেতেই জ্বলে ওঠে সবুজ-মেরুন জার্সি। ৩৯ মিনিটে ১-০ করে ফেলে হাবাসের টিম। কর্নার থেকে হুগোর পাঠানো বল প্রথমে হেড করেন সাইডব্যাক শুভাশিস বসু। ওই বলই আবার ফ্লিক হেডে গোল করেন রয় কৃষ্ণা।

    ফিজির স্ট্রাইকার গত দুটো মরসুমে দারুণ ছন্দে ছিলেন। এই মরসুমেও তিনি যে গোলের আলো জ্বালাবেন, তা প্রথম ম্যাচেই প্রমাণ করে দিলেন। হুগো, কৃষ্ণারা ভালো খেললেও কিন্তু মোহনবাগান প্রথমার্ধে জমাট ফুটবল খেলতে পারেনি। বিরতির পর সেটাই নিশ্চয় তুলে ধরতে চাইবেন হাবাস।

  • 18 Aug 2021 05:18 PM (IST)

    প্রথমার্ধ শেষ

    রয় কৃষ্ণার গোলে প্রধমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে এটিকে মোহনবাগান

  • 18 Aug 2021 05:16 PM (IST)

    কৃষ্ণা আর হুগোর তালমেল দারুণ জমে উঠছে

    গত মরসুমে সবুজ মেরুন জার্সিতে ১‍৪ গোল করেছিলেন কৃষ্ণা। এই মরসুমের প্রথম ম্যাচেই আবার গোল পেলেন তিনি। কৃষ্ণা আর হুগোর তালমেল দারুণ জমে উঠছে

  • 18 Aug 2021 05:10 PM (IST)

    ৩৯ মিনিট

    ৩৯ মিনিট – গোওওওওল! বেঙ্গালুরু এফসির এটিকে-মোহনবাগানের। হুগোর কর্নার থেকে শুভাশিস বসুর হেডে আবার ফ্লিক হেডে দুরন্ত গোল রয় কৃষ্ণার

  • 18 Aug 2021 05:04 PM (IST)

    ৩১ মিনিট

    ৩১ মিনিট- অল্পের জন্য গোল মিস মোহনবাগানের। হুগোর পাস ধরে রয় কৃষ্ণের মাইনাস। তবে তা কাজে লাগল না। তিনকাঠির তলায় গুরপ্রীত চমত্‍কার খেলছেন

  • 18 Aug 2021 05:01 PM (IST)

    ২৯ মিনিট

    ২৯ মিনিট- ডেভিড উইলিয়ামসের আচমকা শট। বেঙ্গালুরু কিপার গুরপ্রীত সিং সান্ধু সেভ করে দেন।

  • 18 Aug 2021 04:59 PM (IST)

    ২৮ মিনিট

    ২৮ মিনিট- শুরুতে বল দখলের চেষ্টা করলেও খেলা অনেকটা ধরে নিয়েছে বিএফসি। মোহনবাগান ডিফেন্সের উপর যে কারণে চাপ পড়ছে।

  • 18 Aug 2021 04:57 PM (IST)

    ২৫ মিনিট

    ২৫ মিনিট- ছোট ছোট পাসে বাগান বক্সে হানা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন সুনীলরা। পাসিং ফুটবলের উপরেই জোর দিচ্ছে বিএফসি। সেটপিস থেকে গোল করার চেষ্টা করেছিল বেঙ্গালুরু। কাজে লাগেনি। ম্যাচে ফলাফল এখনও ০-০

  • 18 Aug 2021 04:55 PM (IST)

    ২৩ মিনিট

    ২৩ মিনিট- হুগো বোমাস ঝলক দেখাতে শুরু করলেন প্রথম ম্যাচ থেকেই। তাঁর বাড়ানো বল বক্সের মধ্যে পেয়ে গিয়েছিলেন রয় কৃষ্ণা। তবে গোল হয়নি। এটিকে-মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ০-০

  • 18 Aug 2021 04:52 PM (IST)

    ২০ মিনিট

    ২০ মিনিট- আচমকা গতি তুলে হঠাত্‍ বল নিয়ে বেঙ্গালুরু বক্সে ঢুকে পড়েন হুমো বোমাস। তাঁর শট অবশ্য সেভ করে দেন বিএফসি কিপার গুরপ্রীত সিং সান্ধু

  • 18 Aug 2021 04:48 PM (IST)

    ১৭ মিনিট

    ১৭ মিনিট – কাউন্টার অ্যাটাকে গোল তোলার চেষ্টা করছে বেঙ্গালুরু। তবে, তেমন কার্যকর মুভ দেখা যায়নি সুনীলদের পা থেকে। বাগান একটু ধীরে খেলা ধরার চেষ্টা করছে। হুগো যাতে বল ধরতে না পারেন, তার চেষ্টা করছে বিএফসি।

  • 18 Aug 2021 04:40 PM (IST)

    ৯ মিনিট

    ৯ মিনিট – ৩-৫-২ ফর্মেশনে ম্যাচ শুরু করেছে এটিকে-মোহনবাগান। হাবাসের টিম বল দখলে রাখার চেষ্টা করছে। এটিকে-মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ০-০

  • 18 Aug 2021 04:33 PM (IST)

    ২ মিনিট

    ২ মিনিট – হুগো বোমোসের ফ্রি কিক। কার্যকর হল না। এটিকে-মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ০-০

  • 18 Aug 2021 04:33 PM (IST)

    খেলা শুরু

    মাঠে নেমে পড়লেন রয় কৃষ্ণা-সুনীল ছেত্রীরা।

  • 18 Aug 2021 04:27 PM (IST)

    এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির লাইভ আপডেট পেতে নজর রাখুন TV9 বাংলায়

    এএফসি কাপের প্রথম ম্যাচে হাবাসের দলের মুখোমুখি বেঙ্গালুরু এফসি। ম্যাচের সরাসরি সম্প্রচার এবার TV9 বাংলায়।

     

  • 18 Aug 2021 04:24 PM (IST)

    দেবজিত্‍ ঘোষের বিশ্লেষণ

    দেবজিত্‍ ঘোষ – বেঙ্গালুরু কোচ মার্কোর উপর চাপ নেই বললেই চলে। ওরা কিন্তু আন্ডারডগ হিসেবেই নামবে। চাপটা বরং মোহনবাগানের উপর। গত বছরের পারফরম্যান্স দেখলে কিন্তু বলতে হবে, মোহনবাগানের উপর প্রত্যাশা অনেক বেশি।

  • 18 Aug 2021 04:22 PM (IST)

    সঞ্জয় সেনের বিশ্লেষণ

    সঞ্জয় সেন – রয় কৃষ্ণা যে মাপের স্ট্রাইকার, যে কোনও সময় ম্যাচের রং বদলে দিতে। এইরকম ম্যাচে কাউন্টার অ্যাটাক ভিত্তিক খেলতে হবে। বেঙ্গালুরু সেরাটা দিতে চাইবে। সুনীল নির্ভর টিমটা, কোনও সন্দেহ নেই। সুনীল কিন্তু দেশের হয়ে শেষ ম্যাচটাতেও গোল করেছে। আমার মনে হয়, ও মরিয়া থাকবে জেতার জন্য। বেঙ্গালুরুকে হারাতে হলে মোহনবাগানকেও সেরাটা দিতে হবে।

  • 18 Aug 2021 04:21 PM (IST)

    দেবজিত্‍ ঘোষের বিশ্লেষণ

    দেবজিত্‍ ঘোষ- সুনীলের যা অভিজ্ঞতা, ওকে মার্কার দিয়ে আটকানো মুশকিল। ও ঠিক ব্ল্যাঙ্ক জোন কাজে লাগাতে চাইবে। আমার মনে হয়, দীপক টাংরি আর লেনির উপরে অনেক কিছু নির্ভর করবে। ওরা যদি বেঙ্গালুরুর ঝড়টা সামলে দিতে পারে, না জেতার কোনও কারণ নেই।

  • 18 Aug 2021 04:18 PM (IST)

    দেবজিত্‍ ঘোষের বিশ্লেষণ

    দেবজিত্‍ ঘোষ- বেঙ্গালুরুর যা টিম, যা খেলছে ওরা, তাতে মনে হয়, বাগান এই ম্যাচটাতে এগিয়ে। এইরকম ম্যাচে যে কেউ জিততে পারে। তবু বলব, হাবাসের টিম ৬০-৪০ এগিয়ে।

  • 18 Aug 2021 04:17 PM (IST)

    সঞ্জয় সেনের বিশ্লেষণ

    সঞ্জয় সেন- হাবাস নিজের ডিফেন্স নিয়ে সব সময় সতর্ক থাকে। গোল না করলেও গোল খাওয়া একদম পছন্দ করেন না। তিরি, সন্দেশ না থাকায় ডিফেন্সটা নতুন, কোনও সন্দেহ নেই। আমার মনে হয়, হাবাস প্রথম ম্যাচ থেকে টিমটা গুছিয়েও নিতে চাইবেন।

  • 18 Aug 2021 04:16 PM (IST)

    এটিকে মোহনবাগানের প্রথম একাদশ

    এটিকে মোহনবাগানের প্রথম একাদশ –

    অমরিন্দর
    প্রীতম
    সুমিত
    শুভাশিস
    দীপক
    লেনি
    ম্যাকহিউ
    মনবীর
    হুগো
    রয়
    ডেভিড

  • 18 Aug 2021 04:15 PM (IST)

    মাঠে নামার আগে কী বলছেন এটিকে-মোহনবাগান কোচ আন্তনিও হাবাস?

    হাবাস- খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। বেঙ্গালুরু ম্যাচ সব সময় কঠিন। কিন্তু কোনও ভাবেই হারতে চাই না।