ঝলক দেখানোর অপেক্ষায় রয় কৃষ্ণা। গোলের আলো জ্বালাতে চান ডেভিড উইলিয়ামস। হুগো বোমাস, কার্ল ম্যাকহিউ ফের মেলে ধরতে চান নিজেদের। এএফসি কাপে সবুজ-মেরুন ইতিহাস পুরনো হলেও খুব একটা ঝলমলে নয়। শেষ ষোলোর বাধা টপকাতে পারেনি বাগান। কোচ আন্তনিও হাবাস সেই অতীত যেন পাল্টানোর স্বপ্ন দেখতে শুরু করেছেন। তার আগে বেঙ্গালুরু এফসিকে সামলাতে হবে এটিকে-মোহনবাগানকে।
মাঠে নামার আগে হাবাস কিন্তু বলছেন, ‘কে, কবে, কোথায় এর আগে জিতেছে, সে সব রেকর্ড বুকে লেখা থাকে। সে দিক থেকে দেখতে গেলে প্রতিটা ম্যাচই নতুন। একই রকম চ্যালেঞ্জ সামলাতে হবে। আমার তো মনে হয়, নতুন পরিবেশে যে দ্রুত মানিয়ে নেবে, তার হাতেই থাকবে ম্যাচের ভাগ্য।’
গ্রুপ লিগে বুধবার সুনীল ছেত্রীর টিমের বিরুদ্ধে প্রথম ম্যাচ কৃষ্ণাদের। আগের মরসুমের বেঙ্গালুরুর সঙ্গে এ বারের টিমের অনেক ফারাক। কোচ পাল্টে গিয়েছে। এসেছেন জার্মান কোচ মার্কো পেজাইওলি। ব্রাজিলিয়ান অ্যালান কোস্টা, কঙ্গোর প্রিন্স ইবারা, গ্যাবনের মুসাভু কিং এসেছেন। বাকি টিম আগের মতোই। প্লে-অফ ম্যাচে জিতে গ্রুপ লিগে পা দেওয়া বিএফসি বেশ ছন্দেই রয়েছে। হাবাসের টিমের বিরুদ্ধে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন সুনীলরা।
এএফসি কাপের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসিকে ২-০ হারাল এটিকে-মোহনবাগান। ৩৯ মিনিটে প্রথম গোল করেন রয় কৃষ্ণা। ৪৬ মিনিটে দ্বিতীয় শুভাশিস বসুর।
FULL-TIME | #ATKMBvBFC
A complete performance from @atkmohunbaganfc ??#AFCCup2021 pic.twitter.com/dBWB8KWYwj
— Indian Super League (@IndSuperLeague) August 18, 2021
৮৯ মিনিট (পরিবর্তন)- রয় কৃষ্ণার বদলে মাঠে নামলেন শেখ সাহিল। মোহনবাগান ২-০ এগিয়ে বেঙ্গালুরর বিরুদ্ধে।
৮২ মিনিট- নিজের জন্মদিন যেন মলদ্বীপের মাঠেই সেলিব্রেট করলেন শুভাশিস বসু। লেফটব্যাক একটা গোল করেছেন। করিয়েছেন আর একটা। হ্যাপি বার্থডে শুভাশিস!
৭৯ মিনিটে (পরিবর্তন) – ডেভিড উইলিয়ামসের বদলে মাঠে নামলেন লিস্টন কোলাসো। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ২-০ এগিয়ে এটিকে-মোহনবাগান।
78'@colaco_liston replaces @willo_15.@colaco_liston makes his first appearance in the Green and Maroon jersey.
ATKMB 2-0 BFC#ATKMBvBFC #MarinersInAsia #ATKMohunBagan #JoyMohunBagan #IndianFootball pic.twitter.com/vRcYTlQ1wy
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) August 18, 2021
৭১ মিনিট (পরিবর্তন)– হুগো বোমাসের বদলে মাঠে নামলেন বিদ্যানন্দ সিং। এটিকে মোহনবাগান ২-০ এগিয়ে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে
72'@bidya_official comes in for @adnan_hugo who makes his debut for the club.
ATKMB 2-0 BFC#ATKMBvBFC #MarinersInAsia #ATKMohunBagan #JoyMohunBagan #IndianFootball pic.twitter.com/zqjhCQsBa4
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) August 18, 2021
৫৩ মিনিট- সুরেশের মাইনাস থেকে ক্লেটনের জোরালো শট। সেভ করে দেন বাগান কিপার অমরিন্দর সিং
৪৬ মিনিট- গোওওওওওওওলললল!!!! বাঁ দিক থেকে বাড়ানো ডেভিড উইলিয়ামসের বল ধরে চকিত্ টার্ন নিয়েই গোল শুভাশিস বসুর। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ২-০ এগিয়ে এটিকে-মোহনবাগান।
46'
GOOOOAALLLL!!@subhasis_bose15 doubles our lead! ?❤️
The Birthday Boy produces an incredible turn and finish! ?
ATKMB 2-0 BFC#ATKMBvBFC #MarinersInAsia #ATKMohunBagan #JoyMohunBagan #IndianFootball pic.twitter.com/bIhs5X2I29
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) August 18, 2021
শুরু দ্বিতীয়ার্ধের ম্যাচ। এটিকে-মোহনবাগান এগিয়ে ১-০, রয় কৃষ্ণার গোলে।
মোহনবাগান-১ : বেঙ্গালুরু এফসি-০
(রয় কৃষ্ণা ৩৯)
এএফসি কাপের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১-০ এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। শুরুটা একটু ধীরেই করেছিল হাবাসের টিম। প্রতিপক্ষকে দেখে নিচ্ছিলেন বাগান কোচ। প্রথম তিরিশ মিনিট বেঙ্গালুরু এফসিই খেলায় ছিল। কাউন্টার অ্যাটাকে বেশ কয়েকবার মোহনবাগানের বক্সে ঢুকেও পড়ে। আতঙ্ক বাড়ালেও গোল তুলতে পারেনি। কিন্তু হুগো বোমাস ছন্দ পেয়ে যেতেই জ্বলে ওঠে সবুজ-মেরুন জার্সি। ৩৯ মিনিটে ১-০ করে ফেলে হাবাসের টিম। কর্নার থেকে হুগোর পাঠানো বল প্রথমে হেড করেন সাইডব্যাক শুভাশিস বসু। ওই বলই আবার ফ্লিক হেডে গোল করেন রয় কৃষ্ণা।
ফিজির স্ট্রাইকার গত দুটো মরসুমে দারুণ ছন্দে ছিলেন। এই মরসুমেও তিনি যে গোলের আলো জ্বালাবেন, তা প্রথম ম্যাচেই প্রমাণ করে দিলেন। হুগো, কৃষ্ণারা ভালো খেললেও কিন্তু মোহনবাগান প্রথমার্ধে জমাট ফুটবল খেলতে পারেনি। বিরতির পর সেটাই নিশ্চয় তুলে ধরতে চাইবেন হাবাস।
HALF-TIME | #ATKMBvBFC @RoyKrishna21's header is the difference at the break in the #AFCCup2021 Group D opener! pic.twitter.com/1mvV7tcfOu
— Indian Super League (@IndSuperLeague) August 18, 2021
রয় কৃষ্ণার গোলে প্রধমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে এটিকে মোহনবাগান
It's HALF TIME at the National Stadium in Male, where ATK Mohun Bagan have the lead through Roy Krishna's strike. #WeAreBFC #BluesInAsia #ATKMBvBFC pic.twitter.com/z6v3YXFVLQ
— Bengaluru FC (@bengalurufc) August 18, 2021
গত মরসুমে সবুজ মেরুন জার্সিতে ১৪ গোল করেছিলেন কৃষ্ণা। এই মরসুমের প্রথম ম্যাচেই আবার গোল পেলেন তিনি। কৃষ্ণা আর হুগোর তালমেল দারুণ জমে উঠছে
৩৯ মিনিট – গোওওওওল! বেঙ্গালুরু এফসির এটিকে-মোহনবাগানের। হুগোর কর্নার থেকে শুভাশিস বসুর হেডে আবার ফ্লিক হেডে দুরন্ত গোল রয় কৃষ্ণার
39'
GOAAAALLL! ?❤️@subhasis_bose15 heads the ball into the path of @RoyKrishna21 who finds the back of the net! ??
ATKMB 1-0 BFC#ATKMBvBFC #MarinersInAsia #ATKMohunBagan #JoyMohunBagan #IndianFootball pic.twitter.com/yueUgr1xBJ
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) August 18, 2021
৩১ মিনিট- অল্পের জন্য গোল মিস মোহনবাগানের। হুগোর পাস ধরে রয় কৃষ্ণের মাইনাস। তবে তা কাজে লাগল না। তিনকাঠির তলায় গুরপ্রীত চমত্কার খেলছেন
২৯ মিনিট- ডেভিড উইলিয়ামসের আচমকা শট। বেঙ্গালুরু কিপার গুরপ্রীত সিং সান্ধু সেভ করে দেন।
২৮ মিনিট- শুরুতে বল দখলের চেষ্টা করলেও খেলা অনেকটা ধরে নিয়েছে বিএফসি। মোহনবাগান ডিফেন্সের উপর যে কারণে চাপ পড়ছে।
২৫ মিনিট- ছোট ছোট পাসে বাগান বক্সে হানা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন সুনীলরা। পাসিং ফুটবলের উপরেই জোর দিচ্ছে বিএফসি। সেটপিস থেকে গোল করার চেষ্টা করেছিল বেঙ্গালুরু। কাজে লাগেনি। ম্যাচে ফলাফল এখনও ০-০
২৩ মিনিট- হুগো বোমাস ঝলক দেখাতে শুরু করলেন প্রথম ম্যাচ থেকেই। তাঁর বাড়ানো বল বক্সের মধ্যে পেয়ে গিয়েছিলেন রয় কৃষ্ণা। তবে গোল হয়নি। এটিকে-মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ০-০
২০ মিনিট- আচমকা গতি তুলে হঠাত্ বল নিয়ে বেঙ্গালুরু বক্সে ঢুকে পড়েন হুমো বোমাস। তাঁর শট অবশ্য সেভ করে দেন বিএফসি কিপার গুরপ্রীত সিং সান্ধু
১৭ মিনিট – কাউন্টার অ্যাটাকে গোল তোলার চেষ্টা করছে বেঙ্গালুরু। তবে, তেমন কার্যকর মুভ দেখা যায়নি সুনীলদের পা থেকে। বাগান একটু ধীরে খেলা ধরার চেষ্টা করছে। হুগো যাতে বল ধরতে না পারেন, তার চেষ্টা করছে বিএফসি।
৯ মিনিট – ৩-৫-২ ফর্মেশনে ম্যাচ শুরু করেছে এটিকে-মোহনবাগান। হাবাসের টিম বল দখলে রাখার চেষ্টা করছে। এটিকে-মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ০-০
২ মিনিট – হুগো বোমোসের ফ্রি কিক। কার্যকর হল না। এটিকে-মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ০-০
মাঠে নেমে পড়লেন রয় কৃষ্ণা-সুনীল ছেত্রীরা।
Our #AFCCup Campaign kicks off at the National Stadium in Male! ?
Let’s go #Mariners! ?❤️
ATKMB 0-0 BFC#ATKMBvBFC #MarinersInAsia #ATKMohunBagan #JoyMohunBagan #IndianFootball pic.twitter.com/gy7fwve8ir
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) August 18, 2021
এএফসি কাপের প্রথম ম্যাচে হাবাসের দলের মুখোমুখি বেঙ্গালুরু এফসি। ম্যাচের সরাসরি সম্প্রচার এবার TV9 বাংলায়।
দেবজিত্ ঘোষ – বেঙ্গালুরু কোচ মার্কোর উপর চাপ নেই বললেই চলে। ওরা কিন্তু আন্ডারডগ হিসেবেই নামবে। চাপটা বরং মোহনবাগানের উপর। গত বছরের পারফরম্যান্স দেখলে কিন্তু বলতে হবে, মোহনবাগানের উপর প্রত্যাশা অনেক বেশি।
সঞ্জয় সেন – রয় কৃষ্ণা যে মাপের স্ট্রাইকার, যে কোনও সময় ম্যাচের রং বদলে দিতে। এইরকম ম্যাচে কাউন্টার অ্যাটাক ভিত্তিক খেলতে হবে। বেঙ্গালুরু সেরাটা দিতে চাইবে। সুনীল নির্ভর টিমটা, কোনও সন্দেহ নেই। সুনীল কিন্তু দেশের হয়ে শেষ ম্যাচটাতেও গোল করেছে। আমার মনে হয়, ও মরিয়া থাকবে জেতার জন্য। বেঙ্গালুরুকে হারাতে হলে মোহনবাগানকেও সেরাটা দিতে হবে।
দেবজিত্ ঘোষ- সুনীলের যা অভিজ্ঞতা, ওকে মার্কার দিয়ে আটকানো মুশকিল। ও ঠিক ব্ল্যাঙ্ক জোন কাজে লাগাতে চাইবে। আমার মনে হয়, দীপক টাংরি আর লেনির উপরে অনেক কিছু নির্ভর করবে। ওরা যদি বেঙ্গালুরুর ঝড়টা সামলে দিতে পারে, না জেতার কোনও কারণ নেই।
দেবজিত্ ঘোষ- বেঙ্গালুরুর যা টিম, যা খেলছে ওরা, তাতে মনে হয়, বাগান এই ম্যাচটাতে এগিয়ে। এইরকম ম্যাচে যে কেউ জিততে পারে। তবু বলব, হাবাসের টিম ৬০-৪০ এগিয়ে।
সঞ্জয় সেন- হাবাস নিজের ডিফেন্স নিয়ে সব সময় সতর্ক থাকে। গোল না করলেও গোল খাওয়া একদম পছন্দ করেন না। তিরি, সন্দেশ না থাকায় ডিফেন্সটা নতুন, কোনও সন্দেহ নেই। আমার মনে হয়, হাবাস প্রথম ম্যাচ থেকে টিমটা গুছিয়েও নিতে চাইবেন।
এটিকে মোহনবাগানের প্রথম একাদশ –
অমরিন্দর
প্রীতম
সুমিত
শুভাশিস
দীপক
লেনি
ম্যাকহিউ
মনবীর
হুগো
রয়
ডেভিড
TEAM NEWS! ?
Roy Krishna leads the #Mariners today as Amrinder, Tangri, and Boumous make their first starts for #ATKMohunBagan ?❤️#JoyMohunBagan #MarinersInAsia #AFCCup #ATKMBvBFC #IndianFootball pic.twitter.com/OrlpkW5n95
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) August 18, 2021
হাবাস- খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। বেঙ্গালুরু ম্যাচ সব সময় কঠিন। কিন্তু কোনও ভাবেই হারতে চাই না।