Mohun Bagan vs Odisha FC: রয় কৃষ্ণাদের বিরুদ্ধে বিশাল জয়, ফুল পয়েন্ট নিয়েই ফিরছে মোহনবাগান
AFC CUP, Mohun Bagan Super Giant: গ্যালারিতে এমনই এক ফেস্টুন চোখে পড়ল। বৃহস্পতিবার শুরু ইন্ডিয়ান সুপার লিগ। গত বারের চ্যাম্পিয়ন মোহনবাগান। একই সঙ্গে এএফসি কাপেও খেলছে সবুজ মেরুন। গ্রুপ পর্ব শুরু হল বিশাল জয়ে। এ দিন ভুবনেশ্বরে এএফসি কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ওডিশা এফসির বিরুদ্ধে নেমেছিল মোহনবাগান। গ্যালারিতে যেমন ফেস্টুন, মাঠে রসগোল্লার মতোই মিষ্টি পারফরম্যান্স সবুজ মেরুনের।

কলকাতা: ‘রসগোল্লা কিন্তু আমাদের!’ এএফসি কাপে গ্রুপ পর্ব অভিযান শুরু করল মোহনবাগান। ভুবনেশ্বরে ম্যাচ। গ্যালারিতে এমনই এক ফেস্টুন চোখে পড়ল। বৃহস্পতিবার শুরু ইন্ডিয়ান সুপার লিগ। গত বারের চ্যাম্পিয়ন মোহনবাগান। একই সঙ্গে এএফসি কাপেও খেলছে সবুজ মেরুন। গ্রুপ পর্ব শুরু হল বিশাল জয়ে। এ দিন ভুবনেশ্বরে এএফসি কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ওডিশা এফসির বিরুদ্ধে নেমেছিল মোহনবাগান। গ্যালারিতে যেমন ফেস্টুন, মাঠে রসগোল্লার মতোই মিষ্টি পারফরম্যান্স সবুজ মেরুনের। ওডিশা এফসিকে ৪-০ ব্যবধানে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মরসুমে ইতিমধ্যেই একটি ট্রফি জিতেছে মোহনবাগান। ডুরান্ড কাপে গ্রুপ পর্ব খুব ভালো কাটেনি। তবে নকআউটে উঠতেই দুর্দান্ত ছন্দে মোহনবাগান। ফাইনালে ১০ জন হয়ে যাওয়ার পরও ইস্টবেঙ্গলকে হারিয়ে রেকর্ড ১৭তম ডুরান্ড ট্রফি জেতে মোহনবাগান। হুয়ান ফেরান্দোর টিমের নজরে এএফসি কাপে সাফল্য। ইন্ডিয়ান সুপার লিগে খেতাব ধরে রাখাও অন্যতম লক্ষ্য। আইএসএল শুরুর আগে এএফসি কাপে ওডিশার বিরুদ্ধে বড় জয়, বাড়তি আত্মবিশ্বাস দেবে সবুজ মেরুনকে।
It is ours, and always will be ours.@Rambians #JoyMohunBagan #MarinersBaseCamp #AFCCup pic.twitter.com/tAAkVh0U3X
— Mariners’ Base Camp – Ultras Mohun Bagan (@MbcOfficial) September 19, 2023
ওডিশার বিরুদ্ধে শুরু থেকেই অনবদ্য পারফরম্যান্স। গোল যেন সময়ের অপেক্ষায়। প্রতিপক্ষ দলে রয়েছেন মোহনবাগানের প্রাক্তনী রয় কৃষ্ণাও। প্রথমার্ধের শেষ দিকে বিপদে পড়ে সের্গিও লোবেরার ওডিশা এফসি। দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোর্তাদা ফল। ১০ জনে হওয়ায় প্রবল চাপে ওডিশা। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় মোহনবাগান। জোড়া গোল করেন দিমিত্রি পেত্রাতোস। একটি করে গোল সাহাল আব্দুল সামাদ ও লিস্টন কোলাসোর। এএফসি কাপে ২ অক্টোবর মাজিয়া এফসির বিরুদ্ধে খেলবে সবুজ মেরুন।