Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Carabao Cup Final: কী কাণ্ড! ফাইনালের টিকিট চিবিয়ে খেল কুকুর, কী করলেন মালিক?

২৪ বছর পর টিম ফাইনালে। বড় সাধ করে চড়া দামের টিকিট কিনেছিলেন অ্যালান নামের এক সমর্থক। কিন্তু সেই টিকিটই কিনা চিবিয়ে খেয়ে ফেলল তাঁর প্রিয় কুকুর। তারপর কী করলেন, জানলে অবাক হবেন।

Carabao Cup Final: কী কাণ্ড! ফাইনালের টিকিট চিবিয়ে খেল কুকুর, কী করলেন মালিক?
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 23, 2023 | 10:00 AM

লন্ডন: নিউক্যাসল ২৪ বছরে প্রথম কারাবাও কাপ ফাইনাল (Carabao Cup Final) খেলতে চলেছে। এই ম্যাচ ঘিরে কম উত্তাপ নেই সমর্থকদের মধ্যে। কিন্তু টিকি থাকলেও কেউ কেউ ফাইনাল দেখার জন্য স্টেডিয়ামে হাজির হতে পারছেন না। অ্যালান কার্লিং নামের একজন ভক্তের কপালই এমন। বহু কষ্ট করে জুটিয়েছিলেন কারাবাও কাপের ফাইনালের টিকিট (Match Ticket)। ওই আস্ত টিকিটই কিনা চিবিয়ে খেয়ে ফেলছে তাঁরই পোষা কুকুর। শনিবার রাতে লিভারপুলের বিপক্ষে হেরে নিউক্যাসল তাদের অপরাজিত থাকার হোম রেকর্ড ভেঙে গিয়েছে। সেই ম্যাচ দেখে ফেরার পর অ্যালান দেখেন তাঁর পোষা কুকুর (Pet Dog) রুডি এই কাণ্ড ঘটিয়েছে। যা দেখে আর মাথা ঠিক রাখতে পারেননি রুডির মালিক। কী করলেন তিনি? বিস্তারিত TV9 Bangla-য়।

১৯৯৯ সালে এফএ কাপের পর নিউক্যাসলের প্রথম কাপ ফাইনাল উপস্থিতি এই কারাবাও কাপে। সেন্ট জেমস পার্কে ডারউইন নুনেজ এবং ক্যোডি গ্যাকপোর গোলের পর এডি হাওয়ের দল ২-০ গোলে পরাজিত হয়। তারপরে ম্যাগপিসের জন্য পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে চলে যায়। যার ফলে রবিবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিপক্ষে কারাবাও কাপ ফাইনাল মিস করবেন। অ্যালানও ওয়েম্বলিতে এই ফাইনালে হাজির থাকতে পারবেন না।

প্রিয় কুকুর ফাইনালের ম্যাচ টিকিট খেয়ে ফেলার পর প্রচন্ড চটে যান অ্যালান। সঙ্গে সঙ্গে রুডিকে বিক্রির জন্য বিজ্ঞাপন দেন অ্যালান। তাতে লিখেছেন,  “রুডি ভেবেছিল, ম্যাচ টিকিট খেয়ে আমাকে খানিকটা হাসাবে। কুকুর বিক্রি করছি। দাম পাঁচ পাউন্ড।” অনেক সময় বাচ্চারা পড়াশুনাই ফাঁকি দেওয়ার জন্য ‘কুকুরে হোমওয়ার্ক খেয়ে নিয়েছে’ বলে অজুহাত দিতে শোনা গিয়েছে। বাস্তবেও যে এমন ঘটনা ঘটতে পারে, অ্যালানের ঘটনাতেই পরিষ্কার। কুকুর বিক্রির বিজ্ঞাপন দেখে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। কেউ কেউ হাস্যকর বলেছেন, কেউ কেউ আবার দুর্ভাগ্যজনকও বলেছেন।

এ দিকে দুর্দান্ত ফর্মে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রবিবার লেস্টারের বিপক্ষে ৩-০ জিতেছে তারা। মার্কাস রাশফোর্ড যে ধারাবাহিক রয়েছেন, সন্দেহ নেই। আগামী রবিবার ওয়েম্বলিতে ২০১৭ সালের পর প্রথম ট্রফি জেতার জন্য লড়বে এরিক টেন হ্যাগের দল।