Cristiano Ronaldo And Blind Fan: অন্ধ ভক্তকে জড়িয়ে ধরলেন আপ্লুত রোনাল্ডো, দিলেন বিশেষ উপহারও!

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Aug 29, 2023 | 5:28 PM

পাঁচ বারের ব্যালন ডি'অরজয়ী ফুটবলার ম্যাচের পর দেখা করেছিলেন সেই কিশোরী ভক্তের সঙ্গে। সিআর সেভেনের ওই ভক্ত চোখে দেখতে পান না।

Cristiano Ronaldo And Blind Fan: অন্ধ ভক্তকে জড়িয়ে ধরলেন আপ্লুত রোনাল্ডো, দিলেন বিশেষ উপহারও!

Follow Us

রিয়াধ: স্টিভেন জেরার আল ইত্তিহাদের কাছে হারতে হয়েছিল। প্রাইসলেস চামুস্কার আল তাওয়ুনের বিরুদ্ধে ছিল হার। সৌদি প্রো লিগে পর পর দুটো ম্যাচ হেরে খানিকটা বিপর্যস্তই হয়ে পড়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) টিম। সেখান থেকে আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে আল নাসের (Al Nassr)। লিগের তৃতীয় ম্যাচে আল ফতেহ-র বিরুদ্ধে জয় পেয়ে স্বস্তিতে সিআর সেভেনের টিম। আর তা এসেছে রোনাল্ডোর দুরন্ত হ্যাটট্রিকে। সঙ্গে লিভারপুলের প্রাক্তন তারকা সাদিও মানে করেছেন জোড়া গোল। ৫-০ জয়ের পিছনে কি আল নাসেরের কোনও সমর্থক রয়েছেন? সম্প্রতি তেমনই খবর শোনা যাচ্ছে। রোনাল্ডোর এক ভক্তই কপাল ফিরিয়েছেন আল নাসেরের। ব্যাপারটা কেমন?  TV9 Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।

পাঁচ বারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার ম্যাচের পর দেখা করেছিলেন সেই কিশোরী ভক্তের সঙ্গে। সিআর সেভেনের ওই ভক্ত চোখে দেখতে পান না। এমনিতে ভক্তদের সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক খুব ভালো। সমর্থকদের আবদার রাখতে প্রায়ই দেখা যায় তাঁকে। ছবি তোলা থেকে শুরু করে আলাদা করে কথা বলা, সবই করেন পর্তুগিজের তারকা। আল ফাতেহ ম্যাচের সময় গ্যালারিতেই ছিলেন ওই কিশোরী। সারাক্ষণ রোনাল্ডোর টিমকে তাতিয়েছেন। রোনাল্ডো ম্যাচের পর তাঁকে আলাদা করে ডেকে নিয়েছিলেন। জড়িয়ে ধরে ছবিও তুলেছেন। আপ্লুত কিশোরী রোনাল্ডোকে বলেছেন, ‘আমি তোমার সবচেয়ে বড় ভক্ত।’

সারা বিশ্ব জুড়ে অগুনতি ভক্ত লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সৌদির ওই কিশোরীর কাছে রোনাল্ডোই সেরা ফুটবলার। ওই মেয়েটি বলেছেন, ‘আসলে আমি তোমার জন্যই মাঠে এসেছি। তোমার খেলা আমি ভালোবাসি। বিশ্বাসই করতে পারছি না তুমি তিনটে গোল করেছ।’

কিশোরী ভক্তকে জড়িয়ে ধরে রোনাল্ডো বলেছেন, ‘তোমার জন্যই ভাগ্যের সাহায্য পেয়েছিলাম আজ।’ মেয়েটিকে দেখে গাড়ি থেকে নেমে এসেছিলেন রোনাল্ডো। শুধু জড়িয়ে ধরা নয়, তাঁকে টি-শার্টও উপহার দিয়েছেন রোনাল্ডো। যা পেয়ে ওই কিশোরী অভিভূত।

Next Article