ISL 2021-22: ডার্বিতে গোল করেই ধাওয়ানের থাই ফাইভ স্টাইলে সেলিব্রেশন কবাডিপ্রেমী মনবীরের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 28, 2021 | 9:38 AM

বড় ম্যাচে গোল করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন মনবীর সিং। গত বছরও প্রথম পর্বের ডার্বিতে গোল করেছিলেন। এ বারও তাঁর পা থেকে এল গোল।

ISL 2021-22: ডার্বিতে গোল করেই ধাওয়ানের থাই ফাইভ স্টাইলে সেলিব্রেশন কবাডিপ্রেমী মনবীরের

Follow Us

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

ডার্বি তো অনেকেই খেলেছেন কিন্তু স্মরণীয় করে রাখতে পেরেছেন ক’জন! অনেক বিদেশি ফুটবলারদের ঝুলিতেই বড় ম্যাচে গোল করার রেকর্ড আছে। অনেক দেশি ফুটবলাররাও শুধুমাত্র বড় ম্যাচে আলাদা ভাবে জ্বলে উঠেছেন। স্কোরশিটে নিজের নাম রেখেছেন। সেই দিকেই এগিয়ে যাচ্ছেন মনবীর সিং (Manvir Singh)। সুনীল পরবর্তী ভারতীয় ফুটবল যাঁকে ঘিরে অনেকটা স্বপ্ন দেখছে‌। বড় ম্যাচে গোল করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন মনবীর সিং। গত বছরও প্রথম পর্বের ডার্বিতে গোল করেছিলেন। এ বারও তাঁর পা থেকে এল গোল।

ম্যাচ শেষে ড্রেসিংরুমে সেলিব্রেশনে মত্ত সবুজ-মেরুন টিম। তরুণ লিস্টন কোলাসোকে নিয়ে মাতামাতি চলছে রয় কৃষ্ণাদের। তার ফাঁকেই টিভি নাইন বাংলার সঙ্গে টেলিফোনে কথা বললেন মনবীর সিং। শিখর ধাওয়ানের থাই ফাইভ স্টাইলে দীপক টাংরির সঙ্গে গোল সেলিব্রেশন পঞ্জাব তনয়ের। মনবীর বললেন, ‘আমাদের পঞ্জাবে এই ধরণের সেলিব্রেশন খুব জনপ্রিয়। আমি কবাডি দেখতে খুব ভালোবাসি। ওখানে এই স্টাইলটা আমার খুব পছন্দের। তাই ডার্বিতে গোল করে দীপকের সঙ্গে এ ভাবে সেলিব্রেশন করলাম।’

এটিকে মোহনবাগান ৩-০ জিতল। ৫-০ হল না। সেই আক্ষেপ যাচ্ছে না মনবীরের। তিনি বললেন, ‘সমর্থকদের কাছ থেকে অনেক বার্তা পাই। এই ম্যাচের গুরুত্ব বুঝি। ৫-০ হলে সমর্থকদের যন্ত্রণা কিছুটা মিটত ঠিকই। তবে ডার্বিতে জয়ই শেষ কথা। ড্রেসিংরুমে বড় ম্যাচ জয়ের সেলিব্রেশন চলছে।’

ডার্বিতে গোল করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন। সে প্রসঙ্গে হেসে মনবীর বলেন, ‘এই ম্যাচে গোল করার জন্য বাড়তি তাগিদ তৈরি হয়। বড় ম্যাচে গোল করা মানে, নিজের লক্ষ্যে সফল হওয়া। অবশ্যই বাড়তি ভালোলাগা। তবে আমাদের কাজ এখানেই শেষ নয়।’

ফিনল্যান্ডের হয়ে ইউরো খেলা ফুটবলার জনি কাউকোর সঙ্গে দুরন্ত বোঝাপড়া দেখা গেল মনবীরের। তবে এই বড় ম্যাচের গোল কাকে উৎসর্গ করলেন? মনবীরের উত্তর, ‘আজ চিংলেনসানার (হায়দরাবাদ এফসির ফুটবলার) জন্মদিন। আমার ভালো বন্ধু হয়। তাই ওকেই এই গোলটা উৎসর্গ করলাম।’

Next Article