নয়াদিল্লি: ভারতীয় ফুটবলে নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছিল কেরালা ব্লাস্টার্স টিম (Kerala Blasters)। আইএসএলের সেমিফাইনাল চলাকালীন ফ্রি-কিক বিতর্কে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়ে কেরালা। তার পরিপ্রেক্ষিতে এআইএফএফ-এর বড়সড় শাস্তির মুখে পড়ল দলটি। আইএসএলে (ISL 2022-23) চ্যাম্পিয়ন দল পায় ৬ কোটি টাকা। সেই সমপরিমাণ অর্থ জরিমানা দিতে হবে কেরালা ব্লাস্টার্সকে। শাস্তির এখানেই শেষ নয়। ভুল স্বীকার করে প্রকাশ্যে চাইতে হবে ক্ষমা। জরিমানার অঙ্কটা কমে ৪ কোটি হতে পারে যদি নিজেদের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চায় দলটি। পাশাপাশি দলের কোচ ইভান ভুকোমানোভিচকে ১০ ম্যাচে নির্বাসন দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। আর্থিক জরিমানা করা হয়েছে তাঁকেও। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।
আইএসএল ২০২২-২৩ মরসুমের সেমিফাইনালে সুনীল ছেত্রীর দ্রুত ফ্রি-কিক নিয়ে তুমুল বিতর্কের ঝড় ওঠে। রেফারি গোল স্বীকৃতি দেওয়ায় কেরালা ব্লাস্টার্সের কোচ ইভান ভুকোমানোভিচ প্লেয়ারদের নিয়ে মাঠ ছেড়ে চলে যান। ফেডারেশন, আইএসএল কর্তা বা ম্যাচ রেফারির শত অনুরোধেও শোনেননি কেরালা কোচ। এরপর ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি থেকে ঠিক করা হয়, ওয়াকআউট করার জন্য বড়সড় জরিমানা করা হবে দলটিকে। চ্যাম্পিয়ন টিমে পুরস্কারের সমান জরিমানা তো হলই, একইসঙ্গে প্রকাশ্যে ক্ষমা ও কোচ ইভানের ১০ ম্যাচের নির্বাসনের খাঁড়া। কেরালার হেড কোচ ইভানকে আলাদাভাবে শাস্তি দেওয়ার কারণও রয়েছে। তাঁর বিরুদ্ধে ফুটবল খেলাটির মানহানির অভিযোগ আনা হয়েছে। যে কারণে ১০ ম্যাচ নির্বাসিত হয়েছেন তিনি। এছাড়া ৫ লাখ টাকার আর্থিক জরিমানা করা হয়েছে তাঁকে।
? AIFF Disciplinary Committee issues order on abandoned Hero ISL tie ?#IndianFootball ⚽
— Indian Football Team (@IndianFootball) March 31, 2023
ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, “হেড কোচ ৯.১.৬ ধারা অনুযায়ী দলের ড্রেসিংরুম এবং অথবা ডাগআউটে থাকতে পারবেন না। হেড কোচকে তার অসৎ আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে ইভানের জরিমানার সংখ্যা বেড়ে ১০ লক্ষ টাকা হয়ে যাবে। একইসঙ্গে ১০ ম্যাচ নির্বাসনে থাকবেন তাতে যে দলেই চুক্তিবদ্ধ থাকুন না কেন। ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি কেরালা ব্লাস্টার্স এবং ভুকোমানোভিচ উভয়কেই এক সপ্তাহের মধ্যে এই আদেশ পালন করার নির্দেশ দিয়েছে। যদিও কেরালা ব্লাস্টার্স এবং তাদের হেড কোচের এই শাস্তির বিরুদ্ধে আবেদন করার অধিকার রয়েছে।