AIFF fined: মাঠে সমর্থক, এআইএফএফকে জরিমানা এএফসির

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 29, 2022 | 10:18 PM

AIFF fined:এএফসির শৃঙ্খলারক্ষা এবং এথিকস কমিটির তরফে জানানো হয়েছে, মাঠে সমর্থক ঢুকে যাওয়া নিয়ম বিরুদ্ধ। এটি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ভুল।

AIFF fined: মাঠে সমর্থক, এআইএফএফকে জরিমানা এএফসির
Image Credit source: TWITTER

Follow Us

নয়াদিল্লি : সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে বিশাল অঙ্কের জরিমানা এএফসির। গত জুনে কলকাতায় এশিয়ান কাপ যোগ্যতা অর্জনের ম্যাচ খেলেছে ভারতীয় ফুটবল দল। আফগানিস্তান এবং হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে মাঠে সমর্থকরা ঢুকে পড়েছিলেন। সে কারণেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ লক্ষ টাকা জরিমানা করল এএফসি। জরিমানার বেশির ভাগ অংশই সাসপেন্ডেড। অর্থাৎ, আগামী ২ বছরের মধ্যে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে তবেই এই জরিমানা দিতে হবে। এএফসির শৃঙ্খলারক্ষা এবং এথিকস কমিটি জরিমানার যে অঙ্ক দিয়েছে তা হল ৬ লক্ষ টাকার কিছু বেশি। ঘরের মাঠের সমর্থকরা টেকনিকাল এরিয়ায় ঢুকেছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে ২-১ জিতেছিল ভারত।

এএফসির শৃঙ্খলারক্ষা এবং এথিকস কমিটির তরফে জানানো হয়েছে, মাঠে সমর্থক ঢুকে যাওয়া নিয়ম বিরুদ্ধ। এটি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ভুল। ম্যাচ আয়োজনে সমস্ত নিয়ম মানার ক্ষেত্রে দুটি ম্যাচে করে উঠতে পারেনি এআইএফএফ। এতে আইনশৃঙ্খলা ভঙ্গ হয়েছে। একই ঘটনার পুনরাবৃত্তি হলে জরিমানার অঙ্ক দাঁড়াবে ১৫ লক্ষ টাকার মতো। আফগানিস্তানের পাশাপাশি হংকং ম্যাচেও এই ঘটনা ঘটেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। জরিমানার একটা অংশ তিন মাসের মধ্যেই দিতে হবে।

হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে ৪-০ জিতেছিল ভারত। অধিনায়ক সুনীল ছেত্রী প্রতিযোগিতা শুরুর আগে কলকাতার সমর্থকদের আবেদন করেছিলেন, মাঠে এসে দলের পাশে থাকতে। সমর্থকরা হতাশ করেননি। প্রতি ম্যাচেই প্রচুর সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। ভারতীয় দল অনবদ্য পারফর্ম করেছে। মূল পর্বের যোগ্যতা অর্জন করেছে ভারত। ২০২৩ এশিয়ান কাপে খেলবে ভারত। অনবদ্য পারফরম্যান্সের মাঝেই সমর্থকরা উচ্ছ্বসিত ছিলেন। তাদের মধ্যেই কয়েকজন মাঠে ঢুকে পড়ায় জরিমানা গুণতে হচ্ছে ফেডারেশনকে।

Next Article