গোলকিপার আলিসনের গোলে ভেসে রইল লিভারপুল
ওয়েস্ট ব্রমকে ২-১ গোলে হারিয়ে ইপিএলে (Premier League) প্রথম চারের দৌড়ে রইল লিভারপুল (Liverpool)।
মিডল্যান্ড: গোলকিপারদের গোল করার নজির ফুটবল ইতিহাসে রয়েছে। খেলার মাঝামাঝি বা শুরুতেও হয়তো অনেক গোল করেছেন গোলকিপাররা। কখনও পেনাল্টিতে, কখনও ফ্রিকিকে। ব্রাজিলিয়ান গোলকিপার রজারিও সেনির সর্বাধিক ১৩১ গোলের রেকর্ড রয়েছে। প্যারাগুয়ের চিলাভার্টও ৬৭ গোল করেছেন। গোলকিপারদের গোল করার তালিকায় নাম লেখালেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলকিপার আলিসন বেকার। কিন্তু সেনি, চিলাভার্টের চেয়ে এই একটা গোল অনেক মূল্যবান। ইনজুরি টাইমে গোল করে লিভারপুলকে (Liverpool) অক্সিজেন জোগালেন আলিসন বেকার (Alisson Becker)। চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) দৌড়ে ভাসিয়ে রাখলেন। এই একটা গোলই যেন একশো গোলের সমান।
ওয়েস্ট ব্রমউইচ (West Brom) বনাম লিভারপুলের ম্যাচ। খেলার বয়স তখন ৯৪ মিনিট। ইনজুরি টাইমে শেষ মিনিটের খেলা চলছে। খেলার ফল ১-১। ঠিক সেই সময় কর্নার পেল লিভারপুল। রেডসদের সব ম্যাচ ডু অর ডাই। জিততেই হবে। এই পরিস্থিতিতে কর্নারের সময় বিপক্ষের বক্সে এসে দাঁড়ালেন আলিসন বেকার। আলেক্সান্ডার আর্নল্ডের ভাসানো বল মাথায় ছোঁয়ালেন আলিসন। ওয়েস্ট ব্রমের জালে গিয়ে জড়াল বল। আলিসন বেকারকে জড়িয়ে ধরলেন মোহামেদ সালাহ, সাদিও মানেরা। অবিশ্বাস্য গোল দেখে অবাক হয়ে যান লিভারপুলের কোচ জুর্গেন ক্লপও। ওয়েস্ট ব্রমের মাঠে লিভারপুল সমর্থকদের কাছে যেন স্বয়ং দেবদূত হয়ে ধরা দিলেন আলিসন বেকার।
Football eh. ?????????.
Experience 5 minutes 33 seconds of unbridled joy with every angle of @Alissonbecker‘s goal… pic.twitter.com/QlgWJQ9QcA
— Liverpool FC (@LFC) May 16, 2021
ওয়েস্ট ব্রমকে ২-১ গোলে হারিয়ে ইপিএলে (Premier League) প্রথম চারের দৌড়ে রইল লিভারপুল। ম্যাচের ১৫ মিনিটেই পিছিয়ে পড়েছিল ক্লপের ছেলেরা। ৩৩ মিনিটে গোল করে রেডসদের সমতায় ফেরান সালাহ। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে জয়সূচক গোল আলিসন বেকারের। ৩৬ ম্যাচে ৬৩ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের ৫ নম্বরে লিভারপুল। ৬৬ পয়েন্ট লেস্টার সিটির, ৬৪ পয়েন্ট চেলসির। মঙ্গল রাতে মুখোমুখি হবে লেস্টার-চেলসি। যে দলই পয়েন্ট নষ্ট করুক, আখেরে লাভ লিভারপুলেরই। তবে বাকি দুটো ম্যাচও জিততে হবে রেডসদের। তাহলেই মিলবে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট।