UEFA Champions League Draw: আজ চ্যাম্পিয়ন্স লিগের ড্র, জানুন খুঁটিনাটি তথ্য

ভারতীয় সময় অনুসারে আজ, বৃহস্পতিবার রাত ৯.৩০ মিনিটে শুরু হবে এ বারের চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ড্র।

UEFA Champions League Draw: আজ চ্যাম্পিয়ন্স লিগের ড্র, জানুন খুঁটিনাটি তথ্য
আজ চ্যাম্পিয়ন্স লিগের ড্র, জানুন খুঁটিনাটি তথ্যImage Credit source: UEFA Champions League Twitter

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 25, 2022 | 1:36 PM

ইস্তানবুল: তুরস্কের ইস্তানবুলে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র (UEFA Champions League Draw)। ভারতীয় সময় অনুসারে আজ, বৃহস্পতিবার রাত ৯.৩০ মিনিটে শুরু হবে এ বারের চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ড্র। মোট ৩২ টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। এবং চারটি পটে রাখা হয়েছে দলগুলিকে। প্রতিটি পট থেকে একটি করে দল নিয়ে গঠন করা হবে একটি গ্রুপ। উল্লেখ্য, একই দেশের দুটি ক্লাব আবার একটি গ্রুপে থাকতে পারবে না।

জেনে নিন কোন পটে রয়েছে কোন দল?

  • পট ১ – রিয়াল মাদ্রিদ, ফ্র্যাঙ্কফুর্ট, ম্যাঞ্চেস্টার সিটি, এসি মিলান, বায়ার্ন মিউনিখ, পিএসজি, পোর্তো, আয়াক্স।
  • পট ২ – লিভারপুল, চেলসি, বার্সেলোনা, জুভেন্তাস, অ্যাটলেতিকো মাদ্রিদ, সেভিয়া, আরবি লাইপজিগ, টটেনহ্যাম হটস্পার।
  • পট ৩ – বরুসিয়া ডর্টমুন্ড, সালজবুর্গ, শাখতার ডোনেৎস্ক, ইন্টার মিলান, নাপোলি, বেনফিকা, স্পোর্টিং লিসবন, বায়ার লেভারকুসেন।
  • পট ৪ – রেঞ্জার্স, মার্শেই, কোপেনহেগেন, ক্লাব ব্রুজ, সেল্টিক, ভিক্টোরিয়া প্লজেন, ম্যাকাবি হাইফা, ডায়নামো জাগরেব।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র কীভাবে হবে?

  • চ্যাম্পিয়ন্স লিগের ড্র-তে মোট ৩২ টি দল রয়েছে। যার মধ্যে ২৬ টি দল সরাসরি গ্রুপ পর্বে প্রবেশ করেছে এবং প্লে-অফ টাই থেকে বাকি ছ’টি দল ড্র-য়ে পৌঁছেছে।
  • কোনও দলই নিজেদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খেলতে পারবে না। অন্য কোনও বিধিনিষেধ আরোপ করা হলে, তা ড্রয়ের আগে ঘোষণা করা হবে।

 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব কবে এবং ফাইনাল কবে?

চলতি বছরেই রয়েছে বিশ্বকাপ। যার ফলে এ বার গ্রুপ পর্ব আগের চেয়ে কম সময়ের জন্য হবে। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্ব। যা চলবে ২ নভেম্বর পর্যন্ত। ৭ নভেম্বর রাউন্ড অব ১৬-র ড্র হবে। ২০২৩ সালের ১০ জুন ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র কীভাবে সরাসরি দেখবেন?

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র Sony TEN 2 এবং Sony TEN 2HD চ্যানেল Sony LIV অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে।