
ইস্তানবুল: তুরস্কের ইস্তানবুলে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র (UEFA Champions League Draw)। ভারতীয় সময় অনুসারে আজ, বৃহস্পতিবার রাত ৯.৩০ মিনিটে শুরু হবে এ বারের চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ড্র। মোট ৩২ টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। এবং চারটি পটে রাখা হয়েছে দলগুলিকে। প্রতিটি পট থেকে একটি করে দল নিয়ে গঠন করা হবে একটি গ্রুপ। উল্লেখ্য, একই দেশের দুটি ক্লাব আবার একটি গ্রুপে থাকতে পারবে না।
All you need to know about the 2022/23 Champions League group stage draw ?#UCLdraw | #UCL
— UEFA Champions League (@ChampionsLeague) August 24, 2022
চলতি বছরেই রয়েছে বিশ্বকাপ। যার ফলে এ বার গ্রুপ পর্ব আগের চেয়ে কম সময়ের জন্য হবে। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্ব। যা চলবে ২ নভেম্বর পর্যন্ত। ৭ নভেম্বর রাউন্ড অব ১৬-র ড্র হবে। ২০২৩ সালের ১০ জুন ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র Sony TEN 2 এবং Sony TEN 2HD চ্যানেল Sony LIV অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে।