দোহা: শুরু হয়ে গিয়েছে কাতার বিশ্বকাপ। ১৮ নভেম্বর অবধি গোটা বিশ্ব ডুবে থাকবে কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022)। দেশ-বিদেশের ফুটবল প্রেমীদের জন্য এ বারের বিশ্বকাপ আলাদা হতে চলেছে। করোনার পর এই প্রথম ফুটবল বিশ্বকাপ হচ্ছে। ধারা বদলে এ বার জুন-জুলাইয়ে নয়, বিশ্বকাপ হচ্ছে শীতকালে। মোট ৩২ টি দল অংশ নিয়েছে এ বারের বিশ্বকাপে। আগামীকাল গ্রুপ-সি এর ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা (Argentina) ও পোল্যান্ড (Poland)। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন ও কীভাবে দেখবেন বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের ম্যাচ। উল্লেখ্য, গ্রুপ-সি এর ম্যাচে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে হেরে গিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এর পর মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে জিতে নক আউটের আশা জিইয়ে রেখেছে লা আলবিসেলেস্তেরা। আজ মেসির লড়াই লেওয়ানডস্কিদের বিরুদ্ধে। এই মুহূর্তে গ্রুপ-সি এর শীর্ষে রয়েছে পোল্যান্ড। ২ ম্যাচের ১টি জয় ও ১টিতে ড্র রবার্ট লেওয়ানডস্কির দলের। ২ ম্যাচের ১টি হার ও ১টি জয়ের পর ২ নম্বরে রয়েছে মেসির আর্জেন্টিনা। তিন ও চার নম্বরে রয়েছে যথাক্রমে সৌদি আরব ও মেক্সিকো। পোল্যান্ডকে আগামীকালের ম্যাচে হারাতে পারলেই শেষ-১৬ নিশ্চিত মেসিদের। এ বার দেখার গ্রুপ পর্বে মেসিরা শেষ ম্যাচে কেমন পারফর্ম করে।
এ বারের ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের ম্যাচটি কবে হবে?
এ বারের ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের ম্যাচটি আগামীকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) হবে।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের ম্যাচটি কোথায় হবে?
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের ম্যাচটি ৯৭৪ স্টেডিয়ামে হবে।
ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের ম্যাচটি শুরু হবে রাত ১২.৩০ মিনিটে।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ফ্রাঙ্কো আর্মানি, জেরোনিমো রুলি
ডিফেন্ডার : নহেল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জেরমান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিজান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েত
মিডফিল্ডার: রড্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্তার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, এনজো ফার্নান্ডেজ, এজেকুয়েল পালাসিও
ফরোয়ার্ড : অ্যাঞ্জেল ডি মারিয়া, লাওতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন করেয়া, পাওলো দিবালা, লিওনেল মেসি
কোচ : লিওনেল স্কালোনি