জাকার্তা: কয়েকদিনও হয়নি। বিশ্ব ফুটবলের সেরা দ্বৈরথ দেখা গিয়েছে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। যদিও সেই ম্যাচ কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছিল। মারাকানার গ্যালারিতে মারামারি, ম্যাচেও একই পরিস্থিতি। নির্ধারিত সময়ের অনেক পরে অবশেষে খেলা শুরু করা যায়। বিশ্ব ফুটবলে ব্রাজিল বনাম আর্জেন্টিনা অন্য আকর্ষণ। আন্তর্জাতিক ফুটবলে এর চেয়ে সেরা লড়াই হয় না। তবে গত সাক্ষাতে ম্যাচের চেয়েও যাবতীয় আকর্ষণ কেড়ে নিয়েছিল অপ্রীতিকর ঘটনা। আজ ফের মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। মঞ্চ এবং ভেনু অবশ্যই আলাদা। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর প্রতিবেদনে।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মারাকানায় শেষ অবধি ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। আজ অবশ্য যুবদের লড়াই। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ চলছে ইন্দোনেশিয়ায়। টুর্নামেন্ট এখন কার্যত শেষ ল্যাপে। কোয়ার্টার ফাইনাল পর্বে দেখা হবে দু-দলের। মঞ্চ যতই আলাদা হোক, আকর্ষণ একই রকম। উত্তেজনার পারদ চড়ছে এই ম্যাচ ঘিরে। আদতে তো খেলছে ব্রাজিল ও আর্জেন্টিনাই। সেটা যতই যুব দলের লড়াই হোক না কেন।
যুব দলেও কি দেখা যাবে মেসি ম্যাজিক? অপ্রত্যাশিত হলেও, জবাব হল হ্যাঁ। কিন্তু সেটা ব্রাজিল দলে! কী ভাবে? আর্জেন্টিনার হয়ে বিধ্বংসী ফর্মে রয়েছে অগাস্টিন রুবের্তো। এ বারের বিশ্বকাপে এখনও অবধি সর্বাধিক গোল তাঁরই। ক্লাব ফুটবলে রিভার প্লেটে খেলা এই ফুটবলার মাত্র চার ম্যাচেই পাঁচটি গোল করেছেন। নজরে অবশ্য ব্রাজিল শিবিরে মেসির দিকে। ব্রাজিলের হয়ে এ বারের বিশ্বকাপে চারটি গোল করেছেন কাউয়া এলিয়াস। তিনটি করে গোল রয়েছে রায়ান ও এস্তেভাওয়ের।
ব্রাজিল দলের ১৬ বছরের এস্তেভাওয়ের ডাক নাম ‘মেসিনহো’। কিংবদন্তি লিওনেল মেসির মতোই অনবদ্য নিয়ন্ত্রণ এবং ড্রিবলিংয়ের দক্ষতা রয়েছে এস্তেভাওয়ের। সে কারণেই তাঁর নাম মেসিনহো। বিধ্বংসী ফর্মে থাকা আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে ব্রাজিলের অন্যতম ভরসা এই মেসিনহোই।