Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ARGENTINA vs BRAZIL: ব্রাজিলকে নিয়ে ছিনিমিনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার, মিলল বিশ্বকাপের টিকিট

World Cup Qualifiers: সেলেকাওদের বিরুদ্ধে একতরফা ম্যাচ জয় আর্জেন্টিনার। ব্রাজিলের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতেছে নীল-সাদা জার্সিধারীরা। মঙ্গলবার রাতে (ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরে) ঘরের মাঠে ব্রাজিলকে নিয়ে ছিনিমিনি খেলেছে আর্জেন্টিনা।

ARGENTINA vs BRAZIL: ব্রাজিলকে নিয়ে ছিনিমিনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার, মিলল বিশ্বকাপের টিকিট
ব্রাজিলকে নিয়ে ছিনিমিনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার, মিলল বিশ্বকাপের টিকিট
Follow Us:
| Updated on: Mar 26, 2025 | 11:01 AM

কলকাতা: চ্যাম্পিয়নরা ছন্দ ধরে রেখেছে। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে ছাড়াই ব্রাজিলকে উড়িয়ে দিল লা আলবিসেলেস্তেরা। ব্রাজিলের (BRAZIL) বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে (World Cup Qualifiers) নামার কয়েক ঘণ্টা আগেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছিল আর্জেন্টিনা (ARGENTINA)। তাই সেলেকাওদের বিরুদ্ধে ম্যাচ ছিল সম্মানের লড়াই।

সেলেকাওদের বিরুদ্ধে একতরফা ম্যাচ জয় আর্জেন্টিনার। ব্রাজিলের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতেছে নীল-সাদা জার্সিধারীরা। মঙ্গলবার রাতে (ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরে) ঘরের মাঠে ব্রাজিলকে নিয়ে ছিনিমিনি খেলেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনাক দাপট ছিল নজর কাড়ার মতো। ম্যাচের ৪ মিনিটের মাথায় জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ১২ মিনিটে ব্যবধান বাড়ান আর্জেন্টিনার এনজো ফের্নান্ডেজ। এরপর ২৬ মিনিটে একটি গোল শোধ করেন ব্রাজিলের মাথিয়াস কুনিয়া। আর্জেন্টিনা এতে একটুও দমে যায়নি। ৩৬ মিনিটে আর্জেন্টিনার হয়ে স্কোরলাইন ৩-১ করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। প্রথমার্ধে একটি গোল শোধ করলেও আর স্কোরলাইনে তফাৎ গড়ে দিতে পারেননি রাফিনহারা। ৭১ মিনিটে আর্জেন্টিনার হয়ে চতুর্থ গোল জিউলিয়ানো সিমিয়োনের।

আর্জেন্টিনার বিরুদ্ধে এই ম্যাচের আগে ব্রাজিলের তারকা রাফিনহা বলেছেন, “ওদের হারাব। প্রয়োজন পড়লে মাঠে তো বটেই, মাঠের বাইরেও। আমি নিশ্চিত, ওদের বিরুদ্ধে গোল করবই। এই ম্যাচটাতে সর্বস্ব দেওয়ার জন্য আমি তৈরি।” ম্যাচে অবশ্য তফাৎ গড়ে দিতে পারেননি তিনি। জাপান, নিউজিল্যান্ড, ইরানের পর ২০২৬ বিশ্বকাপের টিকিট পাকা আর্জেন্টিনার।