Copa America 2021: শেষ আটের ম্যাচেও জ্বলেও উঠলেন মেসি
একটা গোল আর ২টো অ্যাসিস্ট করে আবারও ম্যাচের সেরা হলেন মেসি। সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা (৩) ইকুয়েডর (০)
(রডরিগো ডি পল ৪০’, মার্টিনেজ ৮৪’, লিওনেল মেসি ৯০+৩’)
কোপায় (Copa America) মেসি (Lionel Messi) ম্যাজিক চলছেই। ইকুয়েডরের (Ecuador) বিরুদ্ধে শেষ আটের ম্যাচেও জ্বলেও উঠলেন এলএম টেন। ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচে প্রথম এগারোয় বেশ কয়েকটি পরিবর্তন এনেছিলেন কোচ লিওনেল স্কালোনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলকে আটকে দিয়েছিল ইকুয়েডর। তাই বাড়তি সতর্কতার সঙ্গেই দল সাজান স্কালোনি। খেলার প্রথম দিকে তুল্যমূল্য ফুটবল খেলতে দেখা যায় দুই দলকেই।
২৩ মিনিটেই এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা (Argentina)। ইকুয়েডরের ভুল বোঝাবুঝিতে ফাঁকায় বল পেয়ে যান মেসি। গোলকিপারকে একা পেয়েও বল পোস্টে মারেন তিনি।
আর্জেন্টিনার বক্সে বার দুয়েক হানা দিতে দেখা গেল ইকুয়েডরকেও। তবে ৩৭ মিনিটে কাঙ্খিত গোল পায় আর্জেন্টিনা। মেসির বাড়ানো বল আর সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন রডরিগো ডি পল।
দ্বিতীয়ার্ধ জুড়ে শুধুই বিরক্তিকর ফুটবল। অজস্র ফাউল করলেন দুই দলের ফুটবলাররাই। ৭১ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়াকে মাঠে নামান স্কালোনি। এরপরই ঘুরল খেলা। ছন্দে ফিরতে থাকে আর্জেন্টিনা। ৮৪ মিনিটে মেসির বাড়ানো বল থেকে গোল করে জয় নিশ্চিত করেন মার্টিনেজ।
খেলার শেষ লগ্নে ডি মারিয়াকে বক্সের ঠিক বাইরে ফাউল করে লাল কার্ড দেখেন ইকুয়েডরের হিনক্যাপি। ফেভারিট পজিশন থেকে গোল করতে ভুল করেননি লিওনেল মেসি। ইকুয়েডরের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন এলএম টেন। একটা গোল আর ২টো অ্যাসিস্ট করে আবারও ম্যাচের সেরা হলেন মেসি। সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
আরও পড়ুন: Copa America 2021: মেসির ওপর ভরসা করেই শেষ চারের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা