AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Copa America 2024: টাইব্রেকারে পেনাল্টি মিস মেসির, আর্জেন্টিনার ত্রাতা এমি; সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা

Argentina vs Ecuador: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচের ৯০ মিনিট অবধি স্কোরলাইন ১-১ ছিল। যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম শট নেন মেসি। তা মিসও করেন। শেষ অবধি আর্জেন্টিনা ইকুয়েডরকে পেনাল্টি শুটআউটে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল।

Copa America 2024: টাইব্রেকারে পেনাল্টি মিস মেসির, আর্জেন্টিনার ত্রাতা এমি; সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা
Copa America 2024: টাইব্রেকারে পেনাল্টি মিস মেসির, আর্জেন্টিনার ত্রাতা এমি; সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা Image Credit: X
| Updated on: Jul 05, 2024 | 9:50 AM
Share

কলকাতা: টেক্সাসে কোপা আমেরিকার (Copa America) কোয়ার্টার ফাইনালে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি (Lionel Messi)। কিন্তু আর্জেন্টিনার (Argentina) জয় আটকাতে পারল না ইকুয়েডর। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধে চোট সারিয়ে ফিরেছিলেন লিওনেল মেসি। কিন্তু ছাপ রাখতে পারলেন না। টাইব্রেকার অবধি লড়েও ইকুয়েডর কোপা আমেরিকা থেকে ছিটকে গেল। নেপথ্যে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।

ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার ১০ মিনিট আগে আর্জেন্টিনার হয়ে গোল করেন লিসান্দ্রো মার্টিনেজ। তার গোলেই ১-০ এগিয়ে প্রথমার্ধ শেষ করে কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। লিওনেল মেসির কর্নার থেকে হেড করে বলটি বাঁ দিকের পোস্টে পাঠান ম্যাক অ্যালিস্টার। সেখানে থাকা লিসান্দ্রো মার্টিনেজ হেডে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন।

ইনজুরি টাইমের শুরুতে গোল শোধ করেন ইকুয়েডরের কেভিন রড্রিগেজ। যার ফলে নির্ধারিত ৯০ মিনিট অবধি ম্যাচের স্কোরলাইন হয় ১-১। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি পানেনকা শট মারার চেষ্টা করেন, ক্রসবারে বল লাগে। ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়তে দেখা যায় মেসিকে।

ইকুয়েডরের প্রথম শট নেন অ্যাঞ্জেল মেনা। তা রুখে দেন কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এরপর আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় শট নেন জুলিয়ান আলভারেজ। ১-০ এগিয়ে যায় মেসির টিম। ইকুয়েডরের হয়ে দ্বিতীয় শট নেন অ্যালান মিন্ডা। সেটিও সেভ করেন এমি। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে তৃতীয় শট নেন ম্যাক অ্যালিস্টার। এবং সেটি সফল হয়। এরপর ২টি শট নিতে সফল হয় ইকুয়েডর। কিন্তু আর্জেন্টিনার হয়ে গঞ্জালো মন্টিয়েল ও নিকোলাস ওটামেন্ডি দু’জনই গোল করতে পারায় শেষ অবধি ৪-২ ব্যবধানে জিতে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।