Qatar World Cup Final: ‘ঐতিহাসিক মুহূর্ত’, বিশ্বকাপ জিতে বললেন মেসিদের কোচ

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Dec 19, 2022 | 12:50 AM

Argentina Champion: আর্জেন্টিনার কোচ বলেছেন, “আমি ছেলেদের বলেছি আনন্দ করতে। কারণ এটা খুব ঐতিহাসিক মুহূর্ত।”

Qatar World Cup Final: ‘ঐতিহাসিক মুহূর্ত’, বিশ্বকাপ জিতে বললেন মেসিদের কোচ

Follow Us

দোহা: ৩৬ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। দল চ্যাম্পিয়ন হওয়ার পর স্বাভাবিকভাবেই খুশি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ছেলেদের এই জয়ে তিনি গর্বিত সে কথাও জানিয়েছেন। কার্লোস বিলার্দোর পর বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের কোচ হওয়ার রেকর্ড গড়লেন স্কালোনি। তবে এই জয়ের কৃতিত্ব তিনি দিয়েছেন তাঁর ছেলেদের। স্কালোনি বলেছেন, “আমি গর্বিত। অন্যদিনের তুলনায় আমি কম উচ্ছ্বসিত। কিন্তু আমি আজ মুক্ত। এই দল আমাকে গর্বিত করেছে। এই জয় ওদের।” দোহায় বিশ্বকাপ জয়কে ঐতিহাসিক অ্যাখ্যা দিয়ে আর্জেন্টিনার কোচ বলেছেন, “আমি ছেলেদের বলেছি আনন্দ করতে। কারণ এটা খুব ঐতিহাসিক মুহূর্ত।”

বিশ্বকাপ জয়ের পর নিজেদের উচ্ছ্বাসের কথা গোপন করেননি বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে প্রকাশ করা হয়েছে সেই সব বক্তব্য। কাতার বিশ্বকাপের সেরা যুব ফুটবলারের শিরোপা গিয়েছে এনজো ফার্নান্ডেজের দখলে। তিনি বলেছেন, “দেশের বিশ্বকাপ জেতায় অংশ নিতে পারা আমার কাছে অমূল্য। আমার পুরো পরিবার এখানে রয়েছে। এই স্মৃতি সারা জীবন হৃদয়ে রয়ে যাবে।”

ট্রাইবেকারে ফ্রান্স রুখে দিয়ে আর্জেন্টিনার বিশ্বজয়ের অন্যতম কারিগর গোলকিপার এমি মার্টিনেজ। কাতার বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করে গোল্ডেন গ্লাভস জিতেছেন তিনি। এই জয়ের পর মার্টিনেজ বলেছেন, “আমি খুব শান্তভাবে পেনান্টি রুখতে গিয়েছি। ওরা তিনবার আমাকে পরাস্ত করে গোল দিয়েছে। কিন্তু এ সবের পরও আমি আত্মবিশ্বাসী ছিলাম, আমি সব ঠিক করেছি। এই জয় আমি পরিবারের লোকেদের উৎসর্গ করতে চাই।” আর্জেন্টিনা দলের রডরিগো ডি পল বলেছেন, “আমি এই জয় কখনও ভুলব না। আমি যোগ্য জয়ী। বিশ্বচ্যাম্পিয়ন হতে আমাদের গতবারের চ্যাম্পিয়নদের হারাতে হয়েছে। এই জয়ের আনন্দ আমি বর্ণনা করতে পারব না।” ফাইনালে পরিবর্ত হিসাবে মাঠে নেমেছিলেন পারেদেস। তিনি বলেছেন, “এ নিয়ে কোনও শব্দ বলার নেই। সবথেকে ভাল স্বপ্নেও আমি এটা ভাবিনি। নিজেদের আনন্দ করব। পরিবারের লোকেদের সঙ্গে আনন্জ করব। আমার স্ত্রী, বাবা-মা আমাকে সবসময় উৎসাহিত করেছেন। এই পর্যায়ে আমার পাশে থেকেছেন।”

Next Article