Copa America 2024: এই কারণে ইউরো সেরা… কোপা নিয়ে হঠাৎ কেন বিস্ফোরণ মেসির সতীর্থ এমির?

কোপা আমেরিকাতে লিওনেল মেসির আর্জেন্টিনার (Argentina) পরবর্তী ম্যাচ ২৬ জুন। তার আগে কানাডা ম্যাচের মাঠ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। আমেরিকার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হয়েছিল কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচ। এমির কথায়, মাঠ ভালো হলে ম্যাচের ফলাফলও অন্য হত।

Copa America 2024: এই কারণে ইউরো সেরা... কোপা নিয়ে হঠাৎ কেন বিস্ফোরণ মেসির সতীর্থ এমির?
Copa America 2024: এই কারণে ইউরো সেরা... কোপা নিয়ে হঠাৎ কেন বিস্ফোরণ মেসির সতীর্থ এমির?Image Credit source: X

Jun 22, 2024 | 5:25 PM

কলকাতা: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জয় দিয়ে কোপা আমেরিকা (Copa America 2024) সফর শুরু করেছে। কানাডার বিরুদ্ধে ২-০ ব্যবধানে লা আলবিসেলেস্তেরা জিতেছিল। কিন্তু ওই ব্যবধান আরও বাড়ার সুযোগ ছিল। লিওনেল মেসি ওই ম্যাচে গোল পাননি, কিন্তু করিয়েছিলেন। কোপাতে আর্জেন্টিনার (Argentina) পরবর্তী ম্যাচ ২৬ জুন। তার আগে কানাডা ম্যাচের মাঠ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। আমেরিকার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হয়েছিল আর্জেন্টিনা-কানাডা ম্যাচ। এমির কথায়, মাঠ ভালো হলে ম্যাচের ফলাফলও অন্য হত।

২০২২ সালের বিশ্বকাপজয়ী এবং গোল্ডেন গ্লাভসজয়ী আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ TyC Sports-কে বলেন, ‘কানাডার বিরুদ্ধে ওই মাঠে আমরা খানিক সমস্যায় পড়েছিলাম। আমাদের এই টুর্নামেন্টে মাঠ আরও ভালো করতে হবে। না হলে আমরা ইউরো কাপের থেকে পিছিয়ে পড়ব।’ এমির মতে, ইউরো কাপের মাঠে এমন সমস্যা হয় না। কোপার আয়োজকদের উচিত এই টুর্নামেন্টে যে মাঠে খেলা হবে, তার মান ভালো করা।

আসলে আমেরিকার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামের মাঠে আগে ছিল আর্টিফিশিয়াল টার্ফ। সেখানে কৃত্রিমভাবে ঘাস বসানোর ফলে ফুটবলারদের দৌড়তে অসুবিধা হয়েছে। একা ফুটবলাররাই নয়, আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও কানাডা ম্যাচের মাঠ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘শুরুতে মনে হচ্ছিল এটা যেন সৌদি আরবের ম্যাচ (২০২২ সালের বিশ্বকাপে), পার্থক্য শুধু এটাই যে ওই সময় আমরা এর থেকে ভালো পিচে খেলেছিলাম। ভাগ্যিস আমরা জিতেছি ম্যাচটা। না হলে হয়তো একটা খারাপ অজুহাত শোনাত। আমরা গত ৭ মাস ধরে জানি এখানে খেলব, হঠাৎ ২ দিন আগে টার্ফ বদলে গেল। এটা ভালো দেখায় না। কোনও অজুহাত নয়, সিন্থেটিক টার্ফ দিয়ে স্টেডিয়াম সুন্দর। কিন্তু যে টার্ফে খেলা হল, তা কোনও ফুটবলারের জন্যই যোগ্য নয়।’