Argentina Football: ব্রাজিলকে হটিয়ে বিশ্বের এক নম্বর ফুটবল দল আর্জেন্টিনা
ব়্যাঙ্কিংয়ে ব্রাজিল পিছলে গিয়েছে তৃতীয় নম্বরে। দ্বিতীয় নম্বরে ঢুকে পড়েছে ফ্রান্স। কাতার বিশ্বকাপের ফাইনালিস্ট টিমের পয়েন্ট ১৮৩৮.৪৫।

জুরিখ: কাতারে ফুটবল বিশ্বকাপ জয়ের পরও ফিফা ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিল না আর্জেন্টিনা (Argentina Football)। পয়লা নম্বর স্থান ধরে রেখেছিল পাঁচ বারের বিশ্বকাপ জয়ী টিম ব্রাজিল। মাস তিনেকের মধ্য়ে ব্রাজিলের কাছ থেকে সেই সুখটুকু কেড়ে নিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। ফিফার সর্বশেষ ব়্যাঙ্কিংয়ে (Fifa Ranking) ক্রমতালিকার এক নম্বর স্থানে উঠে এসেছে লিওনেল মেসির দেশ। বিশ্বকাপজয়ীরাই এখন বিশ্বের সেরা ফুটবল টিম। ছয় বছর পর ক্রমতালিকায় শীর্ষে উঠেছে আলবিসেলেস্তেরা। শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট এখন ১৮৪০.৯৩। সেখানে ব্রাজিলের পয়েন্ট ১৮৩৪.২১। ব়্যাঙ্কিংয়ে ব্রাজিল পিছলে গিয়েছে তৃতীয় নম্বরে। দ্বিতীয় নম্বরে ঢুকে পড়েছে ফ্রান্স। কাতার বিশ্বকাপের ফাইনালিস্ট টিমের পয়েন্ট ১৮৩৮.৪৫। এরপর জুলাই মাসে প্রকাশিত হবে দ্বিতীয় ব়্যাঙ্কিং। বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।
গত বছরের ফুটবল বিশ্বকাপের পর মার্চ মাসে ফের একবার মাঠে নেমেছিল আর্জেন্টিনা। খান দুয়েক প্রদর্শনী ম্যাচ খেলেছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। ঘরের মাঠে লাখো দর্শকদের সামনে পানামার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলেছেন লিওনেল মেসিরা। এরপর কুরাসাওয়ের বিরুদ্ধে আরও একটি ম্যাচ খেলেন। আর্জেন্টিনার দুটি ম্যাচ জয়ের পাশাপাশি ব্রাজিল ফ্রেন্ডলি ম্যাচে হেরে যায় মরক্কোর বিরুদ্ধে। এই ফলাফলে ফিফা ক্রমতালিকায় ওলটফের ঘটল। আর্জেন্টিনা চলে গিয়েছে শীর্ষস্থানে। হারের জেরে ব্রাজিল নেমে গিয়েছে তৃতীয় স্থানে। অন্যদিকে ইউরো বাছাইপর্বের ওপেনিং রাউন্ডে নেদারল্যান্ডস এবং রিপাবলিক অব আয়ারল্যান্ডকে হারিয়ে ব্রাজিলকে টপকে গিয়ে ব়্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে ঢুকে পড়েছে ফ্রান্স। তালিকার প্রথম পাঁচের মধ্যে শেষ দুই দল হল বেলজিয়াম এবং ইংল্যান্ড। তাদের পয়েন্ট যথাক্রমে ১৭৯২.৫৩ এবং ১৭৯২.৪৩।
আফ্রিকার দলগুলির মধ্যে সবার উপরে ১১ নম্বরে রয়েছে মরক্কো। ষষ্ঠ থেকে দশম স্থান পর্যন্ত রয়েছে যথাক্রমে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল এবং স্পেন। ফিফা ক্রমতালিকায় উন্নতি হয়েছে ভারতেরও। সুনীল ছেত্রীরা ব়্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উপরে উঠে এসেছেন। ভারতের বর্তমান ব়্যাঙ্ক ১০১। ত্রিদেশীয় টুর্নামেন্টে মায়ানমার এবং কিরঘিজস্থানের বিরুদ্ধে জয়ের ফল এটাই। ভারতের রেটিং পয়েন্ট ৮.৫৭।





