কোপার সব ম্যাচ আর্জেন্তিনায়!
দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের তরফ থেকে আর্জেন্তিনার ফুটবল সংস্থাকে সরকারি ভাবে জানানো হয়, তারা কোপার সব ম্যাচ আয়োজনে প্রস্তুত কিনা। আর্জেন্তিনা ফুটবল সংস্থা তাদের সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলছে।
বুয়েনস আইরেস: কোপা আমেরিকার (Copa America) সব ম্যাচ আর্জেন্তিনায় (Argentina) করা যাবে কিনা তা জানতে চেয়ে আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনকে চিঠি কনমেবলের (CONMEBOL)। জুনের ১৩ তারিখ থেকে শুরু কোপা আমেরিকা। চলবে ১০ জুলাই পর্যন্ত। কোভিডের (COVID-19) তৃতীয় ঢেউয়ের কারণে আগেই কোপার আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে কলম্বিয়া (Colombia)। এই প্রথম বার কোপা আমেরিকা আর্জেন্তিনা আর কলম্বিয়ায় যৌথ ভাবে আয়োজিত হত। কলম্বিয়া সরে দাঁড়ানোয় কোপার সব ম্যাচ নিজেদের দেশে করতে আগ্রহী ছিল আর্জেন্তিনা।
দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের তরফ থেকে আর্জেন্তিনার ফুটবল সংস্থাকে সরকারি ভাবে জানানো হয়, তারা কোপার সব ম্যাচ আয়োজনে প্রস্তুত কিনা। আর্জেন্তিনা ফুটবল সংস্থা তাদের সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলছে। কারণ কোভিডের তৃতীয় ঢেউ দেখা দিয়েছে আর্জেন্তিনাতেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আর্জেন্তিনায় ইতিমধ্যেই ৭৪ হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। গত শনিবার থেকে দেশজজুড়ে চলছে লকডাউন। বন্ধ রাখা হয়েছে সমস্ত কার্যকলাপ। প্রতিবেশী উরুগুয়ে আর ব্রাজিলেও অনেক মানুষ প্রাণ হারিয়েছেন করোনায়।
কোপা আমেরিকা আয়োজনের লক্ষ্যে স্থির কনমেবল। কোভিডের জন্য গত বছর কোপা পিছিয়ে যায়। সূচি অনুযায়ী ১৩টি ম্যাচ হওয়ার কথা আর্জেন্তিনায়। বাকি ১৫টি ম্যাচ কলম্বিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কনমেবলের প্রতিনিধিরা গত সপ্তাহে আর্জেন্তিনার দুটো স্টেডিয়াম পরিদর্শন করেন। কোভিডের বাড়বাড়ন্তের মধ্যে মোট ২৮টি ম্যাচ আর্জেন্তিনায় করা সম্ভব কিনা; তা সে দেশের সরকার আর স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আর্জেন্তিনা ফুটবল সংস্থা।
আরও পড়ুন: ম্যারাথন টাইব্রেকার জিতে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ভিয়া রিয়াল