নয়াদিল্লি: অবসরের গুঞ্জন আগেই শোনা গিয়েছিল। এ বার নিজেই সেই গুঞ্জনে সিলমোহর দিলেন আর্জেন্টাইন (Argentina) তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া (Angel Di Maria)। সামাজিক মাধ্যমে নিজেই জানান, কোপা আমেরিকার পর আর আন্তর্জাতিক ফুটবলে দেখা যাবে না তাঁকে। কোপা আমেরিকার (Copa America 2024) পরই বুটজোড়া তুলে রাখবেন বিশ্বজয়ী ফুটবলার। এই প্রসঙ্গে কী বলছেন মারিয়া? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আর্জেন্টিনার জার্সিতে একের পর এক ম্যাজিক দেখিয়েছেন মারিয়া। নীল-সাদা জার্সির কাতার বিশ্বকাপ জেতার পিছনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই তারকা। কাতার বিশ্বকাপরে ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে জয়সূচক গোলটি করেছিলেন তিনি। ম্যাচের পুরোট ১২০ মিনিট মাঠে দাপিয়ে বেড়িয়েছেন মারিয়া। শুধু তাই নয়, আর্জেন্টিনার সর্বশেষ তিনি আন্তর্জাতিক ময়দানে গোল করে দলকে এগিয়ে দিয়েছেন তিনি। ২০২২ ফাইনালিসিমায় প্রতিপক্ষ ইতালির জালে বল জড়ান মারিয়া।
তবে এ বার সময় এসেছে বুটজোড়া তুলে রাখার। এই বিষয়ে সামাজিক মাধ্যমে তিনি লিখছেন, “আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট হবে কোপা আমেরিকা। বুকে পাথর চেপে অত্যন্ত কষ্টের সঙ্গে জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব যার জন্য এত কষ্ট করেছি, এত ঘাম ঝরিয়েছি, পরিশ্রম করেছি। আমি ফুটবল নিয়ে গর্ব করি। এটা আমার কাছে ভালোবাসা।” ২০০৮ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ডি মারিয়ার। বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে অভিযান শুরু। এরপর আলবিসেলেস্তেদের হয়ে ১৩২ ম্যাচে ২৯ গোল করেছেন তিনি।