দোহা : পরিসংখ্যান ছিল, ৩৬ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। বিশ্বকাপের মঞ্চে পরিসংখ্য়ান নয়, পারফরম্যান্সই পার্থক্য গড়ে দিল। বিশ্বকাপ শুরুর আগেই চোট আঘাতের বেশ কয়েকটি ঘটনা রয়েছে নীল-সাদা শিবিরে। স্কোয়াড ঘোষণার আগেই ছিটকে যান জিওভানি লো সেলসো। স্কোয়াড ঘোষণার পরও জোড়া ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা (Argentina)। সবচেয়ে বড় প্রশ্ন ছিল, মাঝে দু-দিন সতীর্থদের সঙ্গে থাকলেও একাকী অনুশীলন করছিলেন মেসি। আশঙ্কা তৈরি হয়েছিল, খোদ অধিনায়কেরই চোট নেই তো! সাংবাদিক সম্মেলনে সেই আশঙ্কা উড়িয়ে ভরসা দিয়েছিলেন। মাঠেও বোঝালেন তিনি ফিট। কিন্তু সতীর্থরা যে তাগিদ নিয়ে ম্যাচ শুরু করেছিল, ধরে রাখতে পারল না। সৌদি আরবের অনবদ্য প্রত্যাবর্তন। দ্বিতীয়ার্ধের শুরুতেই পর পর দুটি গোল। আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের প্রথম অঘটন সৌদি আরবের। ৩৬ ম্যাচ পর আর্জেন্টিনার হার। বিশ্বকাপের মঞ্চে ৩২ বছর পর হার দিয়ে শুরু করল আর্জেন্টিনা।
টানা ৩৬ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা…সেই রেকর্ড আশঙ্কায়। ১-২ গোলে পিছিয়ে তারা।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এক সঙ্গে তিনটি পরিবর্তন করলেন। লিয়ান্দ্রো পারেদেস, ক্রিশ্চিয়ান রোমেরো, আলেজান্দ্রো গোমেজের জায়গায় এনজো, লিজান্দ্রো, জুলিয়ান।
ম্যাচের ১০ মিনিটে মেসির পেনাল্টি গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরাল সৌদি আরব। ম্যাচের একমাত্র সুযোগ তৈরি করল তারা। তাতেই গোল। ক্রিশ্চিয়ান রোমেরোকে পরাস্থ করে গোলে শট সালেহ আল-শেহরির। কয়েক মিনিটের ব্য়বধানে দ্বিতীয় গোল সৌদি আরবের। এ বার সালেম আল-দাওয়াসারির গোল।
প্রথমার্ধে ৫ মিনিট অ্যাডেড টাইম।
লাউতারো মার্টিনেজের গোলে ব্য়বধান বাড়িয়েছিল আর্জেন্টিনা। যদিও ভিএআরে গোল বাতিল হয় অফসাইডের কারণে। মেসির একমাত্র গোলে আর্জেন্টিনা ১-০ এগিয়ে।
আর্জেন্টিনা মিডফিল্ডে আরও একটি অনবদ্য মুভ। মেসি বল পায়ে এগোলেন, গোলে বলও জড়ালেন। যদিও সহকারী রেফারি অফ সাইডের পতাকা তুলে দাঁড়িয়ে…
আর্জেন্টিনার প্রথম ফুটবলার হিসেবে চারটি আলাদা বিশ্বকাপে গোলের নজির লিওনেল মেসির…।
❤️ ¡GOL DE #MESSI! ¡GOL DE #ARG! pic.twitter.com/ViALy1bhhX
— Marirro Varela ??? (@marirrovarela) November 22, 2022
লিয়ান্দ্রো পারেদেসকে বক্সের মধ্যে ফাউল। ভিএআরে চেক করে আর্জেন্টিনাকে পেনাল্টি রেফারির। লিও মেসি প্রস্তুত এবং গোল।
ডি মারিয়ার পাস, মেসির বাঁ পায়ের শট, কোনও রকমে গোল বাঁচালেন সৌদি আরব গোলরক্ষক মহম্মদ আল ওয়েস।
কেরিয়ারের শেষ বিশ্বকাপ। কাতারে স্বপ্ন তাড়ার অভিযান শুরু লিওনেল মেসির।
সৌদি আরবের ওয়ার্ম আপ শেষ। আপাতত মাঠ ছাড়লেন তাদের ফুটবলাররা। মেসির আর্জেন্টিনা এখনও ওয়ার্ম আপে।
ম্যাচের এখনও বাকি। তবে ওয়ার্ম আপেই মেসিকে ঘিরে উন্মাদনা বলে দিচ্ছে, ম্যাচে এর তীব্রতা কেমন হতে পারে। রিখটার স্কেলে যা মাপা সম্ভব নয়।
? #Argentina ?? superstar Lionel #Messi warms up at Lusail Stadium before his side’s opening #Qatar2022 game against #SaudiArabia ?? #FIFAWorldCup #ARGKSA#MarsalQatar pic.twitter.com/C5u5ZRwr61
— Marsal Qatar English (@MarsalQatar_EN) November 22, 2022
মহম্মদ আল ওয়েস, হাসান আলতাবাখতি, আব্দুলেলা আল-আমরি, আলি আল-বুলাহি, ইয়াসির আল-শাহরানি, মহম্মদ কানো, আব্দুলেলা আল মালকি, ফিরাস আল-ব্রিকা, সালেম আল-দাওয়াসারি, সলমন আল-ফারাজ, সালেহ আল-শেহরি।
এমিলিয়ানো মার্টিনেজ, নহেল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রড্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেজান্দ্রো গোমেজ, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া।
ওয়ার্ম আপের জন্য নেমে পড়লেন ফুটবলারর। প্রথমে প্রবেশ সৌদি আরবের। গ্যালারিতে তাদের সমর্থকদের উত্তেজনা তুঙ্গে।
লুসেইল স্টেডিয়ামের গ্যালারিতে সৌদি আরবের প্রচুর সমর্থক। নীল সাদার চেয়ে যদিও কম। এখনও অনেকেই প্রবেশ করেননি।
للاخضر جينا من كل مدينه…يا رب التوفيق
دعم لا محدود من النشاما ومضيفنا البروف زياد حجازي
Thanks prof hijazi @structuralheart
for the kind invitation
Lusail stadium
ملعب لوسيل pic.twitter.com/oy3bbto6z6— Wail Alkashkari. MD, FPICSوائل القشقرى?????? (@AlkashkariWail) November 22, 2022
টিভি নাইন বাংলার লাইভব্লগে স্বাগত। স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন লিও মেসিরা। ম্যাচের এখনও অনেকটা সময় বাকি। উত্তেজনার পারদ চড়ছে ক্রমশ। লুসেইল এখন আর্জেন্টিনার দখলে…
La Selección @Argentina ya se encuentra en el estadio.
Desde las 7, ?? vs. ?? pic.twitter.com/CedP15zBFR
— Selección Argentina ?? (@Argentina) November 22, 2022