কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। সম্প্রতি কেরলের ক্রীড়ামন্ত্রী ফেসবুক পোস্টে জানিয়েছেন, লিও মেসির আর্জেন্টিনাকে কেরলে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে পাঠানো সেই চিঠির ছবিও পোস্ট করেছিলেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরহিমান। একটি সাক্ষাৎকারে এ প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী আরও বলেছেন, আর্জেন্টিনার ম্যাচ আয়োজনের জন্য ৩৬ কোটি টাকার প্রয়োজন ছিল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সায় দেয়নি। সব কিছু ঠিক থাকলে হয়তো, জুনেই লিও মেসির আর্জেন্টিনাকে কেরলে দেখা যেত! ভবিষ্যতেও এর সম্ভাবনা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় দল তথা কেরলের তরুণ ফুটবলার আশিক কুরুনিয়ান মন্তব্য করেছেন, সেই টাকা বরং তৃণমূল স্তরে ফুটবলের উন্নতিতে খরচ করা হোক। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতীয় দলে ডাক পাওয়ার পর হেড কোচ ইগর স্টিমাচের সঙ্গে তাঁর কিছু কথা জানিয়েছিলেন আশিক কুরুনিয়ান। কোচ তাঁকে খামতিগুলো বুঝিয়েছিলেন। সেই প্রসঙ্গেই ইগরকে আশিক জানান, তাঁর শহর মলপ্পুরমে ফুটবল পরিকাঠামোর কথা। ফলে ৩৬ কোটি টাকা খরচ করে মেসির টিমকে আনার চেয়ে তাঁর রাজ্য সরকার যাতে কেরলের ফুটবল পরিকাঠামো উন্নত করে, সেই অনুরোধই জানিয়েছেন আশিক কুরুনিয়ান। ক্লাব ফুটবলে মোহনবাগানে খেলা এই উইঙ্গার একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমি শুনেছি, কেরল সরকার ৩৬ কোটি টাকার মতো খরচ করে আর্জেন্টিনাকে টিমকে আনতে প্রস্তুত। যদি সত্যিই ফুটবলের উন্নতির জন্য এমন ভাবনা থাকে, তাহলে বলব স্থানীয় ফুটবলারদের প্রাথমিক পরিকাঠামো উন্নতি করুন।’
আশিকের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইন্ডিয়ান ফুটবল ফর ওয়ার্ল্ডকাপ নামের একটি পেজ। আশিকের এই ভাবনাকে অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সেই পোস্টে কমেন্ট করেছেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ। আশিকের মন্তব্যকে সমর্থন করে লিখেছেন- দারুণ ভাবনা, এভাবেই ভারতীয় ফুটবলের উন্নতি সম্ভব। আমাদের উচিত ভারতীয় ফুটবলের উন্নতির জন্য এগিয়ে আসা। কোনও বড় দেশকে ৯০ মিনিট দেখার জন্য এত খরচ না করা। খুব তাড়াতাড়ি এমন সময় আসবে, যখন ভারতীয় দল কোনও বড় টুর্নামেন্টে তাদের বিরুদ্ধে খেলতে পারবে।
ইম্ফলে ত্রি-দেশীয় টুর্নামেন্ট, ভুবনেশ্বরে ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং বেঙ্গালুরুতে সদ্য সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারতীয় ফুটবল দল। ট্রফির হ্যাটট্রিক করেছেন সুনীল ছেত্রীরা। সেই দলের অন্যতম তরুণ সদস্য আশিক কুরুনিয়ান। আশিকের মন্তব্যে সায় দিয়েছেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি আইএম বিজয়নও। এর প্রেক্ষিতে বলেছেন, ‘কী হবে যদি ৩৬ কোটি খরচের পরও মেসি কিংবা আর্জেন্টিনা না আসে? আমি আশিকের সঙ্গে সহমত। এই টাকা স্থানীয় ফুটবল পরিকাঠামো উন্নতিতে খরচ করা যেতে পারে। কেরল এবং ভারতীয় ফুটবলের উন্নতিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে আমাদের।’