Asian Games 2023: এশিয়ান গেমসে ৬৫ বছর পর ভারত-মায়ানমার! ড্র করলেই নকআউটে সুনীলরা
India vs Myanmar Match Preview : এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলে গ্রুপ এ-তে রয়েছে ভারত, চিন, মায়ানমার, বাংলাদেশ। আজ ভারত বনাম মায়ানমার ম্যাচের ওপরই নির্ভর করবে, দ্বিতীয় স্থানে থেকে নকআউটে কোন দল যাবে। ভারত কিছুটা হলেও অ্যাডভান্টেজে। মায়ানমারের বিরুদ্ধে অন্তত ড্র করলেই নকআউটে যাবে ভারত। মায়ানমারের কাছে জয় ছাড়া বিকল্প নেই। ফুটবলে ভারত-মায়ানমার দ্বৈরথ দীর্ঘমেয়াদী।

হানঝাউ: বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল ভারতীয় ফুটবল দলের। চিনের বিরুদ্ধে বিরতিতে স্কোরলাইন ছিল ১-১। শেষ অবধি ১-৫ ব্যবধানে হার। মানসিক ভাবে বিপর্যস্ত করেছিল সুনীল ছেত্রীদের। তবে সেই হারের যথেষ্ট কারণও ছিল। বিনা প্রস্তুতিতেই নামতে হয়েছিল। জেটল্যাগও পুরোপুরি কাটেনি। ক্লান্তি পরিষ্কার ধরা পড়ছিল। বোঝাপড়ায় সমস্যা থাকবে, এটাই তো প্রত্যাশিত। প্রথম ম্যাচ হেরে টুর্নামেন্টে টিকে থাকাই দায় ছিল ব্লু টাইগার্সদের। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি ছিল মরণ বাঁচন। কিংবদন্তি সুনীল ছেত্রী ত্রাতার ভূমিকায়। তাঁর পেনাল্টি গোলে বাংলাদেশের বিরুদ্ধে ১-০ জয়। নকআউটের দৌড়ে রয়েছে ভারত। আজ প্রতিপক্ষ মায়ানমার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলে গ্রুপ এ-তে রয়েছে ভারত, চিন, মায়ানমার, বাংলাদেশ। আজ ভারত বনাম মায়ানমার ম্যাচের ওপরই নির্ভর করবে, দ্বিতীয় স্থানে থেকে নকআউটে কোন দল যাবে। ভারত কিছুটা হলেও অ্যাডভান্টেজে। মায়ানমারের বিরুদ্ধে অন্তত ড্র করলেই নকআউটে যাবে ভারত। মায়ানমারের কাছে জয় ছাড়া বিকল্প নেই। ফুটবলে ভারত-মায়ানমার দ্বৈরথ দীর্ঘমেয়াদী। সেই ১৯৫২ সাল থেকে ২৯ বার মুখোমুখি হয়েছে ভারত ও মায়ানমার। অতীতে কঠিন প্রতিপক্ষ ছিল মায়ানমার। নতুন সহস্রাব্ধ থেকে পরিস্থিতি বদলায়।
মায়ানমারের বিরুদ্ধে ভারতের স্মরণীয় দুটি জয় এসেছে ২০০৮ সালে এএফসি চ্যালেঞ্জ কাপ এবং ২০১৭ সালে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে। দুই ম্যাচেই গোল করেছিলেন সুনীল ছেত্রী। সব মিলিয়ে ২৯ বার মুখোমুখি হলেও এশিয়ান গেমসের মঞ্চে এই নিয়ে দ্বিতীয় সাক্ষাৎ ভারত-মায়ানমারের। শেষ বার এশিয়ান গেমসের মঞ্চে ৬৫ বছর আগে মুখোমুখি হয়েছিল দু-দল। ভারতীয় ফুটবলের কিংবদন্তি পিকে ব্যানার্জি, চুনী গোস্বামী, দামোদরনের গোলে সে বার ৩-২ ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়েছিল ভারত। এ বার নজরে সুনীল ছেত্রী। তাঁর দিকেই তাকিয়ে দল। ভারতীয় ফুটবলও।
