হানঝাউ: এশিয়ান গেমস অভিযানে প্রথম ম্যাচে চিনের কাছে ১-৫ ব্যবধানে হেরেছিল ভারতের পুরুষ ফুটবল দল। এ দিন বাংলাদেশের বিরুদ্ধে জয়। নকআউটের আশা বেঁচে রয়েছে সুনীল ছেত্রীদের। তাঁদের প্রত্যাবর্তনের দিনে অভিযান শুরু করল ভারতীয় মহিলা ফুটবল দলও। মরিয়া লড়াইয়েও শেষরক্ষা হল না। চিনা তাইপেইয়ের কাছে দ্বিতীয়ার্ধের গোলে হার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এশিয়ান গেমসে পুরুষ দলের চেয়েও ভারতের মহিলা ফুটবল দলকে নিয়ে প্রত্যাশা অনেক বেশি। ইউরোপের ক্লাবে খেলা ফুটবলার রয়েছেন। ভারতীয় ফুটবলে ইতিহাস গড়া বালা দেবী দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরেছেন। সব দিক থেকেই শক্তিশালী দল। চিনা তাইপের বিরুদ্ধে প্রথমার্ধ গোলশূন্য ছিল। ভারতীয় ফুটবল প্রেমীদের প্রত্যাশা সে কারণেই আরও বাড়ছিল। এগিয়ে গিয়েও হার। প্রথম ম্যাচে অন্তত ড্র করলেও মানসিক জয় হত।
গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু-দল। এরপরই ভারতীয় শিবিরে উচ্ছ্বাসের মুহূর্ত। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই গোল অঞ্জু তামাংয়ের। বক্সের বাঁ দিক থেকে জোরালো শট মণীশা কল্যাণের। যদিও প্রতিপক্ষ রক্ষণে তা ব্লক হয়। ফিরতি বলে গোল করেন অঞ্জু। ১-০ এগিয়ে যায় ভারত। কিন্তু যে কথাটা বারবার বলা হয়, এক গোলের লিড কখনোই সুরক্ষিত নয়। সেটাই হল। ৬৩ মিনিটে অভিজ্ঞ স্ট্রাইকার বালা দেবীকে তুলে নামানো হয় জ্যোতি চৌহানকে। সেখানেই কি ছন্দপতন?
ভারতীয় টিমে পরিবর্তনের ৬ মিনিটের মধ্যেই গোল। ৬৯ মিনিটে সমতা ফেরায় চিনা তাইপেই। নির্ধারিত সময়ের আগে সু ইউ হুয়ানের গোলে ২-১ এগিয়ে যায় চিনা তাইপেই। এই স্কোরলাইনে আর পরিবর্তন হয়নি। এগিয়ে গিয়েও হারের হতাশা ভারতীয় শিবিরে।