ISL 2021-22: গোয়াকে হারিয়ে তিন নম্বরে উঠে এল ফেরান্দোর এটিকে মোহনবাগান

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 29, 2021 | 9:49 PM

এই সবুজ-মেরুনকেই তো দেখতে চেয়েছিল সমর্থকরা। কোচ বদল হতেই দুরন্ত গতিতে ছুটছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। হুয়ান ফেরান্দোর (Juan Ferrando) হাত ধরে টানা ২ ম্যাচে জয় পেল সবুজ-মেরুন।

ISL 2021-22: গোয়াকে হারিয়ে তিন নম্বরে উঠে এল ফেরান্দোর এটিকে মোহনবাগান
ISL 2021-22: গোয়াকে হারিয়ে তিন নম্বরে উঠে এল ফেরান্দোর এটিকে মোহনবাগান

Follow Us

এটিকে মোহনবাগান ২ : এফসি গোয়া ১
(লিস্টন কোলাসো ২৩, রয় কৃষ্ণা ৫৬ ) (ওর্টিজ ৮১)

ফাতোরদা: এই সবুজ-মেরুনকেই তো দেখতে চেয়েছিল সমর্থকরা। কোচ বদল হতেই দুরন্ত গতিতে ছুটছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। হুয়ান ফেরান্দোর (Juan Ferrando) হাত ধরে টানা ২ ম্যাচে জয় পেল সবুজ-মেরুন। এই এটিকে মোহনবাগান যেন তেল খাওয়া মেশিন। নিজের প্রাক্তন দলকে হারাতে আক্রমণাত্মক ফুটবলকেই হাতিার করেছিলেন স্প্যানিশ কোচ। আর সেটা ক্লিক করতেই বছরের শেষ ম্যাচে মূল্যবান ৩ পয়েন্ট বাগানের ঝুলিতে। বর্ষবরণের আগে বাগান সমর্থকদের মুখে হাসি ফোটালেন ফেরান্দো।

নর্থ ইস্ট ম্যাচের দলই গোয়ার বিরুদ্ধে সাজান ফেরান্দো। মাঝমাঠে কার্ল ম্যাকহিউয়ের কার্যকারিতা কতটা তা আরও একবার বোঝালেন ফেরান্দো। হেড গিয়ার পরে এদিন মাঠে নামেন বাগানের তারকা ফুটবলার রয় কৃষ্ণা। শুরু থেকেই প্রেসিং ফুটবল খেলতে থাকেন কৃষ্ণা-মনবীররা। ২০ মিনিটে একার কৃতিত্ব দুরন্ত গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন লিস্টন কোলাসো। চলতি আইএসএলে ৫ গোল করে ফেললেন এই গোয়ান ফুটবলার। এফসি গোয়া মিস পাস করতেই বল ধরে কিছুটা এগিয়ে বক্সের অনেকটা বাইরে থেকে গোল লক্ষ্য করে দুরন্ত শট নেন লিস্টন। ধীরজকে পরাস্ত করে সরাসির বল জড়িয়ে যায় জালে (১-০)। বিশ্বমানের গোল। চলতি আইএসএলের অন্যতম সেরা গোলের তালিকায় থাকবে কোলাসোর এই গোল।

২৯ মিনিটে ফ্রিকিক থেকে ওর্টিজের দুরন্ত শট বাঁচিয়ে দেন অমরিন্দর সিং। ৩৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন শুভাশিস বসু। তাঁর জায়গায় মাঠে নামেন প্রবীর দাস।

দ্বিতীয়ার্ধে বাগানের হয়ে দ্বিতীয় গোল রয় কৃষ্ণার। ৫৬ মিনিটে ডান পায়ের জোরাল শটে গোল করে যান কৃষ্ণা (২-০)। ৮১ মিনিটে অমরিন্দরের ভুলে গোল হজম এটিকে মোহনবাগানের। ওর্টিজের শট অমরিন্দরের হাত ফস্কে জালে জড়িয়ে যায়। তবে জিতলেও বাগানের রক্ষণ নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকল। বেশ কয়েকবার বাগান রক্ষণে ফাঁক ফোকর তৈরি হল। তবে তিরির দৌলতে ভয়ঙ্কর হতে পারলেন না রেবেলোরা।

৮ ম্যাচে ১৪ পয়েন্ট এটিকে মোহনবাগানের। লিগ টেবিলের তিন নম্বরে উঠে এল সবুজ-মেরুন।

এটিকে মোহনবাগান: অমরিন্দর, তিরি, আশুতোষ, প্রীতম, শুভাশিস (প্রবীর), দীপক, কার্ল ম্যাকহিউ, বোমাস (কাউকো), মনবীর, লিস্টন (লেনি), রয় কৃষ্ণা (উইলিয়ামস)

Next Article