
পরিবারের সঙ্গে এই ছবি পোস্ট করে অরিন্দম লেখেন, "খুব তাড়াতাড়ি চলে গেলে মা, কিন্তু আমি জানি তুমি আরও ভাল জায়গায় আছ, আমাদের জন্য বাবার যত্ন নিও এবং দাদা ও আমার তরফ থেকে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিও। খেয়াল রেখো মা।" (সৌজন্যে-অরিন্দম ভট্টাচার্য টুইটার)

কয়েকদিন আগেই এই ছবি পোস্ট করে মায়ের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান অরিন্দম।(সৌজন্যে-অরিন্দম ভট্টাচার্য টুইটার)

মা করোনা আক্রান্ত হয়েছিলেন বলেই এএফসি কাপে (AFC Cup) খেলতে যাবেন না ভেবেছিলেন অরিন্দম।(সৌজন্যে-অরিন্দম ভট্টাচার্য টুইটার)

প্রায় ২ সপ্তাহ ধরে করোনার বিরুদ্ধে লড়াই করে হেরে গেলেন অরিন্দমের মা অন্তরা ভট্টাচার্য।(সৌজন্যে-অরিন্দম ভট্টাচার্য টুইটার)

রবিবার অন্তরাদেবীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সোমবার সকালেই প্রয়াত হলেন সবুজ-মেরুন গোলকিপারের মা।(সৌজন্যে-অরিন্দম ভট্টাচার্য ইন্সটাগ্রাম)