করোনার করাল গ্রাসে একের পর মৃত্যুর খবর উপচে পড়ছে। সোমবার সকালেই প্রয়াত হলেন এটিকে মোহনবাগানের গোলকিপার অরিন্দম ভট্টাচার্যের (Arindam Bhattacharya) মা অন্তরা ভট্টাচার্য। গত এপ্রিল মাসে করোনা আক্রান্ত হন ভারতের অন্যতম সেরা গোলকিপারের মা। হাসপাতালে ভর্তিও ছিলেন। কিন্তু করোনার সঙ্গে লড়াইয়ে জয়ী হতে পারলেন না তিনি। এক বছর আগেই বাবাকে হারিয়েছেন অরিন্দম। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এ বার মাকে হারানোর শোকে এক্কেবারে ভেঙে পড়লেন সবুজ-মেরুন তারকা।