ATKMB vs FCG: যুবভারতীতে জয়ের হাসি, তিন পয়েন্ট নিয়ে তিনে এটিকে মোহনবাগান
ATK Mohun Bagan vs FC Goa Match Report: প্রতিপক্ষ যেই হোক, ১ গোলের লিড কখনোই সুরক্ষিত নয়। এটিকে মোহনবাগানও এই বিষয়টি টের পেল। দ্রুত গোল তুলে নিলেও রক্ষণ ভাগ তা ধরে রাখতে ব্যর্থ। ২৫ মিনিটে আনোয়ারের গোলে সমতা ফেরায় এফসি গোয়া। ১-১ স্কোর লাইনে বিরতিতে যায় দু-দল।

কলকাতা: ওডিশার সঙ্গে ড্র। নর্থ ইস্টের কাছে হার। ছন্দপতন হয়েছিল এটিকে মোহনবাগানের। যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার বিরুদ্ধে জয়ের হাসি সবুজ-মেরুনে। অ্যাওয়ে ম্যাচে গোয়ার কাছেই ০-৩ গোলে হেরেছিল মোহনবাগান। ঘরের মাঠে বদলার ম্যাচে এটিকে মোহনবাগান জিতল ২-১ ব্যবধানে। আরও এক ঝাঁক সুযোগও নষ্ট হল। না হলে আরও বড় ব্যবধানে জিততে পারতো সবুজ মেরুন। ম্যাচের আগে ভাবনা ছিল চোট আঘাত নিয়ে। এটিকে মোহনবাগান কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে। তবে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারাটা অনেক বড় প্রাপ্তি। এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়া ম্য়াচ রিপোর্ট TV9Bangla-য়।
জনি কাউকো, ফ্লোরেন্টিন পোগবারা দেশে ফিরে গিয়েছেন। চোট রয়েছে হুগো বোমাসের। নর্থ ইস্ট ম্যাচে খেলেননি। হুগোকে নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। গোয়ার বিরুদ্ধে নামানো হল, জয় সূচক গোল করলেন বোমাসই। দলে এত চোট আঘাত নিয়েও একাদশ নামানো এবং তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া দারুণ স্বস্তির। গত ম্যাচে লিগ টেবলের শেষে থাকা নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হার সবুজ মেরুন শিবিরে হতাশার বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল এটিকে মোহনবাগান। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের মাত্র ৯ মিনিটে লিড নেয় সবুজ মেরুন। দিমিত্রি পেত্রাতোসের অনবদ্য গোল।
এটিকে মোহনবাগান ২ (পেত্রাতোস, বোমাস)
এফসি গোয়া ১ (আনোয়ার)
প্রতিপক্ষ যেই হোক, ১ গোলের লিড কখনোই সুরক্ষিত নয়। এটিকে মোহনবাগানও এই বিষয়টি টের পেল। দ্রুত গোল তুলে নিলেও রক্ষণ ভাগ তা ধরে রাখতে ব্যর্থ। ২৫ মিনিটে আনোয়ারের গোলে সমতা ফেরায় এফসি গোয়া। ১-১ স্কোর লাইনে বিরতিতে যায় দু-দল। দ্বিতীয়ার্ধে আনোয়ারের একটি শট ক্রসবারে লাগে। তার আগেই অবশ্য সবুজ মেরুনকে এগিয়ে দেন হুগো বোমাস। দ্বিতীয় গোলের ক্ষেত্রে ভূমিকা নিলেন সেই পেত্রাতোস। তাঁর সাজানো পাস থেকেই ৫২ মিনিটে গোল হুগো বোমাসের। শেষ দিকে ব্যবধান বাড়ানোর অনবদ্য সুযোগ এসেছিল। যদিও বক্সের মধ্যে থেকেও ফিনিশ করতে ব্যর্থ আশিক কুরুনিয়ান। গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্টের সৌজন্যে পয়েন্ট টেবলে ৩ নম্বরে এটিকে মোহনবাগান। টানা তিনটি জয়ের পর অবশেষে হার এফসি গোয়ার।





