ISL 2022-23: গোয়া ম্যাচের প্রস্তুতিতে এটিকে মোহনবাগান

ATK Mohun Bagan: মোহনবাগানের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে গোয়া। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট এদু বেদিয়াদের ঝুলিতে। ব্রেন্ডন ফার্নান্ডেজ, ইকের, নোয়া সাদাউইরা তৈরি অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে।

ISL 2022-23: গোয়া ম্যাচের প্রস্তুতিতে এটিকে মোহনবাগান
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2022 | 8:47 PM

কলকাতা: জামশেদপুর ম্যাচে জয়ের পর ওডিশা ম্যাচে ড্র, নর্থ ইস্টের কাছে হার। আচমকাই পারফরম্যান্স গ্রাফ নীচে নেমেছে এটিকে মোহনবাগানের। লিগ টেবিলে সবার শেষে থাকা নর্থ ইস্টের কাছে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এটিকে মোহনবাগানের সামনে। ১১ ম্যাচে সবুজ-মেরুনের ঝুলিতে ২০ পয়েন্ট। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মুম্বই সিটি এফসি। হাতে এখনও ৯ ম্যাচ বাকি রয়েছে। লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ গত দু’বারই ফস্কেছে এটিকে মোহনবাগান। বাগান কোচ হুয়ান ফেরান্দো বুঝতে পারছেন পরিস্থিতি ক্রমশ কঠিন হচ্ছে। বুধবার ঘরের মাঠে এফসি গোয়ার সামনে এটিকে মোহনবাগান। যুবভারতী থেকে তিন পয়েন্ট তুলতে মরিয়া সবুজ-মেরুন শিবির। বিস্তারিত TV9Bangla-য়।

অ্যাওয়ে ম্যাচে গোয়ার কাছে ০-৩ গোলে পর্যুদস্ত হয়েছিল এটিকে মোহনবাগান। ঘরের মাঠে এ বার তাই বদলার ম্যাচ সবুজ-মেরুনের কাছে। চোটের জন্য নর্থ ইস্ট ম্যাচে খেলেননি হুগো বোমাস আর মনবীর সিং। হাতে চোট রয়েছে বোমাসের। পায়ে চোট মনবীরের। গোয়া ম্যাচেও এই দুই ফুটবলারকে পাওয়া নিয়ে সংশয়। নর্থ ইস্ট ম্যাচে চোট পেয়েছিলেন দীপক টাঙরি। গোয়ার বিরুদ্ধে তাঁর খেলা নিয়েও সংশয় রয়েছে। চোটের কারণে আগেই আইএসএল থেকে ছিটকে গিয়েছেন জনি কাউকো। তাঁর অভাব ভালোই টের পাচ্ছেন ফেরান্দো। গোয়া ম্যাচের দু’দিন আগে বিকেলে ক্লোজড ডোর অনুশীলনই করল এটিকে মোহনবাগান।

মোহনবাগানের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে গোয়া। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট এদু বেদিয়াদের ঝুলিতে। ব্রেন্ডন ফার্নান্ডেজ, ইকের, নোয়া সাদাউইরা তৈরি অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে। বড়দিন কাটিয়ে বর্ষবরণের মেজাজে ফুটবলাররাও। ফেস্টিভ মুডে ঢুকে পড়েছেন প্রত্যেকেই। যদিও ম্যাচের বাইরে এই মুহূর্তে কোনও কিছু নিয়েই ভাবছেন না দুই দলের কোচ। বুধবারের ম্যাচে গোয়াকে হারিয়ে ফের ট্র্যাকে ফিরতে মরিয়া এটিকে মোহনবাগান।