ISL 2022-23: যুবভারতীতে মধুর প্রতিশোধ, চ্যাম্পিয়নের স্বপ্নে বুঁদ প্রীতম, বিশালরা
ATK Mohun Bagan : ম্যাচের পর অধিনায়ক প্রীতম কোটাল যাবতীয় কৃতিত্ব দিলেন সতীর্থদের। তাঁর মুখে শোনা গেল টিম এটিকে মোহনবাগানের কথা। ৮ বছর আগে আই লিগ জিতেছিলেন সবুজ-মেরুন জার্সিতে। কান্তিরাভায় বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে শেষ ম্যাচে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। ৮ বছর পর এ বার আইএসএল ফাইনালে বাগানের প্রতিপক্ষ সুনীলরা।
কলকাতা: একেই বলে মধুর প্রতিশোধ। গত বছর যে হায়দরাবাদের কাছে হেরে আইএসএল ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছিল মোহনবাগানের, এ বার সেই হায়দরাবাদকে হারিয়েই আইএসএলের ফাইনালে সবুজ-মেরুন শিবির। একেবারে কড়ায় গণ্ডায় হিসেব চুকোলেন ফেরান্দো। অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল মোহনবাগান। হোম ম্যাচে মানোলো মার্কুয়েজের দলকে হারিয়ে আইএসএলের ফাইনালে গঙ্গাপারের ক্লাব। দু’বছর পর আবার আইএসএল ফাইনাল খেলবেন প্রীতম কোটাল, শুভাশিস বসুরা। দু’বছর আগে মুম্বই সিটি এফসির কাছে ফাইনাল হারতে হয়েছিল মোহনবাগান। এ বার সামনে বেঙ্গালুরু এফসি। ৮ বছর আগে কান্তিরাভায় এই সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ড্র করেই আই লিগ জিতেছিল সবুজ-মেরুন ব্রিগেড। প্রথম আইএসএল জয়ের ক্ষেত্রেও এ বারে বাধা সেই বেঙ্গালুরু এফসি। সপ্তাহের প্রথম দিনও যুবভারতীর গ্যালারি জুড়ে সবুজ-মেরুন ঝড়। বিস্তারিত TV9Bangla-য়।
টাইব্রেকারে হায়দরাবাদের দুটো শট আটকে ম্যাচের নায়ক বাগান গোলকিপার বিশাল কাইথ। এ বছর গোল্ডেন গ্লাভস পেয়েছেন বিশাল। ১২ টা ম্যাচ ক্লিনশিট রেখেছেন। টাইব্রেকারেও স্নায়ুর চাপ ধরে রাখলেন মোহনবাগানের গোলকিপার। ম্যাচের পর সমর্থকদের কৃতিত্ব জানাতে ভুললেন না হিমাচল প্রদেশের গোলকিপার। পজিটিভ মানসিকতা নিয়ে মাঠে নেমেই টাইব্রেকারে হিরো বনে গেলেন বিশাল।
ম্যাচের পর অধিনায়ক প্রীতম কোটাল যাবতীয় কৃতিত্ব দিলেন সতীর্থদের। তাঁর মুখে শোনা গেল টিম এটিকে মোহনবাগানের কথা। ৮ বছর আগে আই লিগ জিতেছিলেন সবুজ-মেরুন জার্সিতে। কান্তিরাভায় বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে শেষ ম্যাচে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। ৮ বছর পর এ বার আইএসএল ফাইনালে বাগানের প্রতিপক্ষ সুনীলরা। তবে এ বার সেই দলে আছেন রয় কৃষ্ণা, প্রবীর দাস, সন্দেশ ঝিঙ্গানের মতো ফুটবলাররা। যাঁরা সবুজ-মেরুন জার্সিতেও খেলেছেন গত বছর। লড়াইটা কঠিন হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাগান শিবির। বাগান অধিনায়ক প্রীতম মুখিয়ে আছেন গোয়ায় সবুজ-মরুন জনতার মুখে হাসি ফোটাতে।
ম্যাচের আগে থেকেই সারি সারি ম্যাটাডোর, গাড়ি ভিড় জমাচ্ছিল বাইপাস চত্বরে। সোমবার, কাজের প্রথম দিন। ফুটবলপাগল শহর সব কিছু ভুলে পাড়ি দেয় যুবভারতীতে। সবুজ-মেরুন জনতার ঠিকানা একটাই, যুবভারতীর গ্যালারি। ম্যাচ শুরুর অনেক আগে থেকেই প্রীতম, শুভাশিসদের জন্য স্লোগান তুলতে থাকেন সমর্থকরা। হুগো বোমাস, কার্ল ম্যাকহিউ, দিমিত্রি পেত্রাতোসরা সেই মান রাখলেন। এ বার ঠিকানা গোয়া। শনিবার আইএসএলের ফাইনাল ফাতোরদা স্টেডিয়ামে। কলকাতা থেকে গোয়ার দূরত্ব কয়েক হাজার কিলোমিটার। সবুজ-মেরুন জনতা তৈরি সেই পথ অতিক্রম করে প্রথম আইএসএল জয়ের স্বাদ নিতে।