ISL 2022-23: চেন্নাইকে হারিয়ে শীর্ষে ওঠার আশা বাঁচিয়ে রাখতে চায় সবুজ-মেরুন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 21, 2023 | 1:42 PM

ATK Mohun Bagan vs Chennaiyin FC: মোহনবাগান যখন লিগ টেবিলের শীর্ষস্থানে ওঠার অঙ্ক কষছে, চেন্নাইয়ের লক্ষ্য প্রথম ছয়।

ISL 2022-23: চেন্নাইকে হারিয়ে শীর্ষে ওঠার আশা বাঁচিয়ে রাখতে চায় সবুজ-মেরুন
Image Credit source: Twitter

Follow Us

চেন্নাই: লিগ টেবিলের শীর্ষে যাওয়ার আশা এখনও বেঁচে রয়েছে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো অন্তত তেমনটাই মনে করেন। ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান। শনিবার অ্যাওয়ে ম্যাচে সবুজ-মেরুনের সামনে চেন্নাইয়িন এফসি। লিগ টেবিলের আট নম্বরে রয়েছে চেন্নাই (Chennaiyin FC)। ১৩ ম্যাচে ঝুলিতে ১৬ পয়েন্ট। মোহনবাগান যখন লিগ টেবিলের শীর্ষস্থানে ওঠার অঙ্ক কষছে, চেন্নাইয়ের লক্ষ্য প্রথম ছয়। শেষ চার ম্যাচে জয় পায়নি অনিরুদ্ধ থাপা, স্লিসকোভিচের টিম। ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ চেন্নাইয়ের সামনে (ISL 2022-23)। অন্য দিকে, এটিকে মোহনবাগানে গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে দাপুটে পারফর্ম করেও, খালি হাতে মাঠ ছেড়েছে। ম্যাচ প্রিভিউ TV9 Bangla-য়।

মুম্বইয়ের বিরুদ্ধে চোট পেয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস। বাগান কোচ শনিবারই ঠিক করবেন তাঁকে খেলাবেন কিনা। মুম্বই ম্যাচে মাঠে নেমেছিলেন নবাগত গ্যালেগো। চেন্নাইয়ের বিরুদ্ধে শুরু থেকেই উরুগুয়ের ফুটবলারকে মাঠে নামাতে পারেন বাগানের স্প্যানিশ কোচ। ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগের মগডালে মুম্বই সিটি এফসি। বাগানের চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে। যদিও দুটো ম্যাচ কম খেলেছেন প্রীতমরা। অঙ্কের বিচারে এখনও শীর্ষে ওঠার সুযোগ আছে সবুজ-মেরুনের। কোচ ফেরান্দোর গলাতেও সেই একই সুর।

শেষ তিন ম্যাচেই গোল হজম করেছে এটিকে মোহনবাগান। যা অবশ্যই দুশ্চিন্তায় রাখছে সবুজ-মেরুন থিঙ্ক ট্যাঙ্ককে। সার্বিয়ান স্টপার স্লাভকো দামজানোভিচ গত ম্যাচে বেঞ্চেই ছিলেন। যদিও দলে খুব একটা পরিবর্তন আনতে চাইছেন না বাগান কোচ। চোটের কারণে অনেকদিন মাঠের বাইরে মনবীর সিং। চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন পঞ্জাব তনয়। স্ট্রাইকিং ফোর্সে সমস্যা মেটাতে মনবীরকেও পরখ করার ভাবনা রয়েছে ফেরান্দোর।

জনি কাউকো চোট পেয়ে আইএসএল থেকে ছিটকে যাওয়ার পর থেকে হোল্ডিং মিডফিল্ডারের অভাবে ভুগছে এটিকে মোহনবাগান। মাঝখানে একটা শূন্যস্থান তৈরি হচ্ছে। সেটারই ফায়দা তুলছে বিপক্ষের দলগুলি। হুগো বোমাস মাঝমাঠে দাপিয়ে খেললেও, কার্যকরী ভূমিকা নিতে ব্যর্থ। মুম্বইয়ের বিরুদ্ধে একগুচ্ছ গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি ফুটবলাররা। লিস্টন কোলাসোও গোলের মুখ দেখতে পারছেন না। যা অবশ্যই ভাবাচ্ছে ফেরান্দোকে। তবে একটা জয়ই পারে দলের মনোবল পাল্টে দিতে। একটা জয়েই লিগ টেবিলের অবস্থান বদলে যেতে পারে। অঙ্কের বিচারে লিগের শীর্ষে ওঠার আশাকে এত সহজে দূরে ঠেলতে চান না শুভাশিসরা।

চেন্নাইয়ের ডেরায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার ভাবনা ফেরান্দোর। শুরুতেই গোল তুলে নিয়ে রক্ষণে চাপ কমাতে চায় মোহনবাগান। একই সঙ্গে ম্যাচ জিতে টেবিলে নিজেদের অবস্থানও মজবুত করতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড।

Next Article
Cristiano Ronaldo: রাঁধুনি খুঁজছেন রোনাল্ডো, মাস মাইনে কত জানেন?
Dani Alves: যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস