AFC CUP: নকআউটের পথ প্রশস্ত করতে চান রয় কৃষ্ণারা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 20, 2021 | 5:30 PM

ATK Mohun Bagan vs Maziya Sports and Recreation preview: শনিবার হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে মাজিয়া। তাই ঘরের মাঠে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে মরণ কামড় দেওয়ার চেষ্টায় পোজো ব্ল্যাঙ্কো-স্টুয়ার্টরা।

AFC CUP: নকআউটের পথ প্রশস্ত করতে চান রয় কৃষ্ণারা
AFC CUP: নকআউটের পথ প্রশস্ত করতে চান রয় কৃষ্ণারা

Follow Us

মলদ্বীপ: এএফসি কাপ (AFC Cup) অভিযানেই রয় কৃষ্ণারা বুঝিয়ে দিয়েছেন এ বারের টুর্নামেন্টে তারাই অন্যতম ফেভারিট। শনি রাতে সবুজ-মেরুনের প্রতিপক্ষ মলদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন (Maziya Sports and Recreation)। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে হুগো বোমাসরা। বেঙ্গালুরুর বিরুদ্ধে মসৃণ জয়ই মনোবল বাড়িয়ে দিয়েছে প্রীতমদের। শনিবার জিতলেই নক আউটের পথ অনেকটা প্রশস্ত হবে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। স্প্যানিশ কোচ হাবাস তাই ৩ পয়েন্ট তুলে কয়েক কদম এগিয়ে থাকতে চাইছেন।

মলদ্বীপের মাজিয়া স্পোর্টস টুর্নামেন্ট শুরুর প্রথম ম্যাচেই হারের মুখ দেখেছে। বাংলাদেশের বসুন্ধরা কিংসের কাছে ০-২ গোলে হেরেছে রিস্তো ভিদাকোভিচের ছেলেরা। শনিবার হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে মাজিয়া। তাই ঘরের মাঠে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে মরণ কামড় দেওয়ার চেষ্টায় পোজো ব্ল্যাঙ্কো-স্টুয়ার্টরা। ৪ বছর আগে এএফসি কাপের ম্যাচে শেষ বার মুখোমুখি হয়েছিল দুই প্রতিপক্ষ। তখন অবশ্য এটিকের সঙ্গে গাঁটছড়া বাঁধেনি মোহনবাগান। যদিও শেষ সাক্ষাৎটা মোটেও সুখকর ছিল না সবুজ-মেরুনের। মলদ্বীপের মাঠে মাজিয়ার কাছে ২-৫ গোলে হারতে হয়েছিল মোহনবাগানকে। মুখোমুখি সাক্ষাৎকারেও ২-১ এগিয়ে রয়েছে মলদ্বীপের ক্লাব দলটি। তবে অতীতের পরিসংখ্যান মাথায় রাখতে চাইছেন না হাবাস। এই সবুজ-মেরুন ব্রিগেড অনেক শক্তিশালী।

বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচেই নজর কেড়েছেন হুগো বোমাস। বাগান জার্সিতে অভিষেকেই হাবাসকে স্বস্তি দিয়েছেন ফরাসি মিডিও। রয় কৃষ্ণাও ছন্দে আছেন। সন্দেশ না থাকলেও রক্ষণে ভরসা দিয়েছেন ম্যাকহিউ-সুমিতরা। সবুজ-মেরুনের আত্মবিশ্বাসও তুঙ্গে। সেটাকে হাতিয়ার করেই গ্রুপের দ্বিতীয় ম্যাচ জিতে তরতরিয়ে এগিয়ে যেতে তৈরি পালতোলা নৌকা।

আরও পড়ুন: AFC CUP : জয়ের পর কি বললেন কৃষ্ণা?

Next Article