ATK Mohunbagan: তিন বছরের চুক্তিতে তরুণ গোলরক্ষককে রাখল এটিকে মোহনবাগান
ভরসা রাখেন এটিকে মোহনবাগানের হেড কোচ হুয়ান ফেরান্দো।
কলকাতা: হাতে গোনা ম্যাচ খেললেও ভরসা দিয়েছেন তরুণ গোলরক্ষক আর্শ আনোয়ার (Arsh Anwar)। ভবিষ্যতের কথা ভেবে তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। এদিন এটিকে মোহনবাগানের তরফে জানানো হয়, তিন বছরের চুক্তিতে রেখে দেওয়া হল বছর ১৯-র গোলরক্ষক আর্শ আনোয়ারকে। সম্প্রতি যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের গ্রুপ পর্বে অনবদ্য পারফর্ম করেছেন এই তরুণ গোলরক্ষক। প্রাথমিক পর্বে ২ ম্যাচ খেলেছিলেন আর্শ। তাঁর উপর ভরসা রাখেন এটিকে মোহনবাগানের হেড কোচ হুয়ান ফেরান্দো। কোচের ভরসার মর্যাদা রেখেছিলেন আর্শও। এক ম্যাচে ক্লিনশিট রাখেন আর্শ। অনুশীলনে নিয়মিত নজর কেড়েছিলেন। বাংলাদেশের বসুন্ধরা ক্লাব এবং মলদ্বীপের মাজিয়া এফসির বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করেন এই গোলরক্ষক। অনবদ্য কিছু সেভ, সবুজ মেরুন সমর্থকদেরও ভরসা জিতেছিলেন আর্শ। তাঁকে আরও সুযোগ দিলে এবং উন্নতমানের পরিকাঠামোয় অনুশীলনের সুযোগ পেলে তাঁকে ভবিষ্যতে আরও ভালো গোলরক্ষক গড়ে তোলা যাবে। তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে এমনই ভাবনা প্রকাশ পেয়েছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের।
সেপ্টেম্বরে এএফসি কাপের সেমিফাইনাল খেলবে এটিকে মোহনবাগান। দল গুছিয়ে নেওয়ার দিক থেকে অনেকটাই এগিয়ে তারা। রক্ষণ মজবুত করতে এশিয় কোটায় সই করানো হয়েছে অস্ট্রেলিয়ার এ লিগে খেলা সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিলকে। সই করিয়েছে এটিকে মোহনবাগান। তবে সবচেয়ে বড় চমক দিয়েছিল তারপরই। বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলার পল পোগবার দাদা ফ্লোরেন্তিন পোগবাকে সই করায় এটিকে মোহনবাগান। ডিফেন্সের অন্যতম ভরসা হতে চলেছেন ফ্লোরেন্তিন। তাঁর অভিজ্ঞতও প্রচুর। ফরাসি লিগে প্রথম, দ্বিতীয় ডিভিশনে খেলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারেও খেলার অভিজ্ঞতা রয়েছে ফ্লোরেন্তিন পোগবার। তিনি নিজেও বলেছেন, সমস্ত অভিজ্ঞতা দিয়ে এটিকে মোহনবাগানের সতীর্থদের সঙ্গে মিলে দলকে সাফল্য দেওয়ার চেষ্টা করবেন ফ্লোরেন্তিন।