AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durand Cup 2022: গেমচেঞ্জার গ্যামার, আই লিগের ক্লাবের কাছে হার এটিকে মোহনবাগনের

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই এগিয়ে যায় এটিকে মোহনবাগান। সবুজ মেরুন জার্সিতে অভিষেক ম্যাচেই গোল আশিক কুরুনিয়ানের। দল জিতল না যদিও।

Durand Cup 2022: গেমচেঞ্জার গ্যামার, আই লিগের ক্লাবের কাছে হার এটিকে মোহনবাগনের
মোহনবাগানকে এগিয়ে দেওয়ার পর কিয়ানকে ঘিরে উচ্ছ্বাস। আনন্দ দীর্ঘস্থায়ী হল না।Image Credit: TWITTER
| Edited By: | Updated on: Aug 20, 2022 | 8:27 PM
Share

কলকাতা : ঐতিহ্যের ডুরান্ড কাপে (Durand Cup 2022) অঘটনে অভিযান শুরু করল এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেডের কাছে শেষ মুহূর্তের গোলে হার। এই প্রতিযোগিতায় মোহনবাগানের সাফল্য ঈর্ষণীয়। ১৬ বার চ্যাম্পিয়ন। ইস্টবেঙ্গলের সঙ্গে যুগ্মসেরা পারফরম্যান্স। ফাইনাল খেলেছে ২৮ বার। স্বাভাবিক ভাবেই এবারের টুর্নামেন্টেও মোহনবাগানের কাছে বাড়তি প্রত্যাশা থাকবে সমর্থকদের কাছে। যে কোনও প্রতিযোগিতার প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ। প্রতিটা কোচের মতো এটিকে মোহনবাগানের হুয়ান ফেরান্দোও স্বীকার করে নিয়েছিলেন। আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেডের (Rajasthan United FC) বিরুদ্ধে শুরুতে এলোমেলো। গুছিয়ে নিতে সময় লাগল এটিকে মোহনবাগানের। দু’বার এগিয়ে গিয়েও গোল খাওয়ার অস্বস্তি। শেষ মুহূর্তে গোল খেয়ে হার।

অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে দল সাজিয়েছিলেন এটিকে মোহনবাগান কোচ। গোলে তরুণ অর্শ আনোয়ার। শুরু থেকেই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করে এটিকে মোহনবাগান। রাজস্থান গোলরক্ষক নীরজ কুমার অনবদ্য দক্ষতায় বেশ কিছু গোল বাঁচান। অবশেষে ৪৩ মিনিটে গোলের খাতা খোলে মোহনবাগান। সৌজন্যে গত মরসুমে বড় ম্যাচের নায়ক কিয়ান নাসিরি। আশিক কুরুনিয়ানের ক্রস, ট্যাপ ইনে গোল করেন কিয়ান। গোল করার কিছুক্ষণের মধ্যে গোল হজমও করল এটিকে মোহনবাগান। প্রথমার্ধের ইনজুরি সময়ে সমতা ফেরাল রাজস্থান। গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে। গোল করার পর মনসংযোগে ব্যঘাত ঘটে মোহনবাগান রক্ষণের। তারই সুযোগ নিল রাজস্থান ইউনাইটেড। বাঁ-দিক থেকে উইলিয়ামের ক্রস। গোলের সামনে বল পেয়ে ভুল করেনননি বেকতুর।

এটিকে মোহনবাগান ২ (কিয়ান, আশিক)

রাজস্থান ইউনাইটেড ৩ (বেকতুর, রেমসাঙ্গা, গ্যামার)

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই এগিয়ে যায় এটিকে মোহনবাগান। সবুজ মেরুন জার্সিতে অভিষেক ম্যাচেই গোল আশিক কুরুনিয়ানের। প্রথম গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করেছিলেন, এবার দলকে ফের ২-১ এগিয়ে দেন তিনি। এই গোলও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এটিকে মোহনবাগান। ৬১ মিনিটে ফের সমতা ফেরায় রাজস্থান ইউনাইটেড। গেল করেন রেমসাঙ্গা। ম্যাচের শেষ ১০ মিনিট ঘটনা বহুল হয়ে থাকল। জয়ের লক্ষ্যে মরিয়া চেষ্টা এটিকে মোহনবাগানের। কিয়ান নাসিরির একটি শট ক্রস বারে লাগে। গোল বক্সের সামনে আনমার্কড থেকে বল বারের অনেক উপর দিয়ে মারলেন মনবীর সিং। সহকারী রেফারির সঙ্গে সমস্যার জেরে হলুদ কার্ড দেখেন হুয়ান ফেরান্দো। ছন্দ হারাল এটিকে মোহনবাগানও। পাঁচ মিনিট সংযুক্তি সময়। শেষ মুহূর্তে গ্যামার নিকুমের গোল। এটিকে মোহনবাগান শিবিরে বড় রকমের ধাক্কা। ইনজুরি সময়ে কাউন্টার অ্যাটাকে গোল রাজস্থানের।