TV9 বাংলা ডিজিটাল: অরিন্দম ভট্টাচার্যের সোনালি হাতে মূল্যবান ১ পয়েন্ট ঘুরে তুলল এটিকে মোহনবাগান। ব্যাম্বোলিমে চেন্নাইয়ান এফসির সঙ্গে গোলশূন্য ড্র করল এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণা-ডেভিড উইলিয়ামসদের বিজয়রথ থামিয়ে দিলেন সিপোভিচ-সাবিয়ারা। এটিকে মোহনবাগানের অতন্দ্রপ্রহরী অরিন্দম ভট্টাচার্যের সৌজন্যে বছরের শেষ ম্যাচে খালি হাতে ফিরতে হল না হাবাসকে। ব্যাম্বোলিমে সবুজ-মেরুনের তিনকাঠির নীচে এদিন দুর্ভেদ্য হয়ে ওঠেন অরিন্দম।
খেলার শুরুতেই ক্রিভেলারোর শট রুখে দেন এটিকে মোহনবাগান গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। ৫ মিনিটেই এগিয়ে যেতে পারত চেন্নাইয়ান এফসি। অফসাইড ট্র্যাপ করতে গিয়ে বিপদে পড়ে যান তিরি-সন্দেশরা। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে ক্রিভেলারোর নিশ্চিত গোল বাঁচান সবুজ-মেরুন গোলরক্ষক। ৩ মিনিট বাদে লালরিনজোয়ালা ছাংতের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। খেলার ২০ মিনিটে গোলের সুযোগ হারান রয় কৃষ্ণা। ২৮ মিনিটে ডেভিড উইলিয়ামসকে বক্সে ট্যাকল করেন চেন্নাইয়ান এফসির ডিফেন্ডার। এটিকে মোহনবাগানের পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি । ৪৪ মিনিটে সিপোভিচের শট তালুবন্দি করেন অরিন্দম।
An exciting goalless draw at Bambolim ends with the points shared! ?#ChennaiyinFC 0-0 #ATKMohunBagan #JoyMohunBagan #CFCATKMB #Mariners #IndianFootball pic.twitter.com/Et2zgepTfj
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 29, 2020
দ্বিতীয়ার্ধের শুরুতে ফের এটিকে মোহনবাগানের রক্ষাকর্তা হয়ে ওঠেন অরিন্দম ভট্টাচার্য। ছাংতের দুরন্ত শট রুখে দেন অরিন্দম। ৬৩ মিনিটে ক্রিভেলারোকে ফাউল করে হলুদ কার্ড দেখেন প্রণয় হালদার। ফ্রিকিক থেকে ব্রাজিলিয়ান মিডিও মেমোর জোরালো শট বাঁচিয়ে দেন অরিন্দম। এরপরই চোট পেয়ে মাঠ ছাড়েন চেন্নাইয়ান এফসির অধিনায়ক ক্রিভেলারো। মনবীরকে তুলে প্রবীর দাসকে নামিয়ে আক্রমণে জোর দেন হাবাস। এরই সঙ্গে প্রণয় হালদারের পরিবর্তে জয়েশ রানেকেও মাঠে নামান স্প্যানিশ কোচ। ৭৯ মিনিটে ফের এটিকে মোহনবাগানের তিন কাঠির নীচে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন অরিন্দম ভট্টাচার্য। চেন্নাইয়ান এফসির রেগান সিংয়ের দুরূহ শট রুখে দেন এই বঙ্গতনয়। ৮৬ মিনিটে ফের সুযোগ নষ্ট করেন রয় কৃষ্ণা। শুভাশিস বসুর মাপা ক্রস গোলে ঠেলতে ব্যর্থ হন হাবাসের দলের এক নম্বর স্ট্রাইকার।
আরও পড়ুন:বুধবার থেকে লাল-হলুদ অনুশীলনে ব্রাইট
রয় কৃষ্ণাকে এদিন বোতলবন্দি করে রাখেন চেন্নাইয়ান এফসির ডিফেন্ডার সিপোভিচ। সবুজ-মেরুনের রক্ষণে এদিন ফাঁকফোকরও দেখা গেল। তবে অরিন্দম ভট্টাচার্যের সোনালী হাতই নিশ্চিত পতনের হাত থেকে রক্ষা করল হাবাসের দলকে। ম্যাচের সেরাও হন অরিন্দম। ড্রয়ের সুবাদে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল এটিকে মোহনবাগান।