
ব্রিসবেন : ছেলেদের ফুটবল বিশ্বকাপে এমন সাফল্য নেই অস্ট্রেলিয়ার (Australia Football)। যা করে দেখাল মেয়েরা। প্রথম বার মেয়েদের ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল অস্ট্রেলিয়া। ব্রিসবেনের সান কর্প স্টেডিয়ামে ৫০ হাজার দর্শকদের উপস্থিতিতে অস্ট্রেলিয়া বনাম ফ্রান্স মেয়েদের বিশ্বকাপের (Fifa Women’s World Cup 2023) কোয়ার্টার ফাইনাল ম্য়াচ। শক্তিমত্তা ও ব়্যাঙ্কিং–উভয়েই ফ্রান্সের থেকে পিছিয়ে ছিল অস্ট্রেলিয়া। তা সত্ত্বেও নির্ধারিত সময়ে গোল করতে ব্যর্থ কিলিয়ান এমবাপের দেশের মেয়েরা। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ম্যাচ ছিল গোলশূন্য। টাইব্রেকারেও চলেছে রুদ্ধশ্বাস লড়াই। ৩-৩ হওয়ার পর সাডেন ডেথ। সেখানে ৭-৬ ব্যবধানে ম্যাচ জিতে শেষ চারের টিকিট পেয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
পেনাল্টি শুটআউটে প্রথম শটেই গোল করে অস্ট্রেলিয়া। ফ্রান্স প্রথম শট মিস করে যায়। এরপর দ্বিতীয় শট মিস করে অজিরা। প্রথমটি মিস করলেও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শটে গোল করে ফ্রান্স। চতুর্থ শট শেষে স্কোর ছিল ৩-৩। পঞ্চম শটেই নির্ধারিত হয়ে যেতে পারত ম্যাচের ফয়সালা। কিন্তু ম্যাচটি আরও রোমাঞ্চকর হয়ে ওঠে যখন পঞ্চম শট মিস করে যায় দুটি দলই। এরপর দুটি দলই আরও পাঁচটা করে শট নিয়েছে। শেষমেশ ম্যাচের ফয়সালা হল দশম শটে। পরের তিন শটে উভয় দলই গোল করে। আবার নবম শটে দুটি টিমই মিস করে যায়। দশম প্রচেষ্টায় ফ্রান্সের নাওমি ফেলার শট লক্ষ্যভ্রষ্ট হয়। সাডেন ডেথে দুটি শট মিস করে সেমিফাইনাল হাতছাড়া করেছে ফ্রান্স। অস্ট্রেলিয়ার কোর্টনি ভাইন গোল করে নায়ক হয়ে গেলেন। টাইব্রেকার ও সাডেন ডেথে চারটি শট বাঁচান অস্ট্রেলিয়ার গোলকিপার ম্যাকেঞ্জি আর্নল্ড।
🇦🇺✨#FIFAWWC | #BeyondGreatness pic.twitter.com/p8O3dVS1zS
— FIFA Women’s World Cup (@FIFAWWC) August 12, 2023
আগামী ১৬ অগস্ট অর্থাৎ বুধবার সেমিফাইনাল ম্যাচ নামবে অস্ট্রেলিয়া। তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড বনাম কলম্বিয়া ম্য়াচের বিজয়ী দলের বিরুদ্ধে। সেমিফাইনালে ওঠা বাকি দলগুলি হল সুইডেন এবং স্পেন।