কলকাতা: শহরে এসেই বোমা ফাটালেন বাইচুং ভুটিয়া। চুক্তি জট ইস্যুতে ইস্টবেঙ্গল কর্তাদের ‘অপেশাদার’ বললেন বাইচুং। পিকে বন্দ্যোপাধ্যায়ের বই প্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন পাহাড়ি বিছে। অনুষ্ঠান থেকে বেরিয়ে লাল-হলুদ কর্তাদের একহাত নিলেন বাইচুং।
প্রাক্তন ভারত অধিনায়ক মনে ইস্টবেঙ্গলের এখন আইএসএল নিয়ে ভাবা উচিত। তিনি বলেন, ‘শ্রী সিমেন্টের টার্মশিটে সই করার পর মূল চুক্তিপত্রে সই করছে না কর্তারা। নানা রকম দাবি তুলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গত বছর ইনভেস্টর পেয়ে আইএসএল খেলেছিল ইস্টবেঙ্গল। শ্রী সিমেন্টের টার্মশিটে সই করার সময় ভাবা উচিত ছিল কর্তাদের। এখন মূল চুক্তিপত্রে সই করতে ঢিলেমি করছে তারা। এ রকম অপেশাদারিত্ব দেখানো উচিত হয়নি ক্লাবের।’
বাইচুং বলেন, ‘গত বছর তাড়াহুড়ো করে আইএসএল খেলেছিল ইস্টবেঙ্গল। তখন আমি বারণ করেছিলাম। এ ভাবে তাড়াহুড়ো না করে ভালো টিম গড়ে এ বছর আইএসএল খেলার কথা বলেছিলাম। চুক্তি জটে ফুটবলার রিক্রুটমেন্টের কাজও থমকে আছে। আবারও কোনও মতে একটা টিম তৈরি হবে।’
কলকাতা: শহরে এসেই বোমা ফাটালেন বাইচুং ভুটিয়া। চুক্তি জট ইস্যুতে ইস্টবেঙ্গল কর্তাদের ‘অপেশাদার’ বললেন বাইচুং। পিকে বন্দ্যোপাধ্যায়ের বই প্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন পাহাড়ি বিছে। অনুষ্ঠান থেকে বেরিয়ে লাল-হলুদ কর্তাদের একহাত নিলেন বাইচুং।
প্রাক্তন ভারত অধিনায়ক মনে ইস্টবেঙ্গলের এখন আইএসএল নিয়ে ভাবা উচিত। তিনি বলেন, ‘শ্রী সিমেন্টের টার্মশিটে সই করার পর মূল চুক্তিপত্রে সই করছে না কর্তারা। নানা রকম দাবি তুলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গত বছর ইনভেস্টর পেয়ে আইএসএল খেলেছিল ইস্টবেঙ্গল। শ্রী সিমেন্টের টার্মশিটে সই করার সময় ভাবা উচিত ছিল কর্তাদের। এখন মূল চুক্তিপত্রে সই করতে ঢিলেমি করছে তারা। এ রকম অপেশাদারিত্ব দেখানো উচিত হয়নি ক্লাবের।’
বাইচুং বলেন, ‘গত বছর তাড়াহুড়ো করে আইএসএল খেলেছিল ইস্টবেঙ্গল। তখন আমি বারণ করেছিলাম। এ ভাবে তাড়াহুড়ো না করে ভালো টিম গড়ে এ বছর আইএসএল খেলার কথা বলেছিলাম। চুক্তি জটে ফুটবলার রিক্রুটমেন্টের কাজও থমকে আছে। আবারও কোনও মতে একটা টিম তৈরি হবে।’