Lionel Messi : মেসি বার্সেলোনায় ফিরছেন? কোচ জাভি বলছেন, ‘৯৯ শতাংশ’

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 01, 2023 | 5:34 AM

Barcelona Coach Xavi : মেসি প্রসঙ্গে নানা কথার পর জাভি বলেন, ‘প্রতিষ্ঠানের তরফে বলতে পারি, ও ফিরলে আর্থিক দিক থেকেও অনেক লাভ হবে। বার্সোলোনা সমর্থকরাও মুখিয়ে রয়েছেন ফের গ্যালারিতে মেসি ধ্বনির জন্য। সবটাই নির্ভর করছে মেসির ওপর। আমি বলব, সম্ভাবনা ৯৯ শতাংশ।’

Lionel Messi : মেসি বার্সেলোনায় ফিরছেন? কোচ জাভি বলছেন, ৯৯ শতাংশ
Image Credit source: twitter

Follow Us

বার্সেলোনা : লিওনেল মেসির পরবর্তী ঠিকানা কোথায়? এই নিয়ে আলোচনার শেষ নেই। কাতার বিশ্বকাপের আগে থেকেই এই নিয়ে চর্চা চলছিল। যদিও লিও মেসির নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জিততেই পিএসজির কর্নধার জানিয়ে দেন, মেসি পিএসজিতেই থাকছেন। এ মাসেই মেসির সঙ্গে পিএসজির চুক্তি শেষ হচ্ছে। মেসির সঙ্গে চুক্তি নবীকরণ করেনি পিএসজি। ক্লাবকে না জানিয়ে সৌদি আরব যাওয়ার কারণে মেসিকে সম্প্রতি নির্বাসিতও করেছিল পিএসজি। মেসির সৌদি আরব ভ্রমণ নিয়ে নানা দিকও উঠে এসেছে। কাতার বিশ্বকাপের পর সৌদির ক্লাব আল নাসেরে যোগ দেন বিশ্ব ফুটবলের অন্যতম তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাহলে কি রোনাল্ডো এবং মেসি একই লিগে খেলবেন নতুন মরসুমে? এর মাঝে অবশ্য নাম ভাসছে মেসির বার্সেলোনায় ফেরার বিষয়টিও। বার্সেলোনা কোচ জাভি হার্নান্ডেজের কথায় সেই সম্ভাবনা জোরালো হল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-র এই প্রতিবেদনে।

মেসি এবং বার্সেলোনা। এই সম্পর্ক কোনও দিনই শেষ হওয়ার মতো নয়। সকলের কল্পনার বাইরেও বলা যায়। যদিও এই বাক্য অতীত। লিও মেসি বাধ্য হয়েছিলেন বার্সেলোনা ছাড়তে। তেমনই বার্সেলোনাও বাধ্য হয়েছিল মেসিকে ছাড়তে। চোখের জলে বার্সেলোনা ছেড়েছিলেন লিও। লা লিগা এবং বার্সেলোনার আর্থিক নিয়মে এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল। তাহলে কি ফের বার্সেলোনায় ফিরছেন মেসি! নাকি সৌদি আরবের লিগে খেলতে দেখা যাবে তাঁকে! স্প্যানিশ মিডিয়ায় খবর বলছে, মেসি বার্সেলোনায় ফিরতে পারেন।

একটি সাক্ষাৎকারে নানা বিষয়েই কথা বলেছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্ডেজ। মেসির ফেরার সম্ভাবনা প্রসঙ্গে বলছেন, ‘এই সিদ্ধান্ত ওর ওপরই নির্ভর করছে। আমরা ওকে ফেরানোর সবরকম চেষ্টা করব। পরিস্থিতি খুবই ভালো। ফুটবলের দিক থেকে বলতে পারি, ওর এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে। এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু ওকে ফেরাতে গেলে নানা শর্তাবলী রয়েছে, ব্যক্তিগত এবং আর্থিক দিক থেকেও।’ মেসি প্রসঙ্গে নানা কথার পর জাভি বলেন, ‘প্রতিষ্ঠানের তরফে বলতে পারি, ও ফিরলে আর্থিক দিক থেকেও অনেক লাভ হবে। বার্সোলোনা সমর্থকরাও মুখিয়ে রয়েছেন ফের গ্যালারিতে মেসি ধ্বনির জন্য। সবটাই নির্ভর করছে মেসির ওপর। আমি বলব, সম্ভাবনা ৯৯ শতাংশ।’

Next Article