Leroy Sané: বাম ঊরুতে চোট, বিশ্বকাপের আগে মাঠের বাইরে লেরয় সানে

বাম ঊরুর পেশী ছিঁড়ে ফেলেছেন। আপাতত মাঠে নামতে পারবেন না বায়ার্ন মিউনিখ তারকা লেরয় সানে।

Leroy Sané: বাম ঊরুতে চোট, বিশ্বকাপের আগে মাঠের বাইরে লেরয় সানে
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2022 | 11:53 AM

বার্লিন: গুরুতর চোট পেলেন বায়ার্ন মিউনিখ তারকা লেরয় সানে (Leroy Sané)। রবিবার ফ্রেইবার্গের বিরুদ্ধে বুন্দেশলিগার ম্যাচে নেমেছিল বায়ার্ন (Bayern Munich)। ম্যাচ চলাকালীন বাম ঊরুর পেশী ছিঁড়ে ফেলেছেন। আপাতত মাঠে নামতে পারবেন না তিনি। সোমবারই জানিয়ে দিয়েছে জার্মান ক্লাবটি। তবে সানেকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে এ নিয়ে স্পষ্ট কিছু জানাননি চিকিৎসকরা। দলের তারকা ফরোয়ার্ডের চোট বেশ চিন্তায় রেখেছে জার্মান জায়ান্টদের। আপাতত লেরয়ের সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষা। কীভাবে চোট পেলেন সানে? জানার চেষ্টায় TV9 Bangla

রবিবার বুন্দেশলিগার ম্যাচ ফ্রেইবার্গের বিরুদ্ধে নেমেছিল বায়ার্ন। ম্যাচে ৫-০ গোলে বিপক্ষকে উড়িয়ে দেয় তারা। ১৩ মিনিটেই সার্জ গ্যানাব্রির গোলে এগিয়ে যায় শীর্ষ দলটি। ৩৩ মিনিটে ম্যাক্সিমের আরও একটি গোল। ২-০ ব্যবধানে বিরতিতে যায় দুটি দল। দ্বিতীয়ার্ধে ফ্রেইবার্গের জালে আরও তিনবার বল জড়ায় জার্মান জায়ান্টরা। ম্যাচের ৫২ মিনিটে গোল করেন সানে। বড় ব্যবধানে জয়ের আনন্দের পাশাপাশি সানের চোট নিয়ে চিন্তায় বায়ার্ন মিউনিখ। আপাতত এফসি বায়ার্ন আপাতত লেরয় সানে ছাড়া থাকবে। বুধবার জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বায়ার্ন খেলবে অগসবুর্গের মাঠে। এরপর শনিবার হফেনহাইমের বিরুদ্ধে বুন্দেশলিগার ম্যাচ এবং আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ রয়েছে বার্সেলোনার বিরুদ্ধে।

সানের চোট স্বাভাবিকভাবেই চিন্তায় রেখেছে জার্মানি ফুটবল দলকে। কাতার বিশ্বকাপে জার্মানির জন্য সানে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ফুটবলের শো পিস ইভেন্টের আগে  বায়ার্ন এবং জাতীয় সতীর্থ থমাস মুলার গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ভিক্টোরিয়া প্লজেনের বিরুদ্ধে ম্যাচে খেলেননি। কোচ জুলিয়ান নাগেলসম্যান জানান, মুলারের পিঠে সমস্যা রয়েছে। তিনি ফ্রেইবার্গের বিরুদ্ধেও খেলেননি। জাতীয় দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যের চোট বিশ্বকাপের আগে চাপে রাখবে জার্মানদের, তাতে সন্দেহ নেই।