দোহা: বর্তমান ফুটবলের অন্যতম সেরা গোলকিপারদের একজন এই ৩৬ বছর বয়সী জার্মান (Germany) তারকা। বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে ছিটকে যাওয়ার পর প্রশ্ন উঠেছিল, ম্যানুয়েল ন্যুয়ের (Manuel Neuer) কি দেশের হয়ে আর খেলবেন না। বিশ্বকাপে দলের প্রথম কিপার ছিলেন তিনি। ৪টি বিশ্বকাপে মোট ১৯টি ম্যাচ খেলে ফেলেছেন। জার্মান দলের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডটিও রয়েছে তাঁর নামে। ২০১৪ বিশ্বকাপ জিতেছিলেন যেমন, সেরা কিপার হিসেবে পেয়েছিলেন গোল্ডেন গ্লাভ অ্যাওয়ার্ডও। জাতীয় দল নিয়ে কী ভাবছেন ন্যুয়ের? তুলে ধরল TV9Bangla।
শুক্রবার কোস্তা রিকার বিরুদ্ধে ৪-২ গোলে ম্যাচ জিতেছিল জার্মানি। কিন্তু গোল পার্থক্যে বিশ্বকাপের পরবর্তী পর্বে যাওয়া হয়নি জার্মানদের। ফলে দলের অধিনায়ক হিসেবে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ন্যুয়েরকে। তাঁর আন্তর্জাতিক ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “যদি আমি ডাক পাই, সেই সঙ্গে আমি ভালো পারফরম্যান্স করতে থাকি। তাহলে, অবসর নেওয়ার কথা ভাবব কেন? এখনই ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবিনি।” এ ছাড়াও তিনি বলেছেন, “আশা রাখছি এগিয়ে যাওয়ার। সামনে তাকাচ্ছি। এর বেশি আর কিছু নেই বলার।”
২০২৪ সালের ইউরো কাপে আয়োজক দেশ জার্মানি। দু’বছর পর জাতীয় টিমের জার্সিতে ন্যুয়েরকে দেখা যেতেই পারে। সব ঠিকঠাক থাকলে হয়তো তিনিই ঘরের মাঠে নেতৃত্ব দেবেন দেশকে। ইউরো কাপই হয়তো জার্মানি টিমের তাঁর কেরিয়ারের শেষ টুর্নামেন্ট হতে পারে। কারণ তখন তাঁর বয়স হবে ৩৮। ইউরো কাপে জার্মান সমর্থকরা ন্যুয়েরকে যে দেখতে চাইবেন, সন্দেহ নেই।