Ronaldo: ব্রাজিল ফুটবলে ‘পা’ বাড়িয়ে রোনাল্ডো, লড়বেন প্রেসিডেন্ট পদে

Brazil Football: নিজেই নিজের উদাহরণ। নিজেই ভেঙেছেন নিজের অসংখ্য রেকর্ড। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবলে পা রাখার আগে এই রোনাল্ডোকেই চিনত বিশ্ব। ব্রাজিলের সেই কিংবদন্তি স্ট্রাইকার এ বার অন্য স্বপ্নপূরণের রাস্তায় ছুটতে শুরু করেছেন।

Ronaldo: ব্রাজিল ফুটবলে পা বাড়িয়ে রোনাল্ডো, লড়বেন প্রেসিডেন্ট পদে
Image Credit source: Mark Leech/ Getty Images

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 17, 2024 | 4:27 PM

কলকাতা: দু-দুটো বিশ্বকাপ রয়েছে বাড়িতে। গত শতাব্দীর নয়ের দশকে যাত্রা শুরু করেছিলেন ক্রুজেইরো থেকে। তখন থেকেই তারকা। পিএসভি আইন্দহোভেন থেকে বার্সেলোনা তুলে নিতে দেরি করেনি। ইন্টার মিলান ঘুরে পা রেখেছিলেন সোনালি সময়ের রিয়াল মাদ্রিদে। এসি মিলান, কোরিন্থিয়ান্স— যেখানে খেলেছেন, গোলের বন্যা বইয়ে দিয়েছেন ক্লাব ফুটবলে। দেশের হয়েও কি কম সফল? ৯৮টা ম্যাচ খেলে গোল করেছেন ৬২টা। তিনি নিজেই নিজের উদাহরণ। নিজেই ভেঙেছেন নিজের অসংখ্য রেকর্ড। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবলে পা রাখার আগে এই রোনাল্ডোকেই চিনত বিশ্ব। ব্রাজিলের সেই কিংবদন্তি স্ট্রাইকার এ বার অন্য স্বপ্নপূরণের রাস্তায় ছুটতে শুরু করেছেন।

নতুন প্রজন্মের ব্রাজিল যেন পুরনো ঐতিহ্য হারিয়ে ফেলছে। নেইমার থেকে ভিনিসিয়াস, ক্লাব ফুটবলে যতই আলোড়ন ফেলুন, দেশের হয়ে সফল নন। শেষ কোপা আমেরিকায় লজ্জার ভরাডুবি হয়েছিল। সেখান থেকে দেশীয় ফুটবলকে আবার স্বমহিমায় ফিরিয়ে আনতে চান ৪৮ বছরের প্রাক্তন ফুটবলার। আর তাই ব্রাজিল ফুটবল সংস্থার প্রেসিডেন্ট পদে লড়বেন বড় রোনাল্ডো।

২০২৬ সালে মেয়াদ শেষ হবে বর্তমান প্রেসিডেন্ট এডনাল্ডো রড্রিগেজ। তাঁর পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন রোনাল্ডো। বলেওছেন, ‘অনেক কিছু আমাকে মোটিভেট করে। তার মধ্যে এটাও একটা। ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ভোটে প্রার্থী হতে চাই। বিশ্ব ফুটবলে ব্রাজিলের যে ঐতিহ্য ও মহিমা রয়েছে, সেটা আবার ফিরিয়ে আনতে চাইছি।’

এক সময় স্প্যানিশ ফুটবলের প্রথম সারির দল রিয়াল ভায়াদোলিদের মালিকানা কিনেছিলেন। তা বিক্রি করে দিতে চাইছেন। ‘যত দ্রুত সম্ভব ওই ক্লাবের মালিকানার অংশ বেচে দিতে চাই। কথাও চলছে। প্রেসিডেন্ট পদের প্রার্থী হতে কোনও সমস্যা হবে না।’