AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pele Health: ফের হাসপাতালে ভর্তি পেলে

কোলনে টিউমার ধরা পড়ার পর গুঞ্জন ছিল, পেলের কি ক্যান্সার হয়েছে। ৮১ বছরের ফুটবলারের পরিবারের তরফে তা অবশ্য কখনওই বলা হয়নি। এমনকি, হাসপাতালের চিকিৎসকরাও ক্যান্সারের কথা উল্লেখ করেননি।

Pele Health: ফের হাসপাতালে ভর্তি পেলে
ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Dec 08, 2021 | 9:01 PM
Share

সাও পাওলো: ফের হাসপাতালে ভর্তি হলেন পেলে (Pele)। মাস খানেক আগে তাঁর কোলোনে টিউমার (Colon Tumor) ধরা পড়েছিল। যা অস্ত্রোপচার করে বাদও দেওয়া হয়। তার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার। বাড়িও ফিরেছিলেন। কিন্তু মাস গড়াতে না গড়াতে আবার তাঁকে ভর্তি হতে হল সাও পাওলোর (Sao Paulo) অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে (Albert Einstein Hospital)। চিকিৎসকরা জানিয়েছেন, দিন কয়েকের মধ্যেই ছেড়ে দেওয়া হবে তাঁকে।

কোলনে টিউমার ধরা পড়ার পর গুঞ্জন ছিল, পেলের কি ক্যান্সার হয়েছে। ৮১ বছরের ফুটবলারের পরিবারের তরফে তা অবশ্য কখনওই বলা হয়নি। এমনকি, হাসপাতালের চিকিৎসকরাও ক্যান্সারের কথা উল্লেখ করেননি। যার পর কিছুটা হলেও স্বস্তিতে ছিলেন পেলের ভক্তরা। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর পেলে টুইটারে লিখেছিলেন, ‘আমি রোজ একটু একটু করে সুস্থ হয়ে উঠছি। আগের মতো ফুটবল খেলা হয়তো সম্ভব নয়, তবে ভিতরে ভিতরে একটা এনার্জি পাচ্ছি। ভক্তদের ভালোবাসাই সেটা দিচ্ছে আমাকে।’

বুধবার ব্রাজিলের হয়ে তিন বারের বিশ্বকাজয়ী ফুটবলারকে পরবর্তী চিকিৎসার তাগিদেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেমোথেরাপি করা হবে তাঁর। হাসপাতাল কর্তৃপক্ষ পেলের হেলথ বুলেটিনে বলেছে, ‘পরবর্তী চিকিৎসার জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি ফুটবলার।’

আরও পড়ুন: ISL 2021-22: দুই প্রধানের জালে ৯ ম্যাচে ২৩ গোল কেন? ভুল খুঁজলেন সুব্রত, মনোরঞ্জন, সঞ্জয়রা