COPA AMERICA 2021 : পরিসংখ্যানে ব্রাজিল বনাম আর্জেন্তিনা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 10, 2021 | 5:14 PM

Copa America Final Preview: ব্রাজিল বনাম আর্জেন্টিনা মানে বরাবর তারকা-যুদ্ধ। পেলে, মারাদোনা এক প্রজন্মের ফুটবলার না হলেও কে সেরা, তর্ক আজও চলছে। এই কোপা যেমন মেসি বনাম নেইমারের।

COPA AMERICA 2021 : পরিসংখ্যানে ব্রাজিল বনাম আর্জেন্তিনা

Follow Us

রিও ডে জেনেইরাঃ এর থেকে উত্তেজক ম্যাচ সারা পৃথিবীতে আর কোথাও নেই। রাজনৈতিক সমস্যা, ফুটবল আবেগ, তারকার জন্ম, পেলে(PELE)-মারাদোনার(MARADONA) আকাশ ছুঁয়ে ফেলা— সব কিছু মিশতে মিশতে ব্রাজিল(BRAZIL) বনাম আর্জেন্টিনা(ARGENTINA) যেন হটকেক হয়ে গিয়েছে।

রবিবার ভোররাতে কোপা আমেরিকার(COPA AMERICA 2021) ফাইনালে মুখোমুখি লিওনেল মেসি-নেইমার। রবি-সন্ধেয় আবার ইউরোর ফাইনাল। এতদিন টিমটিম করে জ্বলতে থাকা কোপা ফাইনাল যেন সব আলো কেড়ে নিচ্ছে। ব্রাজিল বনাম আর্জেন্টিনা বলয়ে ঢুকে পড়ায়।

 

 

১০৭ বছর আগে প্রথম কোনও সরকারি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দেশ। আর্জেন্টিনার প্রাক্তন প্রেসিডেন্ট জুলিও আর্জেন্টিনা রোকার উদ্যোগে। ওই প্রথম আর্জেন্টিনা সফরে আসা। তার আগে অবশ্য দু’বার ব্রাজিল সফরে গিয়েছিল আর্জেন্টিনা। তা ছিল দুই দেশের রাজনৈতিক সম্পর্ককে সুস্থির করার জন্য। রোকা কাপের ম্যাচে হেরে গিয়েছিল হলুদ জার্সি। আর্জেন্টিনার ৩-০ জেতা ম্যাচে রেফারি ছিলেন এক ব্রাজিলিয়ান।

 

ব্রাজিল বনাম আর্জেন্টিনা মানে বরাবর তারকা-যুদ্ধ। পেলে, মারাদোনা এক প্রজন্মের ফুটবলার না হলেও কে সেরা, তর্ক আজও চলছে। এই কোপা যেমন মেসি বনাম নেইমারের। ক্লাব ফুটবলে দুরন্ত পারফর্ম করা মেসি কখনও দেশের জার্সিতে কোনও টুর্নামেন্ট জেতেননি। এই আক্ষেপ এ বার মিটিয়ে নিতে চান। গত কোপায় ব্রাজিল চ্যাম্পিয়ন হলেও নেইমার চোটের কারণে ছিলেন না। দুই তারকার লড়াইয়ে মুখোমুখি কে জেতেন, বিশ্ব ফুটবল অপেক্ষায়।

 

 

করোনা বিধ্বস্ত কোপা নিয়ে বিতর্কের শেষ নেই। কোপা খেলতে এসে একের পর ফুটবলার আক্রান্ত হয়েছেন। তবু কোপা থামেনি। সব বিতর্ক দূরে সরিয়ে ঝলমলে ফাইনালের অপেক্ষায় কোপা। মারাকানা দর্শকশূন্য থাকবে রবিবার। তাতে কী, টিভির সামনে মেসি বনাম নেইমার, ব্রাজিল বনাম আর্জেন্টিনা স্বাদ নেবে সারা বিশ্ব।

 

 

এতদিন ইউরোরই পাল্লা ছিল ভারী। তারকাদের সমাবেশে কোপা একটু পিছিয়েই ছিল। হলুদ-সবুজ আর নীল-সাদা জার্সির ফাইনাল সব আকর্ষণ কেড়ে নিয়েছে। কলকাতার অসংখ্য রাস্তা, অগুনতি বাড়ি হলুদ না হলে নীলে ঢেকে থাকবে ক’টা দিন।

Next Article